এসএসসি ২০২৬ শিক্ষার্থীদের জন্য নতুন মানবন্টন প্রকাশ করেছে। এসএসসি ২০২৬ পরীক্ষা হবে এই নিয়ম অনুযায়ী।
এসএসসি ২০২৬ কোন বিষয়ে কত নম্বরে প্রশ্ন হবে ও পরীক্ষা আয়োজন করা হবে সে সম্পর্কে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুনঃ SSC 2026 Short Syllabus PDF – এসএসসি ২০২৬ সংক্ষিপ্ত সিলেবাস
আমরা এখানে শিক্ষার্থীদেরকে একটি একটি করে সকল বিষয় সম্পর্কে জানাচ্ছি। যাতে করে শিক্ষার্থীরা সহজে বিষয়গুলো বুঝে নিতে পারে।
এর আগে ২০১৩ সালে নম্বর পত্র অর্থাৎ মানবন্টন নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ জাতীয় শিক্ষাকর্ম ও পাঠ্যপুস্তক বোর্ড তা পরিবর্তন করে
এবং নতুন মানবন্টন অনুযায়ী এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে। যেখানে ২০২৬ সাল থেকে এসএসসি পরীক্ষা প্রথম শুরু করা হচ্ছে।
বাংলা প্রথম পত্র
সৃজনশীল অংশ – গদ্য থেকে ৪টি প্রশ্ন কবিতা থেকে ৪টি প্রশ্ন সহ সর্বমোট ৮টি প্রশ্ন আসবে। যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রতিটি বিভাগ থেকে ২ টি প্রশ্নের উত্তর সহ সর্বমোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের উত্তর নম্বর থাকবে ১০ নম্বর থাকবে, সর্বমোট সৃজনশীল থাকবে ৫০ নম্বর।
বর্ণনামূলক প্রশ্ন – সহপাঠ অর্থাৎ উপন্যাস থেকে ৪টি বর্ণনামূলক প্রশ্ন আসবে।
যেখান থেকে ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ১০ ও দুইটি প্রশ্নের সর্বমোট ২০ নম্বরের জন্য উত্তর দিবে।
বহুনির্বাচনী অংশ – বহুনির্বাচনী অংশের ৩০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন ১ নম্বর করে ৩০ টি প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ থাকবে।
বাংলা দ্বিতীয় পত্র
রচনামূলক অংশ – রচনামূলক অংশে সর্বমোট 70 নম্বর থাকবে।
- অনুচ্ছেদ – ১০ নম্বর পত্র
- দরখাস্ত নম্বর পত্র পত্রিকায় প্রকাশের জন্য চিঠি – ১০ নম্বর
- সারাংশ সারমর্ম – ১০ নম্বর
- ভাব সম্প্রসারণ – ১০ নম্বর
- অনুবাদ – ১০ নম্বর
- রচনা – ২০ নম্বর
বহুনির্বাচনী অংশ – ব্যাকরণ এবং নির্মিত অংশ বাগধারা বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন থেকে ৩০ টি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের নম্বর এক করে থাকবে মোট ৩০ নম্বর।
গণিত
সৃজনশীল প্রশ্ন – ক বিভাগ বীজগণিত থেকে ২ টি প্রশ্ন খ বিভাগ জ্যামিতি থেকে ২ টি প্রশ্ন গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে ২টি প্রশ্ন
এবং খ বিভাগ পরিসংখ্যান থেকে ২ টি প্রশ্ন মিলিয়ে সর্বমোট ৮ টি প্রশ্ন আসবে। সেখান সকল বিভাগ থেকে একটি করে
মিলিয়ে সর্বমোট ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের ১০ নম্বর থাকবে। সর্বমোট 50 নম্বর রে সৃজনশীল পরীক্ষা হবে।
সংক্ষিপ্ত প্রশ্ন – ১৫ টি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া হবে, যার প্রতিটি নম্বর থাকবে ২ নম্বর করে।
যেকোনো ১০ টি প্রশ্নের উত্তর দিবে। সর্বমোট সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে ২০ নম্বর।
বহুনির্বাচনি অংশ – বীজগণিত অংশ ১২ থেকে ১৫ টি জ্যামিতি অংশ ১০ থেকে ১৩ টি
এবং ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে।
ইংরেজি প্রথম পত্র
পার্ট এ অর্থাৎ রিডিং অংশে শিক্ষিতের ৭০ নম্বর থাকবে এবং পার্ট বি রাইটিং অংশে শিক্ষার্থীদের ৩০ নম্বর থাকবে।
ইংরেজি দ্বিতীয় পত্র
পার্ট এ অর্থাৎ গ্রামার অংশে শিক্ষার্থীদের ৬০ নম্বর থাকবে এবং পার্ট বি অর্থাৎ রাইটিং অংশ শিক্ষা দিয়ে ৪০ নম্বর থাকবে
বিজ্ঞান – বাংলাদেশ ও বিশ্বপরিচয় – বাংলাদেশের ইতিহাস – অর্থনীতি – পৌরনীতি – ভূগোল – ব্যবসায় উদ্যোগ – ধর্ম নৈতিক শিক্ষা
সৃজনশীল অংশ – প্রতিটি বিষয়ে সর্বমোট ৮ টি প্রশ্ন সৃজনশীল হিসেবে থাকবে। যেখানে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ১০ করে, সর্বমোট ৫০ নম্বরে সৃজনশীল পরীক্ষা হবে।
সংক্ষিপ্ত প্রশ্ন অংশ – প্রতিটি বিষয়ে ১৫ টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের ২ নম্বর করে থাকবে ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে।
বহুনির্বাচনি অংশ – ৩০ টি প্রশ্ন থাকবে যার প্রতিটি নম্বর থাকবে ১ করে, সর্বমোট ৩০ নম্বর।
হিসাববিজ্ঞান
সৃজনশীল অংশ – সৃজনশীল অংশে ৭ টি প্রশ্ন আসবে, যে কোন ৪ টি প্রশ্নের উত্তর দিবে। আর্থিক বিবরণী প্রস্তুতকরণে ২০ নম্বর থাকবে।
সংক্ষিপ্ত প্রশ্ন অংশ – সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সর্বমোট ৭ টি সেখান থেকে যেকোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিবে।
প্রতিটি নম্বর থাকবে ২ করে সর্বমোট ১০ নম্বর।
বহু নির্বাচনী অংশ – সর্বমোট ৩০টি প্রশ্ন থাকবে। যেখান থেকে একটি করে ১ মার্ক করে থাকবে, সকল প্রশ্নের ৩০ নম্বর প্রদান করা হবে।
ফিন্যান্স ও ব্যাংকিং
সৃজনশীল অংশ – ৫ টি প্রশ্ন লিখতে হবে, যেখানে প্রশ্ন থাকবে ৮ টি অর্থাৎ যেকোনো ৫ টা উত্তর দিতে হবে।
প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে ১০ নম্বর করে। তবে ফিনান্স অংশ থেকে ৫ টি প্রশ্ন এবং ব্যাংকিং অংশ থেকে ৩টি প্রশ্ন থাকবে।
এক্ষেত্রে প্রতিটি অংশে মিনিট নূন্যতম ২টি করে প্রশ্নের উত্তর দিতে হবে এবং সর্বমোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। ৫০ নম্বরে পরীক্ষা হবে।
সংক্ষিপ্ত প্রশ্ন – সর্বমোট ১৫টি প্রশ্নের পরীক্ষা হবে। যেখানে প্রতি প্রশ্নের উত্তর দিতে ২ নম্বর দেওয়া হবে,
যেকোনো ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেখানে প্রশ্নের মান থাকবে সর্বমোট ২০ নম্বর।
বহু নির্বাচনী অংশ – ৩০ টি প্রশ্ন থাকবে সকল বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর করে থাকবে প্রতি প্রশ্নের মান এবং ত্রিশটি প্রশ্নের জন্য ৩০ নম্বর
পদার্থবিজ্ঞান – রসায়ন – জীববিজ্ঞান – কৃষি শিক্ষা – গার্হস্থ্য বিজ্ঞান
সৃজনশীল অংশ – ৭টি সৃজনশীল প্রশ্ন দেয়া হবে। যেখান থেকে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে মোট ৪০ নম্বর।
সংক্ষিপ্ত প্রশ্নের অংশ – ৭টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে। যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের মান থাকবে দুই করে, সর্বমোট ১০ নম্বর।
বহু নির্বাচনী অংশ – ২৫টি বহুনির্বচনী প্রশ্ন থাকবে, সবগুলোর উত্তর দিতে হবে সর্বমোট ২৫ নম্বর।
উচ্চতর গণিত
সৃজনশীল অংশ – বীজগণিত থেকে ৩টি জ্যামিতি ও ভেক্টর থেকে ২টি ত্রিকোণমিতী ও সম্ভাবনা থেকে ২টি প্রশ্ন মিলিয়ে।
সর্বমোট ৭ টি প্রশ্ন আসবে, যেখান থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। সৃজনশীল পরীক্ষা হবে ৪০ নম্বরে।
সংক্ষিপ্ত প্রশ্নের অংশ – সাতটি প্রশ্ন আসবে যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে থাকবে মোট ১০ নম্বর।
বহুনির্বাচনী অংশ – বীজগণিত অংশ থেকে ৮ থেকে ১০ টি জ্যামিতী ও ভেক্টর অংশ থেকে ৮ থেকে ১২ টি
ত্রিকোণমিত সম্ভাবনা থেকে পাঁচটি প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে সবার মোট ২৫ নম্বর পরীক্ষা হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বাচনী অংশ – 15 টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে সেখান থেকে, যেকোনো সবগুলো বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে হবে সর্বমোট 15 নম্বর।
সংক্ষিপ্ত প্রশ্নের অংশ – ৮ টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যে কোন ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতি প্রশ্নের নম্বর থাকবে ১০ করে সর্বমোট ১০ নম্বর।