HSC Exam 2025
HSC Exam 2025

এসএসসি সকল বিষয় পাস নম্বর কত ? সৃজনশীল নৈব্যক্তিক

এসএসসি পরীক্ষার ক্ষেত্রে যে সকল বিষয়ে আয়োজন করা হয় সেখানে কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাস করবে মানে পাস নম্বর তা নিয়ে যেন প্রশ্ন থেকেই যায়।

আজকে আমরা শিক্ষার্থীদের প্রতিটি সাবজেক্টে পাশ নম্বর তুলে ধরেছি, যেখানে শিক্ষার্থীরা জানতে পারবে তাদের পাশ নম্বর কত রয়েছে।

আরও পড়ুনঃ শিক্ষাবৃত্তি পাবে সকল ডিগ্রী অনার্স মাস্টার্স শিক্ষার্থীরা – আবেদন নিয়ম

এক্ষেত্রে আমরা তাদের যে সকল বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ যে সকল বিষয়ে শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ে থাকে সেই পাস নম্বর আলোচনা করব।

তবে বোর্ড পরীক্ষার পাস নম্বর এবং স্কুল ভিত্তিক পরীক্ষায় পাশ নম্বরের মধ্যে ভিন্নতা থাকতে পারে। বোর্ডের আলাদা আলাদাভাবে

প্রতিটি পর্বে পাশ করতে হবে, যেমন সৃজনশীল আলাদা পাস বহুনির্বাচনি আলাদা ব্যবহারিক আলাদাভাবে পাশ করতে হবে।

এসএসসি সকল বিষয় পাস নম্বর কত ? সৃজনশীল নৈব্যক্তিক

বাংলা ১ম পত্র – সৃজনশীল ২৩ নম্বরে পাশ বহুনির্বাচনী ১০ নম্বরে পাশ

বাংলা দ্বিতীয় পত্র – নির্মিত অংশ 23 নম্বরে পাশ বহুনির্বাচনি অংশ ১০ নম্বরে পাশ

প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে পাস, সৃজনশীল ১৪০ নম্বরের মধ্যে শিক্ষার্থী যদি ৪৬ নাম্বার পায় তবে তার বহুনির্বাচনী 30 এবং 30 নাম্বার ৬০ নম্বরের মধ্যে ২০ নম্বর পেলে পাশ।

ইংরেজি প্রথম পত্র – ১০০ নম্বরের মধ্যে ৩৩ পাস নম্বর

ইংরেজি দ্বিতীয় পত্র – ১০০ নম্বরের মধ্যে ৩৩ পেলে পাস

প্রথম ও দ্বিতীয় পত্র ২০০ নম্বরের মধ্যে ৬৬ নম্বর পেলে শিক্ষার্থী পাস করবে

তথ্য যোগাযোগ প্রযুক্তি – ২৫ নম্বরের মধ্যে ৮ নম্বর পেলে পাশ

গণিত – সৃজনশীল ৭০ নম্বরের মধ্যে ২৩ নাম্বার পেলে পাশ, বহুনির্বাচনি ৩০ নম্বরের মধ্যে ১০ নম্বর পাস

বিজ্ঞান – সৃজনশীল ৭০ নম্বরের মধ্যে ২৩ নাম্বার পেলে পাশ, বহুনির্বাচনি ৩০ নম্বরের মধ্যে ১০ নম্বর পাস

বাংলাদেশ ও বিশ্বপরিচয় – সৃজনশীল ৭০ নম্বরের মধ্যে ২৩ নাম্বার পেলে পাশ, বহুনির্বাচনি ৩০ নম্বরের মধ্যে ১০ নম্বর পাস

ইতিহাস – সৃজনশীল ৭০ নম্বরের মধ্যে ২৩ নাম্বার পেলে পাশ, বহুনির্বাচনি ৩০ নম্বরের মধ্যে ১০ মার্কে পাস

অর্থনীতি – সৃজনশীল ৭০ নম্বরের মধ্যে ২৩ নাম্বার পেলে পাশ, বহুনির্বাচনি ৩০ নম্বরের মধ্যে ১০ মার্কে পাস

পৌরনীতি – সৃজনশীল ৭০ নম্বরের মধ্যে ২৩ নাম্বার পেলে পাশ, বহুনির্বাচনি ৩০ নম্বরের মধ্যে ১০ মার্কে পাস

ভূগোল – সৃজনশীল ৭০ নম্বরের মধ্যে ২৩ নাম্বার পেলে পাশ, বহুনির্বাচনি ৩০ নম্বরের মধ্যে ১০ মার্কে পাস

হিসাববিজ্ঞান – সৃজনশীল ৭০ নম্বরের মধ্যে ২৩ নাম্বার পেলে পাশ, বহুনির্বাচনি ৩০ নম্বরের মধ্যে ১০ মার্কে পাস

ব্যবসায় উদ্যোগ – সৃজনশীল ৭০ নম্বরের মধ্যে ২৩ নাম্বার পেলে পাশ, বহুনির্বাচনি ৩০ নম্বরের মধ্যে ১০ মার্কে পাস

ফিনান্স ও ব্যাংকিং – সৃজনশীল ৭০ নম্বরের মধ্যে ২৩ নাম্বার পেলে পাশ, বহুনির্বাচনি ৩০ নম্বরের মধ্যে ১০ মার্কে পাস

গার্হস্থ্য বিজ্ঞান -সৃজনশীল ৭০ নম্বরের মধ্যে ২৩ নাম্বার পেলে পাশ, বহুনির্বাচনি ৩০ নম্বরের মধ্যে ১০ মার্কে পাস

ধর্ম ও নৈতিক শিক্ষা – সৃজনশীল ৭০ নম্বরের মধ্যে ২৩ নাম্বার পেলে পাশ, বহুনির্বাচনি ৩০ নম্বরের মধ্যে ১০ মার্কে পাস

পদার্থ বিজ্ঞান – সৃজনশীল ৫০ নম্বরের মধ্যে 17 নম্বর পেলে পাশ ও বহুনির্বাচনী 25 নম্বরের ৮ নম্বর পেলে পাশ ব্যবহারিক ২৫ নম্বরের ৮ নম্বর পেলে পাশ

রসায়ন – সৃজনশীল ৫০ নম্বরের মধ্যে 17 নম্বর পেলে পাশ ও বহুনির্বাচনী 25 নম্বরের মধ্যে ৮ নম্বর পেলে পাশ ব্যবহারিক ২৫ নম্বরের মধ্যে ৮ নম্বর পেলে পাশ

জীববিজ্ঞান – সৃজনশীল ৫০ নম্বরের মধ্যে 17 নম্বর পেলে পাশ ও বহুনির্বাচনী 25 নম্বরের মধ্যে ৮ নম্বর পেলে পাশ ব্যবহারিক ২৫ নম্বরের মধ্যে ৮ নম্বর পেলে পাশ

উচ্চতর গণিত- সৃজনশীল ৫০ নম্বরের মধ্যে 17 নম্বর পেলে পাশ ও বহুনির্বাচনী 25 নম্বরের মধ্যে ৮ নম্বর পেলে পাশ ব্যবহারিক ২৫ নম্বরের মধ্যে ৮ নম্বর পেলে পাশ

কৃষি শিক্ষা – সৃজনশীল ৫০ নম্বরের মধ্যে 17 নম্বর পেলে পাশ ও বহুনির্বাচনী 25 নম্বরের মধ্যে ৮ নম্বর পেলে পাশ ব্যবহারিক ২৫ নম্বরের মধ্যে ৮ নম্বর পেলে পাশ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *