শিক্ষা মন্ত্রণালয় থেকে সরকারি আর্থিক অনুদান প্রদান করছেন চলতি বছরে আবেদন শুরু হয়েছে। আজকে আমরা আবেদন করার সঠিক নিয়ম জানিয়ে দিচ্ছি।
যেখান থেকে এই শিক্ষার্থীরা খুব সহজে নিজের মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার সকল তথ্য তার সাথে প্রত্যয়ন পত্র আবেদন করার লিংক এই পোস্টের মাধ্যমে সকলে জানতে পারবে।
আরও পরুনঃ ৩ টি উপবৃত্তি চলমান – অনলাইনে আবেদন করুন
আর্থিক অনুদান আবেদন করার যোগ্যতা
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। এখানে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে
অর্থাৎ ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ অনার্স ডিগ্রী পাস কোর্স মাস্টার্স শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাবে।
আবেদন করার জন্য কোন টাকা দরকার হবে না, শিক্ষার্থীরা বিনামূল্যে নিজের মোবাইল ফোন থেকে এখানে আবেদন করতে পারবে।
আবেদন করার নিয়ম
প্রথম কাজ
আবেদন করা যাবে মাই গড ওয়েবসাইটের মাধ্যমে। সেখানে শিক্ষার্থীদের সরাসরি শিক্ষার্থী আবেদন অপশনে প্রবেশ করতে হবে।
প্রথম কাজ শিক্ষার্থীদের নিবন্ধন করে নেওয়া। যদি শিক্ষার্থী রেজিস্ট্রেশন না করে থাকে তাহলে তার মোবাইল নাম্বার
জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবে। এখানে শিক্ষার্থী বা তারা অভিভাবক নিবন্ধন করে
পরবর্তীতে শিক্ষার্থী জন্য আবেদন করতে পারবে অর্থাৎ নিবন্ধনকৃত তথ্য এবং আবেদনের তথ্য ভিন্ন হতে পারে।
দ্বিতীয় কাজ
নিবন্ধন করার পরবর্তীতে দ্বিতীয় কাজ হচ্ছে সেখানে লগইন করা এখানে শিক্ষার্থী তার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবে।
অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছিল তা দিয়ে শিক্ষার্থীকে প্রবেশ করতে হবে, তবে একমাত্র শিক্ষার্থী লগইন করতে পারবে।
তৃতীয় কাজ
যখনই শিক্ষার্থী এখানে লগইন করবে, এরপরে প্রোফাইল অপশনে ক্লিক করে শিক্ষার্থী তার প্রোফাইলে যাবতীয় সকল তথ্য পূরণ করে নিবে। যত সুন্দর এবং কমপ্লিট প্রোফাইল হবে
তত আবেদনের গুরুত্ব বাড়বে এবং আর্থিক অনুদান পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তাই অবশ্যই প্রোফাইলের দিকে শিক্ষার্থী অথবা অভিভাবককে নজর দিতে হবে।
চতুর্থ কাজ
শিক্ষার্থীকে এবারে আবেদন করার জন্য আবেদন ফরম দেওয়া হবে। যেখানে তাকে সকল তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে।
যে সকল তথ্য আবেদন ফরমে পূরণ করতে হবে তা আমরা নিচে তুলে ধরছি, যেখান থেকে শিক্ষার্থীরা বিষয়গুলো দেখতে পারবেন।
- শিক্ষার্থীর সকল তথ্য
- নগদ নাম্বার
- পিতার সকল তথ্য
- মাতার সকল তথ্য
- পারিবারিক আয়
- পরিবারের সদস্য সংখ্যা
- শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য
- অভিভাবকের জাতীয় পরিচয় পত্র ও সকল তথ্য
- শারীরিক বা মানসিক অক্ষমতার তথ্য
- অনুদানের আবেদনের কারণ উল্লেখ করতে হবে
- শিক্ষার্থীর ঠিকানা উল্লেখ
পঞ্চম কাজ
শিক্ষার্থীকে তার ডকুমেন্ট আপলোড করতে হবে। এ ক্ষেত্রে সকল শিক্ষার্থীদের জন্য প্রত্যয়ন পত্র পূরণ করা এবং তা আপলোড করে গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীরা প্রত্যয়ন পত্র সংগ্রহ করে তা প্রধান শিক্ষক অথবা প্রধান অধ্যক্ষের নিকট থেকে স্বাক্ষর সিল নিয়ে তার ছবি তুলে এখানে আপলোড করে দিতে হবে।
তাছাড়া যে সকল শিক্ষার্থী বৃদ্ধি পায় অথবা শারীরিক মানসিক অক্ষমতা রয়েছে তাদের সার্টিফিকেট সেখানে ছবি তুলে দিতে হবে।
সর্বশেষ পর্যায়
শিক্ষার্থীরা সকল তথ্য যদি ঠিকঠাক ভাবে দিয়ে থাকে তাহলে সাবমিট অপশনে ক্লিক করে শিক্ষার্থীরা আবেদন শেষ করতে পারবে
অর্থাৎ আবেদন কোন অপশনে ক্লিক করলে তারা আবেদন সম্পন্ন হবে কোন শিক্ষার্থী চাইলে সেটি সংরক্ষণ করে পরবর্তীতে আবার সাবমিট করতে পারবে
অর্থাৎ সংরক্ষণ করার সুযোগ এখানে রয়েছে আবেদন কার্যক্রম শেষে তাকে একটি ট্রাকিং নাম্বার দেওয়া হবে।
যে বিষয়টি সে ড্যাশবোর্ডে গিয়ে টাইপ করে দেখতে পারবে, তার আবেদনের বর্তমান অবস্থা কি। 150 কর্ম দিবসের মধ্যে তাদেরকে এখানে টাকা প্রদান করা হবে।
Good
আমার নাম সুমাইয়া আমার বাবা একজন রিকশা চালক রিকশা চালায়ে আমাকে পরাচ্ছে।কিন্তু আমার বাবা হঠাৎ হাড স্টুক করে। ফলে আমার সংসারই ভালো ভাবে চলছে না। তার মধ্যে আমার পরাশুনা প্রায় বন্ধ হওয়ার পথে।তাই প্লিজ আমাকে যদি আথিক ভাবে সহায়তা করতেন।তাহলে আমি এবং আমার পরিবার উপকৃত হতাম
আমার পারিবারিক অবস্থা ভালো না।বাবা মা অসুস্থ। কামাই করার মতো অবস্থা নাই। ভাই গুলো পড়া শোনা করে তাদের খরচ তুলতে আমার খুব কষ্ট হছে।যদি মনে হয় সাহায্য করেন।
01956935916 nogad
আমার পারিবারিক অবস্থা ভালো না।বাবা মা অসুস্থ। কামাই করার মতো অবস্থা নাই। ভাই গুলো পড়া শোনা করে তাদের খরচ তুলতে আমার খুব কষ্ট হছে।যদি মনে হয় সাহায্য করেন।
01956935916 nogad
সাহায্য করলে উপকার হবে।
01956935916
Bkash:01759016396
Assalamualaikum Ami degree fast yr er student .amr baba ma nai Ami onk kosto Kore study kortaci .
Amr bari sitakunda amra 4 bon family te onk kosto hocca
I am a disable student of class seven at Jagdal dakhil madrasah. Panchagarh. Sadar panchagarh. For my treatment l want a huge financial govt. help.
I am a disable student of class seven at Jagdal dakhil madrasah. Panchagarh. Sadar panchagarh. For my treatment l want a huge financial govt. help. My nagad no. 01820546679
আসসালামু আলাইকুম আমার এক জন্য ১০ শ্রেণীর ছাত্র আমার বাবা নেই আমার মা ওবোন আছে আমার পরা শুনা করতে খুব কষ্ট হচ্ছে আমাকে একটু সাহায্য করেন এটা আমার নগদ নামবার ০১৬১৪৬৭২২৮৯
আমি একজন ১০ শ্রেণীর একজন ছাএ আমার বাবা মা দুই জন এ মারা গেচে আমার ভাই বোন আমার সবার ছোট আমি আমাদের সংসার টা অনেক কষ্টে চলচে৷ এটা নগদ নাম্বার আমার 01734312715
আমার পারিবারিক অবস্থা ভালো না।বাবা মা অসুস্থ। কামাই করার মতো অবস্থা নাই। ভাই গুলো পড়া শোনা করে তাদের খরচ তুলতে আমার খুব কষ্ট হছে।যদি মনে হয় সাহায্য করেন।
01956935916 nogad
আমার পারিবারিক অবস্থা ভালো না।বাবা মা অসুস্থ। কামাই করার মতো অবস্থা নাই। ভাই গুলো পড়া শোনা করে তাদের খরচ তুলতে আমার খুব কষ্ট হছে।যদি মনে হয় সাহায্য করেন।
01956935916 nogad
আমারে কিছু অনুদান সহযোগিতা করবেন আমি অনেক সমস্যায় আছি ০১৯৮৭৪৪০৯০৯এইটা আমার বিকাশ নাম্বার
আমারে কিছু অনুদান সহযোগিতা করবেন আমি অনেক সমস্যায় আছি ০১৯৮৭৪৪০৯০৯এইটা আমার বিকাশ নাম্বার
আসসালামু আলাইকুম,,
আমার নাম মোঃ মাসুরা আক্তার
আমার বাবা নেই লেখাপড়ায় টাকা পয়সা নেই অনেক অভাবী সংসার খুব সাহায্য দরকার
বিকাশ ০১৭৩৪৪৫১১২৩
আমাকে সবাই একটু হেল্প করে ০১৭৫৯০১৬৩৯৬ এটা আমার বিকাশ নাম্বার।
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পরিবারের বড় ছেলে আমি কিন্তু আমি বেকার যদি আমাকে আর্তিক সহায়তা করেন তা হলে আমার মা বাবা আর বউ বাচ্ছা দুই বেলা খেতে পাবে এবং আমি একটি বিজনেস করব
আমাকে সবাই একটু হেল্প করুন
আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আমাদের পরিবারের অনেক অভাব অনটন। আমার বাবা অন্যের বাসায় কাজ করে আমাদের সংসার চালাই। আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছে।
প্লিজ কেউ যদি পারেন আমাকে একটু হেল্প করবেন।
আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আমাদের পরিবারের অনেক অভাব অনটন। আমার বাবা অন্যের বাসায় কাজ করে আমাদের সংসার চালাই। আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছে।
প্লিজ কেউ যদি পারেন আমাকে একটু হেল্প করবেন, দয়া করে। আমার খুব উপকার হয় এবং আমার পরিবারের।
01816983573 (bkash)