২০২৫ সালের নতুন বইয়ে সকল শ্রেণী প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। অনেক কিছু পরিবর্তন করা হয়েছে।
এই বইতে বাদ হয়েছে বঙ্গবন্ধুর বেশ কিছু লেখা এবং যুক্ত করা হয়েছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। তার সাথে বর্তমান ২০২৪ সালের বেশ কিছু ঘটনার তুলে এসেছে।
এই বইয়ের মধ্যেনতুন বেশ কিছু অধ্যায় আরো যুক্ত করা হয়েছে এই বইয়ের ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব সেই প্রসঙ্গে।
তীব্র শীত – স্কুল কলেজ বন্ধ হবে ? কি শিক্ষা মন্ত্রণালয়
![](https://i0.wp.com/shovonstudy.com/wp-content/uploads/book-1.jpg?resize=896%2C504&ssl=1)
প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সংশোধিত অর্থাৎ পরিমার্জিত বই প্রকাশ করা হয়েছে। যেখানে স্বাধীনতার ঘোষক
হিসেবে যুক্ত করা হয়েছে জিয়াউর রহমানের নাম। খালেদা জিয়ার নাম যুক্ত করা হবে রাজনীতিতে নারী শীর্ষ প্রবন্ধ।
এছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্য বইতে সাতটি গদ্য এবং কবিতা দেওয়া হয়েছে। নতুন করে যুক্ত করা হয়েছে আটটি গদ্য এবং কবিতা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা এর মধ্যে তিনটি গদ্য ও একটি জীবনীও রয়েছে। এটা তৃতীয় শ্রেণীর বই থেকে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী বাদ দিয়ে সেখানে চার নেতার জীবনী যোগ করা হয়েছে। এছাড়া শেখ রাসেলের
নিয়ে লেখা ইংরেজি গদ্য বাদ দেয়া হয়েছে এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় স্থান পেয়েছে জুলাই অভ্যুদয়ের বিষয়বস্তু।
কয়েকটি অধ্যায়ের নাম পরিবর্তন করা হয়েছে যেমন মুক্তিযুদ্ধ ও বিজয় অধ্যায় নাম পরিবর্তন করে আমাদের মুক্তিযুদ্ধ করা হয়েছে।
২০২৫ সালের নতুন বইয়ে নতুন করে যুক্ত করা হয়েছে সিংহ আর ইঁদুরের গল্প – পিঁপড়া ও পায়রার গল্প
যুক্ত করা হয়েছে। যুক্ত করা হয়েছে কাজী নজরুল ইসলামের উপর লেখা দুঃখ মিয়ার গল্প।
এছাড়া নবম শ্রেণীর বইতে বাদ দেয়া হয়েছে ছয়টি গদ্য যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের দেনাপাওনা লাইব্রেরী পহেলা বৈশাখ রক্তে ভেজা 21
নিয়তি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বাদ দেয়া হয়েছে। জহির রায়ানের একুশের গল্প জুলাই-অভ্যুদয়ের উপর লেখা
আমাদের নতুন গৌরব গাধা যুক্ত করা হয়েছে। উপন্যাসের ক্ষেত্রে ১৯৭১ সাল উপন্যাস যুক্ত করা হয়েছে নবম দশম শ্রেণীর বইতে।
বইতে ঠাঁই পেয়েছে মায়ের ডাক সংগঠন। পরিবার সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় তুলে নিয়ে যাওয়া
এবং পরবর্তীতে গুম খুনের প্রতিবাদে গড়ে ওঠে মায়ের ডাক নামে একটি সংগঠন। এই সংগঠন নিয়ে অষ্টম শ্রেণির ইংলিশ ফর টুডে
বইয়ে অভ্যুতনে নারী ভূমিকা শিশু অধ্যায়ে আলোচনা করা হয়েছে। যেখানে মায়ের ডাকে কয়েকটি ছবিও সেখানে রয়েছে।
এছাড়া বইয়ের শেষের দিকে বিগত প্রধানমন্ত্রীর ছবি থাকলেও সেই ছবি বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানসহ বর্তমানে বেশ কিছু ছবি যুক্ত করা হয়েছে সেখানে নীতিবাক্য রয়েছে।
![](https://i0.wp.com/shovonstudy.com/wp-content/uploads/466123829_1621175048611207_4176642647931331450_n.jpg?resize=100%2C100&ssl=1)
My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.