এসএসসি পরীক্ষা ২০২৬ কোন নিয়মে হবে কবে আয়োজন করা হবে এবং কিভাবে হবে ও সিলেবাস বিষয়ে জানতে চায় শিক্ষার্থীরা।
তাদেরকে আমরা জানিয়ে রাখছি এসএসসি পরীক্ষা ২০২৬ নিয়ে কিভাবে নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
SSC OMR Sheet PDF – omr sheet pdf
মূলত এসএসসি পরীক্ষা ২০২৬ একটি আলাদা এবং ব্যতিক্রম ব্যাচ বলে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পরিলক্ষিত।
কেননা ২০২৪ সালে শিক্ষার্থীরা নবম শ্রেণীতে নতুন কারিকুলাম এর উপরে পড়াশোনা করেছে, এখন আবার ২০২৫ সালে শিক্ষার্থীদের
দশম শ্রেণীতে পড়তে হচ্ছে আবার পুরাতন কারিকুলাম। এই কারণে অনেক শিক্ষার্থী তাদের পড়ালেখায় অনেকটাই অমনোযোগী হয়েছে।
এক্ষেত্রে কোন নিয়মে তাদের পরীক্ষা হবে, সে বিষয়ে জানতে চাচ্ছিল অনেকেই এবং কোন বইয়ের উপরে পরীক্ষা হবে সে বিষয়েও আমরা কথা বলব।
এসএসসি পরীক্ষা ২০২৬ এর নিয়ম
মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে স্পষ্ট করেছে যে তারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার স্বাভাবিকভাবে যেভাবে নেওয়ার কথা সেভাবেই তারা নিবে।
এক্ষেত্রে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ম স্বাভাবিক থাকছে অর্থাৎ ১০০ নম্বর পরীক্ষা হবে সকল বিষয় পরীক্ষা আয়োজন করা হবে।
বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগের আলাদা আলাদা বিষয় থাকবে এবং তার উপরে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা আয়োজন করা হবে।
এর সাথে সৃজনশীল এবং বহুনির্বাচনী অংশে বিভক্ত করা হবে পুরো বিষয়কে তার উপরে পরীক্ষায় আয়োজন করার পরিকল্পনা তাদের রয়েছে।
এছাড়া কিছু পরিবর্তন হলে সে বিষয়গুলো পরবর্তীতে পরীক্ষার আগ মুহূর্তে জানিয়ে দিবে শিক্ষা মন্ত্রণালয়।
এসএসসি পরীক্ষা ২০২৬ কোন সিলেবাসে
মূলত পূর্ণাঙ্গ সিলেবাস হয়ে থাকেন নবম এবং দশম শ্রেণীর নিয়ে, কিন্তু শিক্ষার্থীরা নবম শ্রেণীতে যেহেতু নতুন কারিকুলাম পড়েছিল
এখন আবার পুরাতন কারিকুলমে ফিরে যাওয়া হচ্ছে এবং সময় থাকছে মাত্র এক বছর, এই অবস্থায় পুরো সিলেবাস শেষ করা সম্ভব নয়।
এ ক্ষেত্রে প্রত্যেকটা বইকে অর্ধেক করে সিলেবাস তৈরি করা হবে এবং সেটা শিক্ষার্থীদের কাছে দেওয়া হবে।
শিক্ষা প্রতিষ্ঠান সেই সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের ক্লাস করাবে এবং সিলেবাস সম্পূর্ণ করাবে এবং ২০২৬ সালের পরীক্ষা
সেই সিলেবাস অনুযায়ী আয়োজন করা হবে। তবে সকল বোর্ডের জন্য একই সিলেবাস থাকবে বোর্ড ভিত্তিক আলাদা আলাদা সিলেবাস হবে না।
এসএসসি পরীক্ষা ২০২৬ কবে হবে ?
মূলত অনেক শিক্ষার্থী ধারণা করছে তাদের পরীক্ষা অনেক পিছিয়ে নিতে পারে তাদেরকে জানিয়ে রাখছি ২০২৬ সালের
এসএসসি পরীক্ষা ক্যালেন্ডার অনুযায়ী স্বাভাবিক সময় নেওয়ার চিন্তাভাবনা রয়েছে। এক্ষেত্রে করোনার কারণে তাদের
পরীক্ষার কোন প্রভাব পড়বে না। নতুন কারিকুলাম এবং পুরাতন কারিকুলামের কারণে যদি শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা পিছিয়ে নিতে চাই
তাও সামান্য কিছুদিন হতে পারে। তবে সম্ভবত সময় হিসেবে এসএসসি আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে হবে
অর্থাৎ শিক্ষকদের হাতে পুরো 2025 সালের সম্পূর্ণ সময় পাবে এবং ২০২৬ সালের জানুয়ারি মাস পেতে পারে।
- ৩ টি আর্থিক অনুদান পাবে সকল শিক্ষার্থী – আবেদন করুন জলদি
- অনার্স ভর্তি ২০২৫ পরীক্ষা কবে হবে ?
- আর্থিক অনুদান আবেদন করার নিয়ম ২০২৫
- HSC 2026 Bangla 1st Paper Suggestion – 100% Common
- অনার্স ভর্তি অনলাইন আবেদন করার নিয়ম ২০২৫
My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.