শিক্ষার্থীদের মাঝে ১০০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে। তবে সবাই ১০ হাজার টাকা পাবে না, এখানে টাকার পরিমাণ নির্ধারণ করা রয়েছে।
- ষষ্ঠ থেকে দশম শ্রেণী – ৮০০০ টাকা
- একাদশ দ্বাদশ শ্রেণী – ৯০০০ টাকা
- স্নাতক পর্যায়ে – ১০০০০ টাকা
আরও পড়ুনঃ উপবৃত্তির জন্য প্রত্যয়ন পত্র লেখার নিয়ম |Prottoyon Potro
আর্থিক অনুদান আবেদন করতে পারবেন সকল শিক্ষার্থী। অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে।
নিজেদের মোবাইল ফোন থেকে আবেদন করা যাবে। ইতিমধ্যে আবেদন কার্যক্রম শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আগামী ২৮ ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আর্থিক অনুদান আবেদন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
এই সময়ের মধ্যে যারা আবেদন করবে তাদের থেকে যোগ্য শিক্ষার্থী নির্বাচন করে যাচাই-বাছাই করে টাকা প্রদান করা হবে।
আর্থিক অনুদানের আবেদন করার নিয়ম
আর্থিক অনুদান আবেদন করার জন্য নিজের সকল তথ্যগুলো ফিলাপ করতে হবে। আমরা তথ্যগুলো তুলে ধরছি এবং আবেদন করার লিঙ্ক তুলে ধরছি যেখানে ক্লিক করে তথ্য ফিলাপ করবে।
প্রথম কাজ – নিচে দেয়া ওয়েবসাইট প্রবেশ করে আবেদন করুন অপশনে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশনকৃত তথ্য দিয়ে লগইন করতে হবে।
দ্বিতীয় কাজ – লগইন করার পরবর্তীতে একটি আবেদন ফরম পাবে। যেখানে নিচের উল্লেখিত তথ্যগুলো চাওয়া হবে সে তথ্যগুলো তাকে ফিলাপ করতে হবে।
- প্রাপক অফিস – জেলা প্রশাসক কার্যালয় এবং নিজের জেলা সিলেক্ট করতে হবে।
- শিক্ষার্থীর নাম
- শিক্ষার্থীর রোল নাম্বার
- শিক্ষার্থীর শ্রেণী
- শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার
- শিক্ষার্থীদের জন্ম তারিখ
- মাসিক পারিবারিক আয়
- শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ
- শিক্ষা প্রতিষ্ঠানের জেলা
- শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা
- শিক্ষা প্রতিষ্ঠানের নাম
- প্রতিষ্ঠানের নাম্বার
- প্রতিষ্ঠানের স্তর
- পিতার নাম
- পিতার পেশা
- পিতার জাতীয় পরিচয় পত্র নাম্বার
- মাতার নাম
- মাতার পেশা
- মাতা জাতীয় পরিচয় পত্র নাম্বার
- পরিবারের মোট সদস্য সংখ্যা
- অভিভাবকের নাম
- অভিভাবকের জাতীয় পরিচয় পত্র নাম্বার
- ইমেইল
- শারীরিক ও মানসিক অক্ষমতা রয়েছে কিনা থাকলে প্রমাণপত্র দিতে হবে
- অন্যান্য বৃত্তি যদি থাকে তবে তা প্রমাণ পত্র দিতে হবে
- অনগ্রসর এলাকা – যদি হ্যাঁ দেওয়া হয় তবে নির্বাচন অপশনে ক্লিক করে হাওর এলাকা পার্বত্য এলাকা উপকূলীয় এলাকা এবং চর এলাকার মধ্যে সিলেক্ট করতে হবে।
- আবেদনের কারণ – দুরাগ্য রোগব্যাধি দৈব দুর্ঘটনা শিক্ষা কাজে ব্যয় দুস্থ মেধাবী প্রতিবন্ধী অসহায় রোগা গ্রস্থ গরিব অনগ্রসর সম্প্রদায় যে কোন একটি সিলেক্ট করতে হবে।
- আবেদনের যৌক্তিকতা – আবেদনের যৌক্তিকতা বাংলায় সহজভাবে কয়েক লাইনে লিখতে হবে কেন শিক্ষার্থী এই টাকা পাওয়া উচিত।
- মোবাইল নাম্বার – যে নাম্বারে নগদ একাউন্ট খোলা থাকবে
- শিক্ষার্থীর বর্তমান ঠিকানা লিখতে হবে
- শিক্ষার্থীর নিজ বিভাগ
- শিক্ষার্থীর জেলা
- শিক্ষার্থী নিজ উপজেলা
সংযুক্ত
- প্রতিষ্ঠান প্রধানের অথবা বিভাগীয় প্রধানের প্রত্যয়ন পত্র
- শারীরিক ও মানসিক অক্ষমতা সার্টিফিকেট যদি উপরে সিলেক্ট করে থাকে
- অন্যান্য বৃত্তি যদি উপরে সিলেক্ট করে থাকে
এই তথ্যগুলো সঠিকভাবে ফিলাপ করে আবেদন দপ্তরে দাখিল অপশনে ক্লিক করে আবেদন সম্পন্ন করবে।