বাংলা সাবজেক্ট রিভিউ – Bangla Subject Review

বাংলা সাবজেক্ট রিভিউ – বাংলা সাবজেক্ট শিক্ষার্থীদের অনেক পছন্দের একটি সাবজেক্ট আজকে আমরা জানাবো বাংলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য।

আরও পড়ুনঃ

কেনো বাংলা অনার্স সাবজেক্ট নেওয়া উচিৎ ?

অনেক শিক্ষার্থী বাংলা নিয়ে অনার্স করতে চায় কিন্তু কেন তাদের বাংলা নেওয়া উচিত সে বিষয়ে জানা দরকার।

বাংলা একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেখানে শিক্ষার্থীরা চার বছর অনার্স কমপ্লিট করলে তাকে বাংলা সম্পর্কে ব্যাপক ধারণা অর্জন লাভ করবে।

তার নিজের যোগাযোগ মাধ্যম হিসেবে বাংলা ব্যবহারের দক্ষতা বৃদ্ধি পাবে, এমনকি বাংলা সাবজেক্ট ভিত্তিক

আলাদা আলাদা ক্যারিয়ারে বসে যুক্ত হতে পারবে। যাতে করে অন্যান্য সবার থেকে এগিয়ে থাকতে পারবে,

সে বাংলার দিক থেকে বাংলা ক্যারিয়ার হিসেবে দারুন একটি সাবজেক্ট অনেকেই আছে। যারা কিনা বাংলায় অনার্স কমপ্লিট করে নিজেদের মতো করে ক্যারিয়ার চয়েস করে।

আবার বাংলা অনার্স করার পরবর্তীতে যে কোন জায়গায় চাইলে চাকরির জন্য চেষ্টা করা যেতে পারে অর্থাৎ বাংলায় অনার্স করলে শুধু

যে বাংলায় ভিত্তিক ক্যারিয়ার গঠন করতে হবে, এমন কিছুই নয়। সে চাইলে যে কোন জায়গায় চাকরির জন্য চেষ্টা করতে পারবে।

পড়াশোনার চাপ কেমন ?

বাংলায় পড়াশোনার চাপ কেমন হবে ? এমন প্রশ্ন অনেক শিক্ষার্থী করে থাকে। মূলত বাংলার ক্ষেত্রে আহামরি অনেক বেশি পড়াশোনার প্রেসার নেই।

তবে যদি শিক্ষার্থী ভেবে থাকে পরীক্ষার আগের রাত পরে তারপর সে বাংলায় ভালো রেজাল্ট করবে তা হলো ভুল ভাবছে।

বাংলা এমন একটি সাবজেক্ট যেখানে সারা বছর পড়তে হবে না, তবে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে অন্ততপক্ষে দুই তিন মাস

আগে বই খাতা নিয়ে বসতে হবে এবং বাংলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এখানে গড়ে শিক্ষার্থীরা তুলতে পারে।

বাংলা বিষয়ে যা যা পড়ানো হয় – বাংলা সাবজেক্ট রিভিউ

  • ব্যাকরণ
  • বাংলা ভাষার ইতিহাস
  • পাণ্ডুলিপিবিদ্যা
  • আধুনিক ভাষাবিজ্ঞানের কিছু অংশ
  • সাহিত্যের রূপ-রীতি
  • সাহিত্য সমালোচনা ও গবেষণার পদ্ধতি
  • আধুনিক যুগে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা
  • বিভিন্ন কবি সাহিত্যিকদের ভূমিকা
  • প্রাচীন ভারতীয় রসতত্ত্ব
  • আধুনিক বিদেশি সাহিত্যের কিছু অনুবাদ
  • বাংলা কবিতার অলংকার-ছন্দ
  • সাহিত্য
  • বিভিন্ন যুগ ( প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ )
  • সাহিত্যের বিভিন্ন শাখা সম্পর্কে ধারণা
  • বাংলা কবিতা
  • বাংলা গল্প
  • বাংলা উপন্যাস
  • বাংলা নাটক
  • চর্যাপদ
  • শ্রীকৃষ্ণকীর্তন
  • মঙ্গলকাব্য
  • বৈষ্ণব কবিতা
  • শ্রীচৈতন্য
  • প্রণয় উপাখ্যান
  • মৈমনসিংহ গীতিকা
  • দোভাষী পুঁথি

বাংলা বিষয়ের ক্যারিয়ার

  • সরকারি ও বেসরকারি স্কুল কলেজে শিক্ষকতা করা
  • পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা
  • বিসিএস ক্যাডার হওয়া ( শিক্ষা ক্যাডারে বাংলা সাবজেক্ট এর কোটা অনেক)
  • বিভিন্ন এনজিওতে চাকরি
  • বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি
  • সাংবাদিকতা পেশা
  • বাংলা বিষয়ে লেখক হওয়া
  • বাংলা ভাষার প্রশিক্ষক হওয়া
  • বাংলা বিষয়ে উপস্থাপনা ও কবিতা আবৃত্তি
  • উচ্চতর গবেষক হওয়া
  • শিক্ষা ক্যাডার ছাড়া যেকোনো সরকারি আমলা হওয়া যায়।
  • ব্যাংক ও বীমা কোম্পানিতে চাকরি

Leave a Reply