অনার্স ভর্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে। এক্ষেত্রে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাস করবে সে বিষয়ে অনেকে জানতে চাচ্ছে।
মূলত ভর্তি পরীক্ষায় আয়োজন করা হচ্ছে ২০০ নম্বরের উপরে। এখানে শিক্ষার্থীদের ১০০ নম্বরের সরাসরি পরীক্ষায় আয়োজন করা হলো।
আরও পড়ুনঃ অনার্স ভর্তি ২০২৫ : গ্রুপ পরিবর্তন করে ভর্তি হওয়ার নিয়ম
বাকি ১০০ নম্বর আসবে তাদের জিপিএ এর উপর নির্ভর করে এক্ষেত্রে এস এস সি ও এইচএসসি জিপিএ এখানে গণনা করা হবে।
এসএসসি ও এইচএসসি রেজাল্ট গণনা
মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে এসএসসি থেকে প্রাপ্ত জিপিএ ৪০ শতাংশ এখানে যুক্ত করা হবে এবং এইচএসসি থেকে
প্রাপ্ত জিপিএ ৬০% এখানে যুক্ত করে ১০০ নম্বরের একটি ফলাফল তৈরি করা হবে। অবশ্যই চতুর্থ বিষয়ে যুক্ত করি নির্ণয় করা হবে।
অনার্স ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পাশ নম্বর
বিজ্ঞান মানবিক ব্যবসা আলাদা আলাদা মানবণ্টন পরীক্ষায় আয়োজন করা হবে। মানবন্টন লক্ষ্য করলে দেখা যায় বিজ্ঞান বিভাগের
সর্বমোট ছয়টি বিষয় পরীক্ষা আয়োজন করা হবে, মানবিক বিভাগের সাতটি বিষয় পরীক্ষা আয়োজন করা হবে এবং ব্যবসা বিভাগে
পাঁচটি বিষয়ে পরীক্ষা আয়োজন করা হবে। সর্বমোট ১০০ নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সকল বিষয়েরই এখানে আলাদা
ভাবে কোন প্রকার পাস করতে হবে। ১০০ নাম্বরে পরীক্ষায় যদি শিক্ষার্থী ৩৫ নম্বর পায় তাহলে শিক্ষার্থী পাস করবে।
আরও পড়ুনঃ অনার্স ভর্তি আবেদন করার নিয়ম – ওয়েবসাইট লিংক
অর্থাৎ শিক্ষার্থীর পাস নম্বর হচ্ছে 35। যদি শিক্ষার্থী পাশ নম্বর অর্জন করতে সক্ষম হয় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে
অর্থাৎ যদি প্রথম ধাপে মেধা তালিকায় সুযোগ না পায় তাহলে দ্বিতীয় ধাপে অথবা তৃতীয় ধাপে শিক্ষার্থী আবার বিভিন্ন কলেজে আবেদন করতে পারবে।
Post tag:
- অনার্স পরীক্ষা পাস নম্বর
- অনার্স ভর্তির পরীক্ষায় পাশ নম্বর
- কত নম্বর পেলে অনার্স ভর্তির পরীক্ষায় পাশ করা যাবে
- অনার্স ভর্তি পরীক্ষা পাস করতে কত নম্বর লাগবে
- honours pass mark
- pass mark honours

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.