জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা কবে হবে ? এই প্রশ্ন অনেক শিক্ষার্থী মনে। কেননা এইচএসসি ২০২৪ পাস করার অধিকাংশ শিক্ষার্থী অপেক্ষা করছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য।
সর্বশেষ এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জানতে পেরেছি। যে বিষয়গুলো নিয়ে আমরা শিক্ষার্থীদেরকে জানাবো।
বর্তমানে শিক্ষার্থীরা পরীক্ষার পরবর্তী সময় অপেক্ষা করছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কবে হবে সেই বিষয়ে।
সকল বিশ্ববিদ্যালয় ভর্তি তারিখ ২০২৫ | All University Admission date
সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ প্রকাশ করার মাধ্যমে জানিয়েছে তারা ভর্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে।
গত কয়েক বছর কোন প্রকার ভর্তি পরীক্ষা হয়নি, সরাসরি রেজাল্টের উপর নির্ভর করে শিক্ষার্থীদের ভর্তি করানো হতো।
কিন্তু ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে তারা আর সেটা করছে না। নতুন করে ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছেন ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা দিতে হবে। তবে শুধুমাত্র অনার্স ভর্তির
ক্ষেত্রেই পরীক্ষার বিষয়টি সামনে এসেছেন। এক্ষেত্রে ভর্তি পরীক্ষার কবে হবে তা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায়।
এ ব্যাপারে শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানায় গুচ্ছের সাথে ভর্তি পরীক্ষার
পরিকল্পনা করলেও গুচ্ছ পরীক্ষা অনেক আগেই নিচ্ছে। এক্ষেত্রে তাদের সাথে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।
এক্ষেত্রে সাত কলেজ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের সাথে পরীক্ষার সমন্বয় করে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে।
সম্ভাব্য সময় হিসেবে পরীক্ষার ব্যাপারে তারা বলেন এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার উপর নির্ভর করে আমাদের ভর্তি
পরীক্ষার তারিখ প্রদান করা হবে। এপ্রিল মাসের শেষের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।
তবে বাকি বিষয়গুলো পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয় একাডেমি কাউন্সিলের সিদ্ধান্তের উপর নির্ভর করে।
এক্ষেত্রে ভর্তি পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই জানাবে জাতীয় বিশ্ববিদ্যালয়। যেখানে জানা যাবে বিশ্ববিদ্যালয় ভর্তি
পরীক্ষার ক্ষেত্রে কোন মানবন্টনে ভর্তি পরীক্ষা হবে, কোন পদ্ধতিতে পরীক্ষায় আয়োজন করা হবে এবং যাবতীয় সকল তথ্য।
Leave a Reply