ঢাবি অধিভুক্ত ৭ কলেজে ভর্তি ২০২৫ কবে ?

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজে ভর্তি ২০২৫ কবে হবে ? সে প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব এবং সর্বশেষ তথ্য তুলে ধরছি।

আরও পড়ুনঃ কোচিং দরকার অনার্স ভর্তি পরীক্ষার জন্য ?

৭ কলেজগুলো হলো –

  1. ঢাকা কলেজ
  2. তিতুমীর কলেজ ঢাকা
  3. মিরপুর বাংলা কলেজ
  4. ইডেন মহিলা কলেজ
  5. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
  6. কবি নজরুল সরকারি কলেজ
  7. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

৭ কলেজে ভর্তি যোগ্যতা

  • বিজ্ঞান ইউনিটে এসএসসি এবং এসএসসি মিলিয়ে 7 পয়েন্ট।
  • কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে এসএসসি ও এসএসসি মিলিয়ে ৬ পয়েন্ট।
  • ব্যবসা ইউনিটে এসএসসি ও এসএসসি মিলিয়ে ৬.৫ পয়েন্ট দরকার।

ভর্তি পরীক্ষার মানবন্টন

বিজ্ঞান ইউনিট

  • পদার্থবিজ্ঞান ২৫ নম্বর
  • রসায়ন ২৫ নম্বর
  • গণিত / জীববিজ্ঞান ২৫ নম্বর
  • বাংলা ২৫ নম্বর
  • ইংরেজি ২৫ নম্বর

মানবিক ইউনিট

  • বাংলা ২৫ নম্বর
  • ইংরেজি ২৫ নম্বর
  • সাধারণ জ্ঞান 50 নম্বর

ব্যবসায় ইউনিট

  • বাংলা ২০ নম্বর
  • ইংরেজি ২০ নম্বর
  • হিসাববিজ্ঞান ২০ নম্বর
  • ব্যবসা নীতি ও প্রয়োগ ২০ নম্বর
  • মার্কেটিং / ফিনান্স ২০ নম্বর

৭ কলেজে ভর্তি ২০২৫ আবেদন কবে শুরু ?

এখন পর্যন্ত সাত কলেজে ভর্তির আবেদন নিয়ে সর্বশেষ তথ্যমতে চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ অথবা

এপ্রিল মাসে থেকে আবেদন কার্যক্রম শুরু করতে পারে ভর্তি কমিটি এবং পরীক্ষার মূল অংশটি মে বা জুন

মাসের দিকে শুরু হতে পারে। যদি গুচ্ছপ ভর্তি পরীক্ষায় কিছুটা পিছিয়ে নেওয়া হয় তাহলে ৭ কলেজে ভর্তি ২০২৫

পরীক্ষাও আরো পিছে যেতে পারে। সম্ভাব্য সময় হিসেবে মেয়ে অথবা জুন মাসে দিকে পরীক্ষা শুরু হতে পারে সাত কলেজের।

Leave a Reply