সমন্বিত উপবৃত্তি নতুন ফরম প্রকাশ হলো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট

প্রতি বছরই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে সমন্বিত উপবৃত্তি প্রদান করে থাকে শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ।

কিন্তু এতদিন যে ফরম তারা শিক্ষার্থীদের দিয়ে পূরণ করা তো সেই ফরম বিশাল পরিবর্তন আসছে।

৫ পৃষ্ঠার ফর্মে শিক্ষার্থীর অনেক তথ্য দিতে হতো। কিন্তু এখনো তথ্যগুলো দিতে হবে না। নতুন ফর্মে বেশ কিছু

বিষয় তারা বাদ দিয়েছে এবং অনেক নতুন নতুন বিষয়গুলো দ্বারা যুক্ত করেছে। মূলত শিক্ষার্থীর এই ফরম পূরণ করতে গিয়ে অনেক হয়রানি শিকার হত কেননা।

আরও পড়ুনঃ HSC 2025 New Short Syllabus PDF Download

এই ফর্ম পূরণ করা স্বাভাবিকভাবে অনেক শিক্ষার্থীর পক্ষে সম্ভব ছিল না। সর্বশেষ নতুন ফরম যুক্ত করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট।

বর্তমানে যে ফরমটি শিক্ষার্থীরা পূরণ করে শিক্ষকদের কাছে জমা দেয় সেই ফর্মটি এবং যে ফর্মটি নতুন করে

সংশোধন করা হয়েছে সেটিতে লক্ষ্য করলে দেখা যায় ৫ পৃষ্ঠার ফর্মে শিক্ষার্থীর প্রথম দুইটি পৃষ্ঠা স্বাভাবিকভাবেই থাকছে।

কিন্তু তৃতীয় নম্বর পৃষ্ঠা যেখানে সিলেকশন ক্রাইটেরিয়া ছিল এবং শিক্ষার্থীদেরকে টিক দিতে হতো সেটি সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে

এবং সেখানে তৃতীয় এবং চতুর্থ পৃষ্ঠা বাদ দিয়েছে তারা এবং পঞ্চম পৃষ্ঠায় এসে। আবার তাদের উপবৃত্তি বর্তমান ফরমে মতো করে

ব্যাংক একাউন্টের তথ্য অর্থাৎ পেমেন্টের তথ্য চাওয়া হয়েছে। এভাবে তিন পৃষ্ঠার ফরম করা হয়েছে যেখানে আগের ফর্ম ছিল

সর্বমোট ৫ পেইজ এবং শিক্ষার্থীদের সর্বমোট ২৮টি ক্রাইটেরিয়া পূরণ করতে হতো যেটি এখন আর করতে হবে না।

ক্রাইটেরিয়া গুলোর মধ্যে ছিল – আবেদনকারী পড়ালেখার খরচ কে বহন করে আবেদনকারী কোন গুষ্টির কিনা ?

তাছাড়া আবেদনকারী মুক্তিযোদ্ধার প্রজন্ম কিনা ? শিক্ষকতা যোগ্যতা কত ছিল ? আবেদনকারী অভিভাবকের স্ত্রী বা স্বামীর শিক্ষাগত যোগ্যতা ?

পরিবারের কতজন চাকরি করে ? আয়ের উৎস কি ? সবাই জীবিত আছে কিনা ? সদস্য সংখ্যা কত ? বাড়িতে কয়টি কক্ষ রয়েছে ?

বাড়িতে বিদ্যুৎ আছে কিনা ? কোন দেশের টয়লেট রয়েছে ? বাড়িতে টেলিভিশন আছে কিনা ? কিসের রান্না করা হয় ?

বাড়ির মেঝে কি দিয়ে তৈরি ? ঘরের মধ্যে কয়টি কক্ষ রয়েছে ? বাসার ছাদ কি দিয়ে তৈরি ? মোট কত

পরিমান জমির উপরে বাড়ি তৈরি ? এ রকমের নানান তথ্য চাওয়া হতো যে তথ্যগুলো এখন তারা বাদ দিয়েছে।

Leave a Reply