এসএসসি পরীক্ষা গণিতে অনেক শিক্ষার্থী পাস করা নিয়ে চিন্তা করে, তাই আজকে আমরা কথা বলব। গণিত কত নম্বরে শিক্ষার্থীরা পাশ করবে এবং তাদের সৃজনশীল নৈবেত্তিক কি রকমের পাশ দেওয়া হবে।
মূলত সৃজনশীল নৈব্যক্তিক আলাদাভাবে পরীক্ষায় আয়োজন করা হয়। যেখানে সৃজনশীল পরীক্ষা আয়োজন করা হয় ৭০ নম্বরে সাতটি প্রশ্ন শিক্ষার্থীদের লিখতে হয়।
যেখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ নম্বর এবং এই খাতা সম্পন্ন দেখা হয় শিক্ষকদের মাধ্যমে। ৭০ নম্বরে পরীক্ষা দেওয়ার জন্য সর্বমোট শিক্ষার্থীদেরকে সময় প্রদান করা হয় ২ ঘন্টা ৩০ মিনিট।
এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে, তবে অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে সাতটি প্রশ্নের উত্তর দিতে পারেনা।
অন্যদিকে বহুনির্বাচনী পরীক্ষা হয় ৩০ নম্বরে, যেখানে শিক্ষার্থীদেরকে ৩০ মিনিট সময় প্রদান করা হয়। ৩০টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার
জন্য প্রতিটি প্রশ্নের জন্য এক মিনিট সময় শিক্ষার্থীরা পাবে। বহু নির্বাচনী প্রশ্নের চারটি সেট থাকে ক সেট খ সেট গ সেট এবং ঘ সেট।
এই সেটগুলোর মাধ্যমে প্রশ্ন বন্টন করা হয় এক প্রশ্ন তবে বিভিন্ন সেটে আলাদা আলাদাভাবে উল্লেখ করা থাকে।
গণিতে শিক্ষার্থীদের পাস করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তা আমরা নিচে তুলে ধরছে। যেখান থেকে শিক্ষার্থীরা বিষয়গুলো জেনে নিতে পারবে।
সৃজনশীল ৭০ নম্বরে পরীক্ষা হয় যা সম্পূর্ণ শিক্ষকদের মাধ্যমে দেখা হয়। এখানে আলাদাভাবে পাস করতে হবে সৃজনশীল পরীক্ষায়
পাশ করার জন্য শিক্ষার্থীদের ৭০ নম্বরের মধ্যে ২৩ নম্বর পেতে হবে, তবে শিক্ষার্থী সেই বিষয়ে পাশ করবে যদি কোন শিক্ষার্থী ২৩ নম্বরের
কম পায় তাহলে তাকে ফেল দেওয়া হবে। তবে অনেক সময় দেখা যায় শিক্ষকরা দু এক নম্বর বাড়িয়ে শিক্ষারীদেরকে পাস করিয়ে দেয়।
বহুনির্বাচনী পরীক্ষা আয়োজন করা হয় ৩০ নম্বরের, যেখানে শিক্ষার্থীদের পাস করার জন্য দরকার হবে ১০ নম্বর। যদি ১০ নম্বরের নিচে কোন
শিক্ষার্থী পায় তাহলে তাকে ফেল করানো হবে অর্থাৎ এই বিষয়টি সম্পূর্ণ দেখা হয় কম্পিউটার মেশিনের মাধ্যমে।
তাই এখানে অতিরিক্ত কোন নম্বর প্রদান করা হবে না, শিক্ষার্থীর ঠিক যত নম্বর পাবে তাকে তত নম্বরই প্রদান করা হবে
এবং মূল ফলাফলের সাথে তা যোগ করা হবে। যদি ১০ নম্বরের নিচে পায় তাহলে তাকে ফেল দেওয়া হবে এবং উক্ত বিষয়ে শিক্ষার্থী ফেলবে।
এসএসসি পরীক্ষা নিয়ে আরও পড়ুনঃ
- এসএসসি রেজাল্ট ২০২৪ কবে প্রকাশ হবে ?
- এসএসসি ২০২৪ বাংলা ১ম পত্র ও ২য় পত্র মিলিয়ে পাস ?
- এসএসসি ২০২৪ ইংরেজি ১ম ও ২য় পত্র পাশ যেভাবে ?
- MCQ কত নম্বরে পাশ ? কিভাবে দেখবে MCQ ?

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.