এসএসসি পরীক্ষা ২০২৫ কবে ? চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়

এসএসসি পরীক্ষা ২০২৫ ও সমমান পর্যায়ে সকল বোর্ডের পরীক্ষা কবে আয়োজন করা হবে তা নিয়ে বর্তমানে দুশ্চিন্তা করছে শিক্ষার্থীরা।

এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোন প্রকার নোটিশ প্রকাশ করার মাধ্যমে কোন সঠিক সিদ্ধান্তের কথা জানায়নি।

সর্বশেষ বোর্ডের একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও মন্ত্রণালয় একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা পরীক্ষার শুরুর ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে।

এসএসসি পরীক্ষা ২০২৫ কবে হবে ? কোন নিয়মে হবে ?

শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা ফলাফল নিয়ে বর্তমানে কাজ করছে, বিভিন্ন শিক্ষা বোর্ড বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে।

যার কারণে তারা বর্তমানে এসএসসি পরীক্ষা ২০২৫ নিয়ে কোন কাজই করার সুযোগ পাচ্ছে না। এক্ষেত্রে পরীক্ষা নিয়ন্ত্রক

দফতরের একাধিক কর্মকর্তা জানিয়েছে যদি পরীক্ষায় ফেব্রুয়ারি মাসে নেওয়া হতো তাহলে এতদিনের শিক্ষা মন্ত্রণালয়

তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে দিল এবং বোর্ড তাদের নিজস্ব কার্যক্রম, বিশেষ করে এসএসসি নিয়ে যে সকল

প্রস্তুতিমূলক কার্যক্রম রয়েছে তা পরিচালনা করতো। কিন্তু এই মুহূর্তে সেরকম এর কোন কিছুই আমরা দেখছি না।

শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে মৌখিকভাবে যে পরীক্ষা আগামী এপ্রিল মাসে নেয়া হবে। তবে এপ্রিল মাসের কবে

পরীক্ষা হবে এবং রুটিন কবে দিবে, রুটিন তৈরি করা নিয়ে এখন পর্যন্ত কোন প্রকার বৈঠক আয়োজন করা হয়নি।

তবে সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে আর হচ্ছে না, পরীক্ষা আগামী এপ্রিল মাস হবে এবং রমজানে ঈদ শেষ করে

এই পরীক্ষায় আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা বলে ফেব্রুয়ারি

মাসে পরীক্ষা শুরু করলে শিক্ষার্থীরা অনেক কম সময় পেত, এমনকি অনেক শিক্ষার্থী ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেনি ২৪ এর বিভিন্ন ট্রাজিরের কারণে।

তাই আমরা পরীক্ষা পিছিয়ে নিব। এক্ষেত্রে পরীক্ষা পেছনের আরও একটি কারণ হচ্ছে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রমজান রয়েছে।

আমরা এক মাসের মধ্যে পরীক্ষা শেষ করতে পারবো না, রমজানের মধ্যে কয়েকটি পরীক্ষা পড়তে পারে।

তাই আমরা সব কিছু বিবেচনা করে এপ্রিল মাসে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করেছি। শিক্ষা বোর্ডগুলোকে সেভাবেই নির্দেশনা দেয়া হয়েছে।

শিক্ষা বোর্ড তাদের নির্দেশ অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করছে। খুব শীঘ্রই শিক্ষার মন্ত্রণালয় থেকে বৈঠকের আয়োজন করে

এ ব্যাপারে চূড়ান্ত নোটিশ প্রকাশ করা হবে এবং ফরম ফিলাপ ও রুটিন প্রকাশের বিষয় নিয়ে কাজ করবে শিক্ষা বোর্ডগুলো।

Leave a Reply