মেডিকেল ভর্তি পরীক্ষায় কত মার্কে চান্স হবে ?

মেডিকেল ভর্তি পরীক্ষার কাট মার্ক কত অর্থাৎ কত নম্বর পেলে শিক্ষার্থী ভর্তি পরীক্ষার ফলাফল উত্তীর্ণ হবে এবং মেডিকেল কলেজে চান্স পাবে।

গতবছর 300 নম্বরে পরীক্ষার ক্ষেত্রে ২৬৭ ছিল কাট মার্ক এবং মেডিকেল থেকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সে বিষয়টি নিশ্চিত করেছিল।

আরও পড়ুনঃ কখন মেডিকেল ভর্তি রেজাল্ট প্রকাশ হবে ?

কিন্তু চলতি বছরে সে কাট মার্ক কত রাখা হবে ? কত নম্বর পেলে শিক্ষার্থী সুযোগ পাচ্ছে মেডিকেল কলেজে ?

ইতিমধ্যে পরীক্ষা শেষ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 17 জানুয়ারি এক লক্ষ 35 হাজার শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে।

সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ছিল ৫৩৮০ টি। চলতি বছরে প্রতিটি আসনের বিপরীতে ২৫ জন

শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে ইতিমধ্যে শিক্ষার্থীরা জানিয়েছে পরীক্ষার প্রশ্ন সহজ এসেছে।

তবে কয়েকটি ক্ষেত্রে একটু কঠিন হতে পারে। যেমন রসায়ন ও পদার্থের ক্ষেত্রে এবং ইংরেজি ক্ষেত্রে।

বাকি বিষয়গুলো যথেষ্ট সহজ এসেছে। শিক্ষার্থীরা যথেষ্ট ভালোভাবে পরীক্ষার উত্তর গুলো দিতে পেরেছে।

এক্ষেত্রে কাট মার্ক অনেকটাই বেড়ে যাবে বলে জানিয়েছে মেডিকেলে ভর্তি কিছু শিক্ষার্থীরা এবং অনেক শিক্ষক।

কিভাবে মেডিকেল ভর্তি রেজাল্ট দেখা যাবে ?

নিচে নিয়ম অনুযায়ী শিক্ষার্থী মেডিকেল ভর্তির রেজাল্ট দেখতে পারবে অনলাইনে নিজেদের মোবাইল ফোন থেকে।

  • স্বাস্থ্য অধিদপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
  • সেখানে শিক্ষার্থী রোল নম্বর লিখে টাইপ করতে হবে
  • সাবমিট করতে হবে রেজাল্ট অপশনে ক্লিক করে।
  • এরপর বিস্তারিত ফলাফল দেখা যাবে
  • Website link – https://result.dghs.gov.bd/mbbs

কাট মার্ক কত রাখা হবে ?

ইতিমধ্যে শিক্ষার্থীরা জানতে পেরেছে তাদের পরীক্ষার সকলের ভালো হয়েছে, তাই কম বেশি কাট মার্ক বেড়ে যেতে পারে।

সেক্ষেত্রে গত বছর ১০০ নম্বরে এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে কাট মার্ক ছিল ৬৭ নাম্বার। এক্ষেত্রে চলতি বছরে

কিছুটা বৃদ্ধি পেয়ে ৭১ থেকে ৭২ নম্বর হতে পারে অর্থাৎ ৭১ নম্বরের বেশি পেলে শিক্ষার্থী সরাসরি পেতে পারে ভর্তি

হওয়ার সুযোগ পেতে পারে। অন্যদিকে ৭০ থেকে ৬৮ নম্বর পেলে শিক্ষার্থী অপেক্ষামান তালিকায় আসতে পারে।

উপসংহারঃ

রেজাল্ট প্রকাশ করার পরবর্তীতে এ বিষয়গুলো আরো ভালোভাবে জানা যাবে। তাই শিক্ষার্থীদের উচিত অপেক্ষা করা এবং ধৈর্য ধারণ করে বিষয়গুলো জেনে নেওয়া।

Post tag

  1. মেডিকেল বোর্ডের ক্ষেত্রে কত নম্বর পেতে হবে
  2. কত নম্বর পেলে মেডিকেল ভর্তির চান্স পাওয়া যাবে
  3. মেডিকেল ভর্তির কাট মার্ক কত
  4. মেডিকেল ভর্তির ২০২৫ কাট মার্ক
  5. কত নম্বর পেলে ২০২৫ মেডিকেল ভর্তিতে সুযোগ পাওয়া যাবে
  6. কত নম্বর পেলে সর্বমোট মেডিকেল ভর্তি চান্স পাওয়ার সুযোগ থাকবে

Shovon Study সকল আপডেট পেতে Whatsapp Channel ফলো করুন

Leave a Reply