Shovon Study

Education News Website

কলেজ ভর্তি ২০২৪ রেজাল্ট দেখার নিয়ম

একাদশ শ্রেণির ভর্তি মানে কলেজ ভর্তি ২০২৪ রেজাল্ট প্রকাশ করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীরা খুব সহজে একাদশ ভর্তির ফলাফল দেখতে পারবে।

আজকে আমরা পরীক্ষার ফলাফল দেখার সঠিক নিয়ম তুলে ধরছি। যেখান থেকে এই ফলাফল তুলে ধরা হয়েছে।

মূলত শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করেছে, যেখান থেকে শিক্ষার্থীদেরকে একটি কলেজ বেছে নিবে।

আরও পড়ুনঃ SSC 2024 Scholarship Result All Board

আবার অনেক শিক্ষার্থী কোন কলেজে পাবে না। এক্ষেত্রে শিক্ষার্থীদের কে দেখে নিতে হবে সে কোন কলেজ পেয়েছে

অর্থাৎ নির্বাচিত কলেজ ভর্তি ২০২৪ ফলাফল দেখে নিতে হবে। গত কয়েক বছর যেভাবে একাদশ ভর্তির ফলাফল প্রকাশিত হতো চলতি বছরের সেরকমটা হচ্ছে না।

সম্পূর্ণ নতুন নিয়মে একাদশ ভর্তির ফলাফল দেখতে পাবেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের কে তাদের নিজেদের ইউজার আইডি

এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে ফলাফল দেখতে হবে। আমরা একে একে সকল ধাপগুলো তুলে ধরছে যেখান থেকে শিক্ষার্থীরা তাদের

কলেজ ভর্তির ফলাফল দেখতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থী কোন কলেজে চান্স পেয়েছে তা জানতে পারবে এবং সেখানে নিশ্চয়ন করতে পারবে।

প্রথম কাজঃ শিক্ষা মন্ত্রণালয়ে নির্ধারিত ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে লগইন বাটনে ক্লিক করতে হবে।ওয়েবসাইট লিংক নিচে তুলে ধরা হল।

যেখানে শিক্ষার্থীর EDU এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে এবং এখানে শিক্ষার্থীকে সাবমিট অপশনে ক্লিক

করে মূল তার ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। যেখানে তার নাম এবং সকল তথ্যগুলো দেখাবে।

দ্বিতীয় কাজঃ বামপাশের মেনুগুলোতে ক্লিক করে শিক্ষার্থীকে খুঁজে বের করতে হবে নির্বাচন অপশন।

সেই নির্বাচন লেখা অপশনে ক্লিক করার পরবর্তীতে শিক্ষার্থী দেখতে পারবে। সে কোন কলেজে চান্স পেয়েছে।

এখানে ফলাফল দেখা যাবে, ফলাফল দেখার জন্য আলাদা কোন কিছু করতে হবে না। কোন এসএমএস পাঠাতে হবে না কোন টাকা খরচ করতে হবে না।

কোথাও রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে না। শুধুমাত্র নির্বাচন পাঠনে ক্লিক করার পরবর্তীতে ফলাফল দেখা যাবে।

তাই শিক্ষার্থীদেরকে সঠিক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং সকল তথ্য সঠিক ভাবে দিতে পারলেই ফলাফল দেখতে পারবে।

আরও পড়ুনঃ SSC 2024 Scholarship Result All Board

ফলাফল প্রকাশ করার পরবর্তীতে শিক্ষাদেখাকে ৩৩৫ টাকা পাঠিয়ে নিশ্চয়ন করে নিতে হবে। নিশ্চয়ন করার জন্য যেভাবে

শিক্ষার্থী ১৫০ টাকা ফ্রি প্রদান করেছিল ভর্তি আবেদনের, সেভাবেই তাদেরকে ৩৩৫ টাকা ফি অনলাইনে প্রদান করতে হবে।

নিশ্চায়ন নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশের পরবর্তীতে সময় থেকে আগামী ২ জুলাই পর্যন্ত সময় প্রদান করবে।

এই সময়ের মধ্যে যদি শিক্ষার্থী নিষ্ঠান করে তবে ওই কলেজে শিক্ষার্থী ভর্তি হতে পারবে, আর নয়তো শিক্ষার্থী কিন্তু আর ভর্তি হতে পারবে না। নতুন করে তাকে আবেদন করতে হবে আবার দ্বিতীয় পর্যায়ে।

ওয়েবসাইট লিংক

10 comments
Hasan

(XICLASSADMISSION) [EduId:2110769192,PIN:MU1OWI] selected in EIIN-112476/Day/Bangla/Humanities/Co-Ed./Merit. Login to confirm your selection.

    Ataur Rahman

    (XICLASSADMISSION) [EduId:2701261943,PIN:WS8Q8M] selected in EIIN-107253/Day/Bangla/Humanities/Co-Ed./Merit. Login to confirm your selection.

Hasan

Hsc vorti admission result

Ataur Rahman

(XICLASSADMISSION) [EduId:2701261943,PIN:WS8Q8M] selected in EIIN-107253/Day/Bangla/Humanities/Co-Ed./Merit. Login to confirm your selection.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *