উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা ২০২৪ কবে হবে তা নিয়ে যেন জল্পনা-কল্পনার শেষ হচ্ছে না। সর্বশেষ কি আপডেট হয়েছে তা জানাবো শিক্ষার্থীদের।
বর্তমানে 14 লক্ষ 50 হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অপেক্ষা করছে। এর মধ্যে অধিকাংশ শিক্ষার্থী তাদের
পরীক্ষা কিন্তু পরীক্ষা অন্ততপক্ষে দুই মাস পিছিয়ে নেয়া হোক। এ ব্যাপারে তারা গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে,
আরও পড়ুনঃ HSC Routine 2024 All Group All Subject
কিন্তু কোন ধরনের ফলাফলে আন্দোলনের মাধ্যমে আসেনি। সর্বশেষ গত পাঁচ জুন শিক্ষা মন্ত্রী সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য জানান।
সেখানে তিনি উল্লেখ করেন আগামী 30 জুলাই পরীক্ষা হবে এবং যে সকল এলাকা বন্যাকবলিত সেখানে পরীক্ষা স্থগিত থাকবে।
তবে এখন বর্তমানে সিলেটসহ বিভিন্ন জেলায় বন্যা হচ্ছে ভারতের পানি এবং বৃষ্টির পানি নিম্ন অঞ্চল প্লাবিত করছে।
এই অবস্থায় পরীক্ষা ওইসব এলাকায় হবে কিনা তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পরীক্ষা চলাকালীন সময়ে যদি বন্যা হয় তখন তারা পরীক্ষা বন্ধ করবে।
এই মুহূর্তে তারা ওই ব্যাপারে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে না। অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে এখন পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন কিছু জানানো হয়নি। ইতিমধ্যে শিক্ষার্থীরা বিভিন্নভাবে আন্দোলন করেছে, শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের দৃষ্টি
আকর্ষণ করার সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে, এই মুহূর্তে তাদের পরীক্ষা পেছনে কোনো চিন্তা ভাবনা শিক্ষা মন্ত্রণালয় নেই।
যদি তাদের পরীক্ষা নিয়ে কোন পিছনে চিন্তা ভাবনা থাকতো অথবা তাদের আন্দোলনের বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলতো।
তাহলে এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাতে পারতাম, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে আন্দোলন প্রসঙ্গে এখন পর্যন্ত কোন কিছুই বলা হয়নি।
এক্ষেত্রে বলা যায় আগামী ৩০ জুন পরীক্ষায় আয়োজন করা হবে এবং সেভাবেই সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছ
এখন শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করো যাতে করে ভালো ফলাফল করা যায় তবে আন্দোলনের মাধ্যমে।
যদি এইচএসসি পরীক্ষা ২০২৪ স্থগিত হয় অথবা পরীক্ষায় পিছিয়ে নেওয়া হয় সে ব্যাপারে আমরা জানা মাত্রই তোমাদেরকে জানাবো।
Leave a Reply