গুচ্ছ ভর্তি ২০২৫ নিয়ে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। এমনকি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সকল উপাচার্যদের প্রতি।
গত কয়েকদিন ধরে এইচএসসি ২০২৪ ব্যাচের ভর্তিচ্ছু উচ্চ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের সামনে আন্দোলন করে আসছিল
এবং তাদের দাবি ছিল সকল বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আয়োজন করবে। বিগত বছরও এই নিয়মে
ভর্তি পরীক্ষায় আয়োজন করা হলো, সরকার পরিবর্তনের পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্বাধীনতা অজুহাতের মাধ্যমে গুচ্ছ থেকে সরে আসে
এবং পরবর্তীতে নিজ নিজ ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে। যার মাধ্যমে প্রথমে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুনঃ ২ টি ভুলের কারণে অনার্স ভর্তি আবেদন বাতিল হয়
এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় গিয়ে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে ইচ্ছুক নয়। কেননা আলাদা আলাদা জায়গায়
সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আয়োজন করা হলে ভর্তি পরীক্ষার মানবন্টন পরিবর্তন হয়, মানবন্টন শিক্ষার্থীদের
প্রস্তুতি গ্রহণ করতে হয়। আবার প্রতিটি ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের আলাদাভাবে পরীক্ষার ফরম তুলতে হয়,
যার খরচ অনেক শিক্ষার্থী বহন করতে পারছে না। আবার ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার সময়ও শিক্ষার্থীরা সমস্যার মধ্যে পড়তে পারেন।
এ কারণে সারা দেশব্যাপী ২৪ টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। সবাইকে নিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বহন রাখার ব্যাপারে।
শিক্ষার্থীরা আন্দোলন করছিল গত কয়েকদিন ধরে। চলমান এই আন্দোলনের সর্বশেষ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের ভবনে তালা দেয়।
পরবর্তীতে আলাপ-আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করা হয় ভর্তি পরীক্ষার ব্যাপারে তারা একমত এবং সকল উপাচার্যদের নির্দেশনা
দেয়া হচ্ছে তারা যেন গুচ্ছ ভর্তি ২০২৫ অন্তর্ভুক্ত থাকে ভর্তি পরীক্ষায় আয়োজন করেন। ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের
প্রাথমিক আবেদন কার্যক্রম শেষ করেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের অনলাইন আবেদন কার্যক্রম চালাচ্ছে।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তির কার্যক্রমে অনেক এগিয়ে গিয়েছিল।
তবে বর্তমানে শিক্ষার্থীরা অনেকটাই ধোঁয়াশার মধ্যে রয়েছেন। এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিলেও
শিক্ষা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন কিছুই জানায়নি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন
আনুষ্ঠানিক ভাবে তারা জানেনই কোন কোন বিশ্ববিদ্যালয় সর্বশেষ গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত থাকছে।
সকল আপডেট দ্রুত পেতে আমাদের Whatsapps গ্রুপে জয়েন হোন | ![]() |

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.