Shovon Study

Education News Website

১১ সেপ্টেম্বর এইচএসসি ২০২৪ পরীক্ষা শুরু

১১ সেপ্টেম্বর থেকে এইচএসসি ২০২৪ পরীক্ষা শুরু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সেভাবেই সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ তপন কুমার সরকার গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন আমরা

বলেছিলাম এইচএসসি ২০২৪ স্থগিত করে এক মাসের মধ্যে পরীক্ষায় আয়োজন করব।যেহেতু 11 আগস্ট থেকে

এইচএসসি ২০২৪ স্থগিত করা হয়েছে সে ক্ষেত্রে আমরা ১১ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষায় আয়োজন করতে চাচ্ছি।

১১ সেপ্টেম্বর পরীক্ষা শুরু করার জন্য আমরা রুটিন তৈরি করেছি এবং তা প্রস্তাব রাখা হবে প্রধান উপদেষ্টার কাছে।

আরও পড়ুনঃ

তিনি অনুমতি দিলেই আমরা পরীক্ষার রুটিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে দিব এবং সেই রুটিন অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে।

শিক্ষার্থীদের একটি বৃহৎ অংশ অটো পাশের দাবি করল তিনি বলেন আমরা অটো পাশ দিতে চাচ্ছি না।

অটো পাশ শব্দটি শুনতে অনেকটা নেগেটিভ শোনায়। এক্ষেত্রে আমরা শিক্ষার্থীদেরকে পরীক্ষা অংশগ্রহণ করার

জন্য অনুরোধ করছি, তারা যেন পরীক্ষা সুন্দর ভাবে অংশগ্রহণ করে সেভাবে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

অটো পাস দিলে অনেক শিক্ষার্থীর সুযোগ সুবিধা পাবে আবার অনেক শিক্ষার্থী সুযোগ-সুবিধা পাবে না, আমরা তা চাইনা।

আমরা চাই সমানভাবে মূল্যায়ন করতে, যেহেতু শিক্ষার্থীরা ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা দিয়েছে এখন আর আমরা পরীক্ষা না দেওয়ার চিন্তা করছি না।

আর মাত্র কয়েকটি পরীক্ষা বাকি রয়েছে আমরা জানাচ্ছি শিক্ষার্থীদের জন্য সে পরীক্ষা গুলো অবশ্যই অংশগ্রহণ করে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরো জানান আমরা পরীক্ষা আয়োজন করার জন্য প্রধান উপদেষ্টার কাছে পরামর্শ চেয়ে ছিলাম।

তিনি বলেছেন রুটিন তৈরি করে পরীক্ষা আয়োজন করতে। ইতিমধ্যে আমরা সেভাবে সকল কার্যক্রম পরিচালনা করছি।

আজ সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে এসব তথ্য জানান এবং তিনি বলেন পরীক্ষায় আয়োজন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সকল শিক্ষা বোর্ডগুলোর কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি, ইতিমধ্যে সকল বোর্ড তাদের পরীক্ষা কেন্দ্র ও থানা থেকে প্রশ্নপত্র সংগ্রহ করছে।

ক্ষতিগ্রস্ত প্রশ্নপত্র আমরা তৈরি করছি, সেগুলো তৈরি করা শেষে আমরা পরীক্ষায় আয়োজন করব এবং সেই হিসাব করি আমরা পরীক্ষার রুটিন তৈরি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *