২০২৫ সালের উপবৃত্তির টাকা কবে প্রদান করা হবে তা নিয়ে বর্তমানে শিক্ষার্থী এবং অভিভাবকরা প্রশ্ন করছে, তার অনেকে উপবৃত্তির টাকা পাবে।
গত বছরের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কয়েকটি টাকা শিক্ষার্থীর এখনো হাতে পাইনি।
এমনকি অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বেশ কয়েকটি উপবৃত্তি শিক্ষার্থীরা পাবে। এক্ষেত্রে তাদের ২০২৫ সালের
উপবৃত্তির টাকা কবে প্রদান করা হবে তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে সকল তথ্য জানিয়েছে সে বিষয়গুলো আমরা উপস্থাপন করছি।
আরও পড়ুনঃ
- উপবৃত্তির টাকা কবে দিবে ২০২৫ ?
- সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সঠিক নিয়ম ২০২৫
- কিভাবে পরীক্ষায় ভালো ফলাফল করা যায় ?
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আলাদা আলাদা ২০২৫ সালের উপবৃত্তির টাকা প্রদান করে থাকে।
প্রাথমিকে শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাবে বেশ কয়েকটি। যেখানে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণি শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পেতে পারে।
এখনো তাদের দ্বিতীয় কিস্তি টাকা পরিশোধ করা হয়নি। যেটা পরিশোধ করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে।
আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকের মধ্যে শিক্ষার্থীরা এই টাকা পেয়ে যাবে। শিক্ষার্থীদের মোবাইল ব্যাংক একাউন্টে
এই টাকা পাঠিয়ে দেওয়া হবে। কয়েকটি জেলা আগে পেতে পারে এবং ধীরে ধীরে সকল জেলা টাকা প্রদান করা হবে।
অন্যদিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে টাকা প্রদান করার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে খুব শীঘ্রই তাদের টাকা প্রদান করা হবে।
তবে আর্থিক অনুদানের টাকা জুলাই মাসে আগে প্রদান করা সম্ভাবনা দিচ্ছে না। তারা তবে যে সকল উপবৃত্তি রয়েছে তার টাকা
খুব শীঘ্রই প্রদান করার কথা বলা হয়েছে। ক্ষেত্রে মার্চ অথবা এপ্রিল মাস পর্যন্ত লেগে যাবে তাদের টাকা প্রদান করতে।
উপবৃত্তির টাকা প্রদান করার জন্য কখনোই শিক্ষা মন্ত্রণালয় অথবা সরকার থেকে কল দেয়া হবে না, কল দিয়ে নাম্বার চাওয়া হবে না
অথবা কোন প্রকার টাকা চাওয়া হবে না। সরাসরি শিক্ষার্থী তার মোবাইল ব্যাংক একাউন্টে টাকা পাওয়া পেয়ে যাবে।
সকল আপডেট দ্রুত পেতে আমাদের Whatsapps গ্রুপে জয়েন হোন | ![]() |
- অনার্স তৃতীয় বর্ষ রুটিন ২০২৫ – Honours 3rd year Routine
- Honours 1st Year Exam Result 2025
- SSC 2025 GPA Calculation – কয়টি বিষয় A+ পেলে GPA 5 আসবে
- Most Important Paragraph for SSC Exam & Answer
- এসএসসি ২০২৫ পিছিয়ে মে মাসে আয়োজন করার দাবি

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.