শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে গুরুত্বপূর্ণ চারটি নির্দেশনা প্রদান করেছে, যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব তাই শেষ পর্যন্ত পড়তে হবে এবং বিষয়গুলো জানতে হবে।
এসএসসি পরীক্ষা ২০২৪ সম্পর্কিত তথ্য
- পরীক্ষা শুরু – ১৫ ফেব্রুয়ারি
- পরীক্ষা শেষ – ২০ মার্চ
- পরীক্ষা কেন্দ্রের সংখ্যা – ৩২০০
- পরীক্ষার্থীর সংখ্যা – ২০ লাখ
- পরীক্ষা বিষয় – ১৩ টি
- পরীক্ষার সময় – তিন ঘন্টা
- পরীক্ষা শুরু – সকাল দশটায়
- পরীক্ষা শেষ – দুপুর 1 টায়
শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সকল নির্দেশনা প্রদান করেছে তা হল
পরীক্ষার সময়
এসএসসি পরীক্ষার সময় তারা জানিয়েছে সকল দশটায় পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে দুপুরে একটা। এক্ষেত্রে পরীক্ষা শুরু ৩০ মিনিট পূর্বে পরীক্ষায় কক্ষে আসন
গ্রহণ করতে হবে অর্থাৎ 9 টা 30 মিনিটে তাদেরকে আসন গ্রহণ করতে হবে। এরপরে তাদের সৃজনশীল এবং নৈবেত্তিকের উত্তরপত্র প্রদান করবে,
যেখানে তাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। সকাল দশটার সময় তাদেরকে নৈব্যক্তিক প্রশ্নপত্র দেওয়া হবে।
যেগুলো তারা উত্তর পর্যায় ভরাট করবে দশটা ত্রিশ মিনিটে নৈবেত্তিক উত্তরপত্র নিয়ে যাওয়া হবে এবং সৃজনশীল প্রশ্নপত্র দেয়া হবে।
যেখানে তারা সৃজনশীল উত্তরপত্রে সে প্রশ্নের উত্তরগুলো লিখবে এবং ঠিক একটা সময় তাদের পরীক্ষা শেষ হবে।
পাশ নম্বর
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী সৃজনশীল ব্যবহারিক এবং নৈবেত্তিক অংশে শিক্ষার্থীদের আলাদাভাবে পাশ করতে হবে।
কোন একটি পৃথক অংশ যদি শিক্ষার্থী ফেল করে তাহলে তার সম্পূর্ণ সাবজেক্টে ফেল দেখাবে, সৃজনশীল ৫০ নম্বর পরীক্ষা
শিক্ষার্থীকে 17 নম্বর পেতে পাস করার জন্য এবং ৭০ নম্বরের পরীক্ষায় শিক্ষার্থীকে পাস করার জন্য পেতে হবে ২৩ নম্বর।
অন্যদিকে বহুনির্বাচনি 30 নম্বরের পরীক্ষায় ১০ নম্বর পেতে পাস করার জন্য এবং ব্যবহারিক ও নৈব্যক্তিক 25 নম্বরে পরীক্ষায় শিক্ষার্থীকে ৮ নম্বর পেতে হবে পাস করার জন্য।
পরীক্ষার যন্ত্রপাতি
রুটিনের গুরুত্বপূর্ণ নির্দেশনা বলা হয়েছে শিক্ষার্থীরা কোনভাবে ডিজিটাল ডিভাইস পড়েছে কিনা নিয়ে যেতে পারবে না।
কোনো ধরনের মোবাইল ফোন ডিজিটাল ঘড়ি ব্যবহার করে অনুমতি থাকবে না, তাছাড়া কোন ধরনের ডিজিটাল কলম ব্যবহার করতে পারবে না।
স্বাভাবিক সাধারণ কলম শিক্ষার্থীরা নিয়ে যেতে পারবে এবং সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে অনুমতি প্রদান করা হয়েছেন।
কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে যেতে পারবেনা, তাই অবশ্যই এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে যদি কোনো কারণে মোবাইল ফোন নিয়ে যায় তাহলে সাথে সাথে তাদেরকে বহিষ্কার করা হবে।
নকল অথবা অশুদ্ধ উপায়
যদি কোন শিক্ষার্থী নকল অথবা অশুদ্ধ উপায় অবলম্বন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নকল করলে এখানে খাতা বা পরীক্ষা বাতিল সহ তাদের শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
এ বিষয়ে শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে চিন্তাভাবনা করে কোনভাবে যেন অশুদ্ধ উপায় অবলম্বন না করে এতে করে তার শিক্ষা জীবনে বড় প্রভাব পড়বে।
২ টি দুঃসংবাদ এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে - Shovon Study
[…] […]