Shovon Study

Education News Website

সিলেটে বন্যা – এইচএসসি পরীক্ষা স্থগিত হবে কি ?

উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা ২০২৪ আগামী ৩০ জুন শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু বর্তমানে সিলেটে বন্যার পরিস্থিতি খুবই খারাপ।

এই অবস্থায় পরীক্ষা স্থগিত করবে কিনা শিক্ষা মন্ত্রণালয় তা নিয়ে আজকে আমরা কথা বলব। গত বছর সিলেটে বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছিল পুরো এক মাস।

আরও পড়ুনঃ 2 Update HSC Exam 2024 | HSC Porikkha 2024

এক্ষেত্রে চলতি বছর সেরকম কিছু হচ্ছে কিনা তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বর্তমানে সিলেটের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় –

সিলেটের অধিকাংশ অঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন জায়গায় প্রচুর পানি উঠেছে, বাড়িঘর পানির নিচে চলে গেছে।

মানবতর জীবন যাপন করছে সকল মানুষ। এই অবস্থায় পরীক্ষা প্রস্তুতি নেওয়া যেন তাদের কাছে আকাশের চাঁদের মত,

তারা ঠিকমতো খেতে পারছে না তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করতে পারছে না সেখানে পড়াশোনা করা খুবই কষ্টকর।

এক্ষেত্রে শিক্ষার্থীরা দাবি তুলেছে তাদের পরীক্ষা স্থগিত করা হোক অথবা পরীক্ষায় পিছিয়ে নেয়া হোক কিছুদিন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোন কিছু জানানো হচ্ছে না, এর আগে ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণ অঞ্চলে প্রায় ১৯ জেলায়

লণ্ডভণ্ড করে দিয়েছে। সেখানেও অনেক শিক্ষার্থী ভালোভাবে পরীক্ষা প্রস্তুত নিতে পারেনি এই ঘূর্ণিঝড়ের কারণে।

ঘূর্ণিঝড়ে পূর্ববর্তী এবং পরবর্তী অনেকদিন বিদ্যুৎ সংযোগ ছিল না এবং অনেক মানুষ মানবতর জীবন যাপন করেছে।

শিক্ষার্থীরা এই অবস্থায় পরীক্ষা নিয়ে বর্তমানে সংশয় রয়েছে। সারাদেশের অধিক কিছু শিক্ষার্থী তারা চাচ্ছে তাদের দাবি কথা

চিন্তা করে পরীক্ষা কিছুটা পিছিয়ে নেয়া হোক। কিন্তু এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

সর্বশেষ ঢাকা শিক্ষা বোর্ডের একটি নোটিসের মাধ্যমে জানানো হয়েছে পরীক্ষার সঠিক সময় আয়োজন করা হবে অর্থাৎ আগামী ৩০ জুন পরীক্ষা হবে।

তবে সিলেটের বন্যার কথা এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন কিছু বলেনি, তবে গত বছর বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড়ের কারণে

পরীক্ষা স্থগিত করেছিল তেমন কিছু হতে পারে অর্থাৎ শুধুমাত্র যে এলাকায় বন্যার পানি বেড়েছে সেখানে পরীক্ষা স্থগিত করা হতে পারে

এবং নতুন রুটিনে সেখানে পরীক্ষা আয়োজন করা হতে পারে। সকল বিষয়গুলো নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপরে।

তবে সম্ভব শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত নিয়ম অনুযায়ী সিলেট সহ কয়েকটি জেলার পরীক্ষা স্থগিত হতে পারে, পরবর্তী রুটিনে তাদের পরীক্ষায় আয়োজন করা হবে।

আরও পড়ুনঃ 2 Update HSC Exam 2024 | HSC Porikkha 2024

বন্যার পানি যদি নেমে যায় তাহলে পরীক্ষা স্থগিত হবে না, স্বাভাবিকভাবে পরীক্ষা হবে। এ ক্ষেত্রে সমস্যা হবে শুধুমাত্র শিক্ষার্থীদের,

কারণ তারা পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারছে না। কিন্তু সে কথা চিন্তা করে শিক্ষা মন্ত্রণালয় স্থগিত করবে না।

তারা একমাত্র পরীক্ষা নিকটতম সময় যদি বন্যা অবনতি হয় তাহলে তার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে অর্থাৎ পরীক্ষা স্থগিত করবে

এবং নতুন রুটিনে তারা এইচএসসি পরীক্ষা নিবে, তাও শুধুমাত্র যেখানে ক্ষতিগ্রস্ত হবে সেই এলাকাগুলোর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *