শিক্ষা মন্ত্রণালয় থেকে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে এসএসসি পরীক্ষার আয়োজন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যে সকল স্কুলগুলো তাদের এডমিট কার্ড পেয়ে যাচ্ছেন, আগামী ১৫ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষা বাংলা প্রথম পত্র ভিসার মাধ্যমে সারাদেশে শুরু হবে।
এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে তথ্য
- এসএসসি পরীক্ষা ২০২৪ প্রশ্ন কেমন হবে ? কঠিন নাকি সহজ
- এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ নির্দেশনা
- ৩ টি সুখবর – এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে
- এসএসসি নতুন রুটিন ২০২৪ – সকল শিক্ষা বোর্ড
পরীক্ষার সময়সূচি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে 100 নম্বরে পরীক্ষা আয়োজন করা হবে, তিন ঘন্টা পরীক্ষিত হবে পরীক্ষা শুরু হবে
সকাল দশটার দিকে এবং পরীক্ষা হিসেবে দুপুর ১ টায়। যেখানে শিক্ষার্থীরা বেশ কিছু নিয়ম কানুনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা
শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি পরীক্ষার আয়োজন করার জন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে, প্রতিবছরে আইন-শৃঙ্খলা
রক্ষাকারী অবস্থান অথবা প্রশ্ন পাশে বিরোদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান গ্রহণ করেন। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় সুষ্ঠুভাবে
পরীক্ষার আয়োজন করার জন্য সবার আয়োজন করেছে। যেখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে
১২ মাস পর্যন্ত সারাদেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। কোন ধরনের কোচিং সেন্টার খুলবে না, কারণ অনেক সময় দেখা
যায় কোচিং সেন্টারেই প্রশ্ন ফাঁসে সবচেয়ে বড় একটি উৎস হয়ে থাকে। তাছাড়া প্রশ্ন ফাঁস অথবা প্রতারণার কাজে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে পরী শিক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কোন ধরনের
প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। কেন্দ্র সচিব ব্যতীত কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
কেন্দ্র সচিব শুধুমাত্র একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবে, পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে পরীক্ষার প্রশ্নের সেট পাঠানো হবে।
সেই সেট অনুযায়ী পরীক্ষায় আয়োজন করবে কেন্দ্র সচিব। এছাড়া পরীক্ষা প্রশ্নপত্র থানা হেফাজতে থাকবে,
পরীক্ষার প্রশ্নপত্র বহনকারী গাড়ি কালো কাজ যুক্ত হতে পারবে না। তাছাড়া সব সময় প্রশ্নের সাথে একজন ম্যাজিস্ট্রেট থাকবে।
পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে কোন সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না। তাছাড়া মোবাইল ফোন অথবা কোন ডিজিটাল ডিভাইস ব্যবহার
করার অনুমতি ২০০ গজের মধ্যে থাকবে না। শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে ৯:৩০ মিনিটে, এক্ষেত্রে পরীক্ষা শুরুর প্রথমেই
তাদেরকে সৃজনশীল এবং বহুনির্বাচনি উত্তরপত্র দিয়ে দেওয়া হবে। যেখানে শিক্ষার্থীরা তাদের রোল নম্বর স্টেশন নাম্বার ভরাট করবে।
মো আজিজুল ইসলাম
আলহামদুলিল্লাহ