চলতি বছরে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা কবে আয়োজন করা হবে সে ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজকে আমরা শিক্ষার্থীদেরকে পরীক্ষা নিয়ে জানিয়ে দিচ্ছি।
ঠিক কত তারিখ তোমাদের এই ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। বর্তমানে শিক্ষার্থীরা দীর্ঘ অপেক্ষা করছে তাদের পরীক্ষার তারিখ জানার জন্য।
কারণ এখানে পরীক্ষা প্রস্তুতি গ্রহণের বিষয়টি রয়েছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকেই ইতিমধ্যে জানানো হয়েছে কবে ও কত তারিখ তারা পরিক্ষা নিতে চায়।
২০২৪ সালের এইচএসসি পরীক্ষা সিলেবাস ডাউনলোড লিংক
11 টি শিক্ষাবোর্ড আলাদা আলাদাভাবে এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। ইতিমধ্যে বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষার আয়োজন করা হয়েছে।
কলেজগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে, ফেব্রুয়ারি মাসের মধ্যে টেস্ট পরীক্ষা শেষ করতে হবে এবং মার্চ মাসে মাঝামাঝি
সময়ের মধ্যে ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে হবে। ইতিমধ্যেই সেই কার্যক্রম হাতে নিয়েছে কলেজগুলো, খুব সুন্দর ভাবে
তার টেস্ট পরীক্ষা আয়োজন করছে। টেস্ট পরীক্ষা যদি কোন শিক্ষার্থী ফেল করে তাহলে কিন্তু তারা মূল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আকারে শিক্ষার্থীদের ভেবে নিতে হবে এবং টেস্ট পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ আকারে দিতে হবে।
টেস্ট পরীক্ষা শেষ করে শুরু হবে শিক্ষার্থীদের ফরম ফিলাপ কার্যক্রম। যে সকল শিক্ষার্থী টেস্ট পরীক্ষা পাস করবে, তারা
ফরম ফিলাপের অংশগ্রহণ করতে পারবে। নির্ধারিত ফ্রি দিয়ে প্রতিটি কলেজের কাছে তারা ফরম ফিলাপের টাকা জমা দিবে
এবং তাদের ফরম ফিলাপ কার্যক্রম সম্পন্ন করবে। অনলাইনে এই ফরম ফিলাপ কার্যক্রম সম্পন্ন করবে কলেজ কর্তৃপক্ষ।
ফরম ফিলাপ কার্যক্রম চলার মাঝে মাঝে সময়ে পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে রুটিন নিয়ে কাজ শুরু করেছে,
কয়েকটি রুটিন তৈরি করার কাজ শুরু হয়েছে। যেখানে জানা গেছে পরীক্ষা কত তারিখ তারা শুরু করতে চায়।
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব একাধিক কর্মকর্তা জানিয়েছে আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে কোরবানির ঈদ রয়েছে,
তাই কোরবানি ঈদের আগে কোন ধরনের পরীক্ষা তারা নিবে না। কোরবানি ঈদের পরে তারা পরীক্ষা আয়োজন করতে চাচ্ছে।
সেই দৃষ্টিকোণ থেকে ভাবাই যায় কোরবানি ঈদের পরে জুন মাসে শেষের দিকে পরীক্ষা আয়োজন করা হবে। তবে সামাজিক
যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় জুলাই মাসে তিন তারিখে পরীক্ষা শুরু হবে, ওই জন্য গুজব ছড়ানো হয়েছিল।
সর্বশেষ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সরাসরি জানিয়েছে জুনের শেষ সপ্তাহে অর্থাৎ 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হবে।
এক্ষেত্রে শিক্ষার্থীরা জেনে রাখো তোমাদের পরীক্ষার জুনের শেষ সপ্তাহে ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে হবে এবং তোমরা সেভাবেই তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করো।
Leave a Reply