এইচএসসি রুটিন ২০২৫ প্রকাশ কবে ?

উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি রুটিন ২০২৫ কবে প্রকাশ করা হবে তা নিয়ে রয়েছে নানান জল্পনা-কল্পনা এবং শিক্ষার্থীদের প্রশ্ন।

এ প্রসঙ্গে কথা বলেছিলাম শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাদের কাছে। তারা আমাদেরকে জানিয়েছে পরীক্ষার

সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট এবং রুটিন প্রকাশ নিয়ে তথ্য। রুটিন প্রকাশের ব্যাপারটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে – পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করার দিকে আগাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

রুটিন প্রকাশ করার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেয়া হবে পরীক্ষার দিনক্ষণ। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল পরীক্ষার

রুটিন শুরু হবে আগামী ২৫ জুন, তবে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন সত্যতা পাওয়া যায়নি।

এইচএসসি রুটিন ২০২৫ কবে প্রকাশ করা হবে ?

ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এটি নোটিশ প্রকাশ করার মাধ্যমে কলেজগুলোকে নির্দেশনা দিয়েছে ২৭ ফেব্রুয়ারির

মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবশ্যই টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে এবং দুই মার্চ থেকে তারা টেস্ট

পরীক্ষা পরবর্তী সময়ে ফরম ফিলাপ কার্যক্রম পরিচালনা করবে। সেই নির্দেশনা অনুযায়ী ধারণা করা যাচ্ছে

মার্চ মাসের শুরুর দিকে রুটিন প্রকাশ করা হতে পারে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা কোন তথ্য জানায়নি।

রুটিন তৈরি করা হবে জানুয়ারি মাসের পরবর্তীতে অনুমতির ব্যাপার রয়েছে, এরপরে প্রকাশ করার জন্য কাজ করবে।

এইচএসসি ২০২৫ পরীক্ষা কবে ?

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে অনেকটা পিছিয়ে।

মূলত এপ্রিল মাসে শুরুতেই এইচএসসি ২০২৫ পরীক্ষা শুরু করার কথা থাকলেও এপ্রিল মাসে পরীক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের।

তাই এপ্রিলে আর কোন ভাবে পরীক্ষা হচ্ছে না। তাদের পরীক্ষা পিছিয়ে কোরবানি শেষে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

এক্ষেত্রে কোরবানির শেষ করার পরে জুন মাসের শেষের দিকে পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

জুন মাসে ২০ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে যেকোনো সময় পরীক্ষা শুরু হতে পারে এবং সেভাবে তারা রুটিন তৈরি করবে।

তবে প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন কারণে পরীক্ষার রুটিন পরিবর্তন হতে পারে, কেননা জুন জুলাই মাসের দিকে

প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বড় সময় তখনকার বাংলাদেশে বুক প্রকৃতিক পরিবর্তনের কারণে অনেক সময় ঝড়

জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় হয়ে থাকে এর আগেও এই সময় পরীক্ষা নিতে গিয়ে শিক্ষা মন্ত্রণালয় হিমশিম খেতে হয়েছে।