মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বাদ দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
এ সময় তারা জানান কোটা নাকি মেধা মেধা মেধা, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, মেডিকেলে কোটা কেন প্রশাসন জবাব দে, সারা বাংলা খবর দে কোটাপ্রথার কবর দেব,
অন্যায় হবে যতবার জেগে উঠবো ততবার, লড়াই লড়াই লড়াই চাই এই লড়াই জিতবে কারা, ২৪ এর সৈনিকেরা, এরকম বিভিন্ন স্লোগানে।
আরও পড়ুনঃ ২ টি আর্থিক অনুদান আবেদন চলছে | ৮-৫০ হাজার টাকা পাবে
১৯ জানুয়ারির রাতে ঢাকার বিভিন্ন স্থানে জড়ো হয় শিক্ষার্থীরা। মূলত মেডিকেল ভর্তি পরীক্ষা কোটার মাধ্যমে বড়সড়
অনিয়ম পরিলক্ষিত হয়েছেন। যেখানে অনেক শিক্ষার্থী ৭২ বা ৭৩ নম্বর পেয়েও মেডিকেল ভর্তি সুযোগ পায়নি।
সেখানে কোটার মারফতে মাত্র ৪১ নম্বর পেয়েও ভর্তির সুযোগ পাচ্ছে। এ কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ডাক্তার হওয়ার স্বপ্নের দৌড় এখানেই শেষ।
কিন্তু যারা কিনা অযোগ্য শুধুমাত্র 41 নম্বর পেয়ে তারা ভর্তি সুযোগ পাওয়ার বিষয়টি মেনে নিতে পারছে না সাধারণ শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে ইতিমধ্যে জানানো হয়েছে তারা বলছে এভাবে ফলাফল প্রকাশ করা যেতে পারে না,
এই মেধাবী শিক্ষার্থীরা পরিশ্রম করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে এত ভালো নাম্বার পাওয়ার পরও সুযোগ পাচ্ছে না।
সেখানে মুক্তিযোদ্ধা কোটাসহ বিভিন্ন কোটায় এমনভাবে মেধাবীদের হক নষ্ট করছে তা সকলের দৃষ্টি আকর্ষণ করছে।
এছাড়া বিপুলসংখ্যক যোগ্য শিক্ষার্থী ভর্তি সুযোগ পাচ্ছে না এই কোটার কারণে। তাই কোটা প্রথা সম্পূর্ণ বাতিল
করতে হবে এবং ফলাফল পুনঃপ্রকাশ করতে হবে। যে সকল শিক্ষার্থী ভর্তির যোগ্য তাদেরকে ভর্তির যোগ্যতা দিতে হবে
এবং কোটা বাদ দিয়ে শুধুমাত্র সরাসরি মূল্যায়ন করার ভিত্তিতে রেজাল্ট প্রকাশ করতে হবে। তবে এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর
এ ব্যাপারে মন্তব্য করেনি।তবে মেডিকেল শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলনের ডাক দিচ্ছে, তারা আন্দোলনে যেতে চায়।
মুক্তিযোদ্ধার কোটা বিপরীতে তারা কথা বলতে চাই, এমনকি সকল বিশ্ববিদ্যালয় থেকে এই কোটার বিষয়টি বাদ দিতে চায়।
তবে স্বাস্থ্য মন্ত্রণালয় কি বলছে সে বিষয়টি জানতে চায় শিক্ষার্থীরা এবং এই রেজাল্টের অনিয়ম ব্যাপারে তারা কি সমাধান দিবে তার অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা।
Shovon Study সকল আপডেট পেতে Whatsapp Channel ফলো করুন

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.