যদি শিক্ষার্থী প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী সরকারি বেসরকারি স্কুল ভর্তি লটারিতে নির্বাচিত হয় তাহলে বেশ কিছু করণীয় হয়েছে।
যে বিষয়গুলো আমরা নিচে তুলে ধরছি, শিক্ষার্থীরা এই করনীয় গুলো অনুসরণ করে তাদের ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আরও পড়ুনঃ শিক্ষার্থীদের ১০ হাজার টাকা দিবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
স্কুল ভর্তির ফলাফল যাচাই
লটারি ফলাফল প্রকাশিত হলে নির্ধারিত gas teletalk com ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি দিয়ে ফলাফল দেখে
নিশ্চিত কোন বিদ্যালয়ে ভর্তি সুযোগ পেয়েছে এবং সেই বিদ্যালয়ের থেকে তালিকার মাধ্যমে জানিয়ে দেওয়া
হবে কোন কোন শিক্ষার্থী সেখানে ভর্তি সুযোগ পেয়েছে এবং সেই তালিকায় আপনার শিক্ষার্থী নাম আছে কিনা।
ভর্তির তারিখ এবং সময় জানুন
নির্বাচিত হলে বিদ্যালয় কর্তৃপক্ষ সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি পক্ষে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেয়।
সে নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় কবে যেতে বলছে ভর্তির জন্য সে বিষয়গুলো অনুসরণ করুন এবং দরকার
হলে বিদ্যালয় উপস্থিত থেকে বিষয়গুলো শিক্ষকদের নিকট থেকে জেনে নিন।
দরকারি কাগজপত্র সংগ্রহ ও প্রস্তুত
ভর্তির জন্য সাধারণত নিম্নে কাগজগুলো প্রয়োজন হয় সেগুলো অবশ্যই সংগ্রহ করে রাখুন।
- জন্ম সনদ
- পাসপোর্ট সাইজের ছবি
- পূর্ববর্তী বিদ্যালয় ট্রান্সফার সার্টিফিকেট – যদি প্রয়োজন হয়
- ভর্তির ফি – যদি প্রয়োজন হয়
- লটারি নির্বাচনের প্রমাণপত্র বা ডাউনলোড কপি
ভর্তি ফি জমা দেওয়া
যদি ভর্তি ফি প্রয়োজন হয় তবে বিদ্যালয় থেকে কর্তৃপক্ষ কত টাকা ভর্তি ফি নিচ্ছে সে বিষয়গুলো জেনে তার
জমা দিতে হবে। কোন কোন ক্ষেত্রে অনলাইনে জমা দেওয়ার কথা বলা হয় আবার কিছু ক্ষেত্রে সরাসরি বিদ্যালয়ে অফিস রুমেও
টাকা জমা নিয়ে থাকে সেখানে টাকা জমা নিয়ে। অবশ্যই রিসিভ সাথে নিতে হবে কোন প্রকার রিসিভ ছাড়া লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।
বিদ্যালয় উপস্থিত হওয়া
নির্দিষ্ট দিনে উপস্থিত হয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সঠিকভাবে ফরম পূরণ করতে হবে কাগজপত্র জমা
দিতে হবে এবং প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। বিশেষ করে কাগজপত্র এবং ফরম পূরণের দিকে
নজর দিতে হবে। কেননা এই জায়গায় যদি ভুল হয় তাহলে পরবর্তীতে অনেক ঝামেলা করতে হতে পারে।
ভর্তি নিশ্চয়তা পত্র সংগ্রহ করুন
স্কুল ভর্তি বিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তি নিশ্চয়তা পত্র অথবা রশিদ প্রদান করবে যা সংগ্রহ করে নিতে হবে
এবং ক্লাস কবে শুরু হবে সে বিষয়গুলো জেনে ক্লাসে উপস্থিত থাকুন বই সংগ্রহ করুন পড়াশোনা শুরু করুন।
- ৩ টি আর্থিক অনুদান পাবে সকল শিক্ষার্থী – আবেদন করুন জলদি
- অনার্স ভর্তি ২০২৫ পরীক্ষা কবে হবে ?
- আর্থিক অনুদান আবেদন করার নিয়ম ২০২৫
- HSC 2026 Bangla 1st Paper Suggestion – 100% Common
- অনার্স ভর্তি অনলাইন আবেদন করার নিয়ম ২০২৫
My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.