Shovon Study

Education News Website

আজ কখন এইচএসসি ২০২৪ নিয়ে সিদ্ধান্ত জানাবে ?

উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকে বৈঠকে বসছেন একাধিক কর্মকর্তা।

যেখানে উপস্থিত থাকবেন নতুন শপথ গ্রহণ করা শিক্ষা উপদেষ্টা ওহায়িদ উদ্দিন মাহমুদ, নতুন শিক্ষা সচিব ও সকল শিক্ষা বোর্ডের

চেয়ারম্যান শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। সেখানে এইচএসসি ২০২৪ পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মূলত ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীরা গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল তাদের বেশ কিছু দাবি নিয়ে।

তারা সেখানে জানিয়েছিল তারা পরীক্ষা দিতে চাচ্ছে না, কারণ হিসেবে শিক্ষার্থীরা বলছে তাদের অনেক বন্ধু হসপিটালে ভর্তি,

অসুস্থ অবস্থায় রয়েছে, আন্দোলনে গিয়ে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছে। অনেক শিক্ষার্থী এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি।

তাছাড়া বারবার পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা পরীক্ষার ব্যাপারে অনেকটি আগ্রহ হারিয়ে ফেলেছে,

তাদের পড়াশোনার পরিবেশ এই মুহূর্তে নেই। তাই শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের কাছে তারা দাবি জানিয়েছিল তাদের পরীক্ষা স্থগিত করতে হবে

অর্থাৎ বাতিল করতে হবে এবং রেজাল্ট খুব দ্রুত প্রকাশ করতে হবে। শিক্ষার্থীদের সাথে এ ব্যাপারে কথা বলে তারা

বলেন আমরা শিক্ষা বোর্ডকে বারবার অবহিত করেছি তারা আমাদের কথা শুনেনি, এরপরে আমরা ঢাকা শিক্ষা বোর্ডের ঘেরাও করেছি।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আমাদেরকে আশ্বস্ত করেছেন পরীক্ষা স্থগিত বিষয়টি

নিয়ে এবং তিনি সর্বশেষ রুটিন বাতিল করার কথা জানিয়েছেন, আমরা সেই কথা শুনে ইতিমধ্যে চলে এসেছে।

এখন আমরা চাচ্ছি এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হোক এবং যে সিদ্ধান্ত সকল শিক্ষার্থীদের পক্ষে যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছে অটোপাশে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে প্রধান শিক্ষা উপদেষ্টার।

মূলত শিক্ষার্থীদের দাবি ছিল অটো পাস দেওয়া অর্থাৎ তারা যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছে সেগুলো মূল্যায়ন করা

এবং বাকি সাবজেক্টগুলোতে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করার কথা তারা বলছিল এবং সেই দাবির সাথে একমত পোষণ করেছে পরীক্ষা নিয়ন্ত্রক।

তবে এখন সিদ্ধান্ত সবাই কিভাবে সে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে, বৈঠকের মাধ্যমে সেখানে এইচএসসি ২০২৪

বিষয়গুলো উপস্থাপন করা হবে এবং জানানো হবে কি চাই শিক্ষার্থীরা এবং কি করা যেতে পারে তাদের ব্যাপারে।

বৈঠকে আয়োজন করার কথা রয়েছে মঙ্গলবার দুপুর ২ টার পরে এবং সিদ্ধান্ত বৈঠক শেষেই জানানো হবে সকলের মাঝে।

One comment
Minhaz Ahamed

আচ্ছা ভাইয়া যদি সাবজেক্ট ম্যাপিং করা হয় তাহলে বাকি বিষয় গুলোতো ssc থেকে নিবে কিন্তু ইসলামের ইতিহাস ও সমাজকর্ম এই দুইটা বিষয় তো পূর্বে ssc তে ছিল না।এই দুইটার রেজাল্ট কিভাবে দিতে পারে? একটু জানাবেন প্লিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *