এসএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু হবে ? কি বলছে শিক্ষা মন্ত্রণালয়

এসএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু হবে : শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতি বছর ২০ লাখের অধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে।

বিভিন্ন কারণবশত ২০ থেকে ৩০ শতাংশ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার উত্তীর্ণ হতে পারে না অর্থাৎ ফেল করে।

শিক্ষার্থীরা যদি একবার পরীক্ষায় ফেল করে তাহলে তাকে অপেক্ষা করতে হয় দীর্ঘ একটি বছর।

পরবর্তী বছরে শিক্ষার্থী আবার ফরম ফিলাপ করে এবং প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হয়। এর মধ্যে সিলেবাস পরিবর্তন সহ বিভিন্ন শিক্ষাগত পরিবর্তনের সম্মুখীন হতে হয়।

একজন শিক্ষার্থী বিভিন্ন কারণে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নাও হতে পারে। দুর্ঘটনা ঘটতে পারে, প্রস্তুতি খারাপ হতে পারে,

পরিবেশগত সমস্যা থাকতে পারে, শারীরিক অসুস্থতা থাকতে পারে। কিন্তু যদি কোন শিক্ষার্থী ফেল করে তাকে দীর্ঘ একটি বছর অপেক্ষা করার

বিষয়টি অনেকটাই অমানবিক দেখা যায়। বিগত বছরগুলোতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে যা ঘটে আসছে।

আরও পড়ুনঃ এসএসসি কোন বিষয় কত পেলে পাশ ? সৃজনশীল নৈব্যক্তিক ব্যবহারিক

কিন্তু বর্তমানে সচেতন শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থী ও সমাজের বিশিষ্ট নাগরিকরা বলেন কোন শিক্ষার্থী যদি ফেল করে তাহলে

তাকে এসএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা উচিত। বর্তমানে এই ব্যবস্থা আমাদের পাশের দেশ ভারতে প্রচলিত।

যদি কোন শিক্ষার্থী পরীক্ষায় ফেল করে তাহলে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার পরবর্তী কিছুদিনের মধ্যে ফেল করা

বিষয়ের উপরে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। যার ফলে শিক্ষার্থীর একটি বছর নষ্ট হচ্ছে না

এবং চলতি বছরই সে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করে তার পরবর্তী শিক্ষা কার্যক্রম শুরু করতে পারে। বর্তমানে বাংলাদেশ ও শিক্ষা সংস্কার করার

জন্য অন্তর্বর্তীকাল সরকার কাজ করছে। সচেতন নাগরিকরা চাচ্ছে এসএসসি পরীক্ষায় সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করার।

তবে এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন কিছুই জানানো হয় নি।

তবে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা সংস্কার কমিশন এ বিষয় নিয়ে কাজ করতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

একজন শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায় সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করা এখন সময়ের দাবি।

এসএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা এমন হতে পারেঃ

এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। যা বর্তমানে ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়।

রেজাল্ট প্রকাশ করার পরবর্তীতে এক মাসের মধ্যে যে সকল শিক্ষার্থী সাপ্লিমেন্টারি দিতে চায় তাদের ফরম ফিলাপ এবং পরীক্ষা নিয়ে নেওয়া উচিত।

এক সপ্তাহ থেকে ১৫ দিনের মধ্যে এই পরীক্ষা ব্যবস্থা শেষ করা যেতে পারে এবং পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে করা যেতে পারে।

পরবর্তীতে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেম তবে যারা প্রথম ধাপে পাস করবে তারা তাদের কার্যক্রম চলমান রাখবে।

আবেদনের শেষ সময় সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে নতুন করে আবেদন করার সুযোগ দিবে।

4 thoughts on “এসএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু হবে ? কি বলছে শিক্ষা মন্ত্রণালয়”

  1. Vai Balo hbe korle .! Ame ssc dise 2024 ay pory ak subject faill korse akhon abar dise ato Balo hoy nai Akhon jode Amon Kiso Akta kore Tahole onek Balo hbe 😭

    Reply

Leave a Reply