Shovon Study

Education News Website

আদৌ ৪ – ৫ আগস্ট এইচএসসি পরীক্ষা ২০২৪ হবে ?

এইচএসসি পরীক্ষা ২০২৪

উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা ২০২৪ শিক্ষা মন্ত্রণালয় থেকে বর্তমানে স্থগিত রেখেছে। এক্ষেত্রে নতুন করে তারা জানিয়েছে আগামী ০৪ আগস্ট থেকে পরীক্ষা হবে।

তবে শিক্ষার্থীরা প্রশ্ন করছে এইচএসসি পরীক্ষা ২০২৪ কি আদৌ হবে নাকি আবার স্থগিত ঘোষণা করা হবে।

এ প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে একাধিক কর্মকর্তার সাথে কথা বলে তারা আমাদেরকে সরাসরি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

আরও পড়ুনঃ

মূলত পরীক্ষা আয়োজন করা হয়েছিল ৩০ জুন থেকে। এরপরে বিভিন্নভাবে পরীক্ষা স্থগিত হয়েছে কয়েকবার।

সর্বশেষ গত ১৮ তারিখ থেকে ১ আগস্ট পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করে ধারাবাহিকভাবে। এই অবস্থায় শিক্ষার্থীরা অনেক দুশ্চিন্তা করছে তাদের পরীক্ষা নিয়ে।

এছাড়াও অভিভাবক মহল দাবি জানিয়েছে তাড়াতাড়ি যেন পরীক্ষা আয়োজন করা হয় এবং শিক্ষার্থীরা যেন খুব তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় পরীক্ষা আয়োজন করার জন্য আমরা চেষ্টা করছি এবং খুব সুন্দর ভাবে আমরা সেভাবে কার্যক্রম প্রযোজনা করছি।

কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের কারণে, শিক্ষা পরিবেশ না থাকায় আমরা পরীক্ষা নিতে পারে নি।

সর্বশেষ এইচএসসি পরীক্ষা আগামী ৪ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা আবার শুরু হচ্ছে। আশা করছি কোন ধরনের সমস্যা হবে না।

শিক্ষার্থীরা নির্বিঘ্নে বাসা থেকে গিয়ে পরীক্ষা দিতে পারবে এবং বাসায় পৌঁছাতে পারবে সুন্দরভাবে।

তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা হয়েছে এইচএসসি পরীক্ষা ২০২৪ ব্যাপারে।

তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে, যাতে করে শিক্ষার্থীরা পরীক্ষা ভালো ভাবে দিতে পারে।

শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা আমাদেরকে জানায় পরীক্ষা নিয়ে তারা অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছে।

কোন পরীক্ষা হবে কোন পরীক্ষা হবে না তা নিয়ে যেন জল্পনা-কল্পনা। শিক্ষা মন্ত্রণালয় থেকে চার তারিখে পরীক্ষা নিয়ে জানালেও

তাদের কাছে মনে হচ্ছে পরীক্ষা দেওয়ার পরিবেশ এখনো নেই, আরো সময় নিয়ে পরীক্ষা নেওয়া উচিত

অথবা আরো কয়েকটি পরীক্ষা স্থগিত করে পুরোপুরি শিক্ষার পরিবেশ ফিরে আসার পরেই পরীক্ষা নেওয়া উচিত।

তবে অনেক শিক্ষার্থী বলছে যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা নিয়ে নেওয়া উচিত এতে করে আমাদের সময়ের বেড়ে যাবে

এবং আমরা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতি নিতে পারব তাছাড়া অনেকদিন বন্ধ রাখার কারণে পরীক্ষার প্রস্তুতি অনেক খারাপ হচ্ছে সকলের।

Leave a Reply