Shovon Study

Education News Website

উপবৃত্তি টাকা কবে দিবে ২০২৪ – কত টাকা দিবে ?

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রায় ৬৫ লাখ শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি টাকা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী উপবৃত্তি কার্যক্রমের উদ্বোধন করবেন।

ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে এই টাকা প্রদান করা হবে। যেখানে বলা হয়েছে ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের

আরও পড়ুনঃ ৮০০০ টাকা কলেজ ভর্তি সহায়তা পাবে সকল শিক্ষার্থী

বিভিন্ন মেয়াদে বিভিন্ন কার্যক্রম হিসেবে প্রায় ২২০৮ কোটি টাকা প্রদান করা হবে। প্রতি বছরের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে

উপবৃত্তি এবং টিউশন ফি বিতরণ করে থাকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ। চলতি বছর ও তার কোন ব্যতিক্রম হচ্ছে না

২০২৩ – ২০২৪ অর্থবছরে এই টাকা প্রদান করবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ, একটি বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়েছে

ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অধ্যানরত সকল শিক্ষার্থীদের মাঝে। যেখানে প্রায় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হচ্ছে

৬৪ লক্ষ ৭০ হাজার ৭১ জন তাদেরকে ২০২৩-২৪ অর্থবছরে ২০২৮ কোটি ৩ লক্ষ ৫৪ হাজার টাকা প্রদান করা হবে। যা সম্পূর্ণ শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রদান করা হবে।

এ ছাড়া আরও ২১ জন শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাওয়ার্ড ২০২৩ এর তিন লক্ষ টাকা প্রদান করা হবে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এছাড়া ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গত বছর জুলাই-ডিসেম্বর এর কিস্তি

এবং চলতি বছরে জানুয়ারি থেকে জুন মাসের কিস্তি টাকা প্রদান করা হবে। যেখানে শিক্ষার্থীরা প্রায় কয়েক হাজার টাকা করে পাবে প্রতি শিক্ষার্থী।

৬৪ লাখ শিক্ষার্থীর মাঝে টাকা প্রদান করা হবে ,যার মধ্যে প্রায় 50 লাখ শিক্ষার্থী রয়েছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর। এই শিক্ষার্থীদের মাঝে টাকা প্রদান করা হবে।

টাকা কখন প্রদান করা হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে কর্মকর্তারা বলে বিকাল চারটার পরে ঢাকা প্রদান করার কার্যক্রম শুরু করা হবে।

ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আনুষ্ঠানিক অনুমতি পেয়েছি, এখন আমরা টাকা শিক্ষার্থীদের কাছে পাঠাব।

সরাসরি ব্যাংক একাউন্ট বা মোবাইলে টাকা পাঠানো হবে। এখানে কোন ধরনের শিক্ষকদের মাধ্যমে টাকা দেওয়া হবে না,

কারণ প্রতিবছরই দেখা যায় অনেক শিক্ষক এই টাকা নিয়ে ছলচাতুরি করে। আমরা এক্ষেত্রে সহজে শিক্ষার্থীদেরকে

উপবৃত্তি টাকা দেওয়ার জন্যই তাদের ব্যাংক অ্যাকাউন্টে তথ্য চেয়েছি যাতে করে সেখানে সরাসরি টাকা দিতে পারি।

9 comments
Bindu Talukdar

দ্বাদশ শ্রেণির উপবৃত্তি কত টাকা করে দেওয়া হবে

মো:রিসাদ

২হাজারআটশ করে পাইছি

Md Badsha mia

বিকাশ একাউন্ট মাধ্যমে উপ বৃত্তি টাকা দেওয়া হবে কি না

mdikbal

একবার পেয়েছি৩৪০০টাকা পেয়েছি আর কি পাব আলেম ফাস্ট ইয়ারে

Md Shakil Hossen

আমি এখোনো উপবৃওি পাইনি আমাকে উপবৃওি টাকা দেওয়া হক নাম্বার 01730641467 নগদ

Mahfuj hk rimon

আমি এখোনো উপবৃওি পাইনি আমাকে উপবৃওি টাকা দেওয়া হক নাম্বার01644825829 বিকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *