গণিত সাবজেক্ট রিভিউ – গণিত মূলত একটি বিজ্ঞান বিভাগের সাবজেক্ট যে সাবজেক্টের ভবিষ্যৎ খুবই স্পষ্ট এবং গণিতের গণিত নিয়ে অনেক চিন্তা ভাবনা করে।
আজকে আমরা গণিত সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো অর্থাৎ সাবজেক্ট রিভিউ দিব, যেখানে আলোচনা করব
কোন কোন বিষয়ে শিক্ষার্থীরা পড়বে ? কেন গণিত পড়তে হবে এবং গণিতের ভবিষ্যৎ ক্যারিয়ার কি রয়েছে ?
আরও পড়ুনঃ
- বাংলা সাবজেক্ট রিভিউ
- রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রিভিউ
- ম্যানেজমেন্ট সাবজেক্ট রিভিউ
- ইংরেজি সাবজেক্ট রিভিউ
- হিসাববিজ্ঞান সাবজেক্ট রিভিউ
- অর্থনীতি সাবজেক্ট রিভিউ
- গণিত সাবজেক্ট রিভিউ
কেনো গণিত অনার্স নেওয়া উচিৎ ?
কেন গণিত নিয়ে অনার্স করতে হবে, এমন প্রশ্ন অনেক শিক্ষার্থী করে তাদেরকে জানাচ্ছি গণিত এমন একটা সাবজেক্ট
যার চাহিদা তৈরি হয় সেই ক্লাস ষষ্ঠ থেকে। এরপরে অনার্স মাস্টার পর্যন্ত তার চাহিদা রয়েছে সরকারি বেসরকারি কলেজেও তার চাহিদা রয়েছে,
বিশ্ববিদ্যালয় চাহিদা রয়েছে। শিক্ষকতা বাদে অন্যান্য সেক্টরে গণিতের চাহিদা বিদ্যমান, তাই গণিত নিয়ে অবশ্যই শিক্ষার্থীরা
লাভবান হবে ক্ষতির সম্মুখীন হবে না। তবে ভালো করে পড়াশোনা করতে হবে এইটা অবশ্যই মাথায় রাখতে হবে।
পড়াশোনার চাপ কেমন ?
গণিতের তুলনামূলক পড়াশুনার চাপ অনেক বেশি অন্য সাবজেক্ট এর থেকে গণিতে তোমাকে সময় দিয়ে পড়ালেখা করতে হবে।
এমনকি সারা বছর কম বেশি প্রাইভেট পড়তে হবে, পরীক্ষার আগে সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হবে।
তবে এখানে ভালো ফলাফল করা সম্ভব গণিত এমন একটা সাবজেক্ট যেখানে চাইলে তুমি অনেক ভালো রেজাল্ট
করতে পারবা আবার চাইলে খুব সহজে খারাপ পর্যন্ত করা যাবে। কেননা এখানে পড়াশোনার ক্ষেত্রে তুমি দশ নম্বরের
একটি অংক করছো তোমার অংক হয় তাহলে তুমি দশে দশ পাবা যদি তোমার অংক ভুল হয় তাহলে তুমি শূন্য পাবে।
গণিত বিষয় যা যা পড়ানো হয়
১ম বর্ষ সাবজেক্ট
- গণিতের মৌলিক বিষয়
- ক্যালকুলাস – আই
- রৈখিক বীজগণিত
- বিশ্লেষণাত্মক এবং ভেক্টর জ্যামিতি
- রসায়ন-I
- রসায়ন ব্যবহারিক – আই
- পরিসংখ্যান ভূমিকা
- পরিসংখ্যান ব্যবহারিক-I
- পদার্থবিদ্যা- I
- পদার্থবিদ্যা-II
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
২য় বর্ষ সাবজেক্ট
- ক্যালকুলাস -II
- সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ
- কম্পিউটার প্রোগ্রামিং (ফরট্রান)
- গণিত ল্যাব (ব্যবহারিক)
- পদার্থবিদ্যা-III
- পদার্থবিদ্যা-IV
- সাধারণ রসায়ন-II
- পরিবেশগত রসায়ন
- পরিসংখ্যান পদ্ধতি
- পরিসংখ্যান ব্যবহারিক-II
- ইংরেজি (বাধ্যতামূলক)
৩য় বর্ষ সাবজেক্ট
- বিমূর্ত বীজগণিত
- বাস্তব বিশ্লেষণ
- সংখ্যাগত বিশ্লেষণ
- জটিল বিশ্লেষণ
- ডিফারেনশিয়াল জ্যামিতি
- মেকানিক্স
- লিনিয়ার প্রোগ্রামিং
- গণিত ল্যাব (ব্যবহারিক)
৪র্থ বর্ষ সাবজেক্ট
- সংখ্যার তত্ত্ব
- টপোলজি এবং কার্যকরী বিশ্লেষণ
- ফলিত গণিতের পদ্ধতি
- টেনসর বিশ্লেষণ
- আংশিক ডিফারেনশিয়াল সমীকরণ
- হাইড্রোডাইনামিকস
- বিচ্ছিন্ন গণিত
- জ্যোতির্বিদ্যা
- গণিত ল্যাব (ব্যবহারিক)
- Viva-Voce
গণিত পড়ে ক্যারিয়ার
- ব্যাংকে চাকুরী
- মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরী
- বিসিএস দিয়ে শিক্ষা ক্যাডার সহ অন্যান্য সাধারণ ক্যাডারে চাকুরী
- আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- Financial Firm
- Data Science /Business Analytics
- প্রাইমারি স্কুলের শিক্ষক (সরকারি ও বেসরকারি)
- হাই স্কুলের শিক্ষক (সরকারি ও বেসরকারি)
- কলেজের শিক্ষক (সরকারি ও বেসরকারি)
- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (পাবলিক ও প্রাইভেট)
- Actuarial Scientist
- Financial Engineering
- পরিসংখ্যানবিদ
- গবেষক
- বিভিন্ন মাল্টিন্যাশনাল কর্পোরেশন
- বিভিন্ন এনজিওতে চাকরি
- সকল প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রশাসন কর্মী
- সকল প্রকার সাধারণ সরকারি চাকুরী
My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.