এসএসসি ২০২৪ পরীক্ষায় ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কিভাবে পাস নির্ধারণ করবে তা অনেক শিক্ষার্থী জানে না। তাদেরকে আজকে আমরা জানাবো কিভাবে পাস নির্ধারণ করবে।
কিভাবে ইংরেজি বিষয় গ্রেট নির্ধারণ করা হবে তা নিয়ে আলোচনা করবো। মূলত ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পরীক্ষায় আয়োজন করা হয় ১০০ নম্বর করে ২০০ নম্বরে।
এসএসসি ২০২৪ নিয়ে আরও পড়ুনঃ
- এসএসসি রেজাল্ট ২০২৪ কবে প্রকাশ হবে ?
- এসএসসি ২০২৪ বাংলা ১ম পত্র ও ২য় পত্র মিলিয়ে পাস ?
- ২ টি সুখবর – এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে, জানালে শিক্ষা বোর্ড
- MCQ কত নম্বরে পাশ ? কিভাবে দেখবে MCQ ?
শিক্ষা মন্ত্রণালয় থেকে এই পরীক্ষার খাতা গুলো একটু ভিন্নভাবে দেখা হয়। অন্যান্য বিষয়গুলোর খাতা যেহেতু শিক্ষকদের
কাছে যায় আবার কিছু অংশ যায় সরাসরি বোর্ডের কাছে ওএমআর মেশিনের মাধ্যমে দেখার জন্য। কিন্তু ইংরেজি প্রথম পত্র
এবং দ্বিতীয় পত্র পরীক্ষার কোন খাতায় বোর্ডের কাছে মেশিনের মাধ্যমে দেখার জন্য যায় না, সরাসরি এই খাতা শিক্ষকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়
মূল্যায়ন করার জন্য অর্থাৎ ১০০ নম্বরের পুরো খাতায় শিক্ষকরা পেয়ে যায়। যেখানে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবে এবং নম্বর প্রদান করে বোর্ডের কাছে পাঠাবে,
নিয়ম রয়েছে ১০০ নম্বরে পরীক্ষায় শিক্ষার্থীকে ৩৩ নম্বর পেতে হবে পাশ করার জন্য এবং ২০০ নম্বরে পরীক্ষায় শিক্ষার্থীকে ৬৬ নম্বর পেতে হবে
পাশ করার জন্য অর্থাৎ যদি শিক্ষার্থী প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে কোনভাবে ৬৬ নম্বর পায় তাহলে শিক্ষার্থীকে পাস করে দেওয়া হবে।
এখানে শিক্ষার্থী ১ম পত্রে যদি নম্বর কোন কারণে একটু কম পায় এবং দ্বিতীয় পত্রে নম্বর যদি বেশি পায় তাহলে দুইটা মিলাইয়া থাকে পাশ দিয়ে দেওয়া হবে এবং সেভাবে গ্রেড নির্ণয় করা হবে।
- ২০০ নম্বরের মধ্যে শিক্ষার্থীরা যদি ৬৬ নম্বর পায় তাহলে পাস করবে ও D গ্রেড দেওয়া হবে।
- ২০০ নম্বরের মধ্যে যদি শিক্ষার্থীরা ৮০ নম্বর পায় তাহলে তাদের C গ্রেড পয়েন্ট হবে।
- 200 নম্বরের মধ্যে যদি শিক্ষার্থীরা ১০০ নম্বর পায় তাহলে B গ্রেড পয়েন্ট হবে।
- 200 নম্বরের মধ্যে যদি শিক্ষার্থীরা ১২০ নম্বর পায় তাহলে A- গ্রেড পয়েন্টে গ্রেড পয়েন্ট হবে।
- ২০০ নম্বরের মধ্যে যদি শিক্ষার্থী ১৪০ পায় তাহলে A গ্রেড পয়েন্ট হবে।
- ২০০ নম্বরের মধ্যে যদি শিক্ষার্থী ১৬০ নম্বর পায় তাহলে A+ গ্রেড পয়েন্ট হবে।
এভাবে শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। তাই প্রথম পত্র পরীক্ষা যদি কোন শিক্ষার্থী খারাপও দিয়ে থাকে তার দ্বিতীয় পত্রের মাধ্যমে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারবে।
Leave a Reply