২০২৫ সালের নতুন বই কবে দেওয়া হবে তা নিয়ে জানতে চাচ্ছে শিক্ষার্থী এবং অভিভাবকরা। সর্বশেষ এ ব্যাপারে যে তথ্য রয়েছে তা জানাচ্ছি।
বর্তমানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তৈরি প্রকাশ নিয়ে কাজ করলেও সঠিক সময়ের মধ্যে বই শিক্ষার্থীদের
হাতে পৌঁছে দেওয়া যাবে না বলে তারা জানিয়েছে। তবে ঠিক কত তারিখের মধ্যে বই শিক্ষার্থীর হাতে পাবে তা নিয়ে শিক্ষার্থীরা দুশ্চিন্তা করছে।
কেননা নতুন বই পাওয়ার আনন্দ শিক্ষার্থীদের বরাবরই ভালো লাগে। যেহেতু সরকার নতুন বই ছাপচ্ছে এবং শিক্ষার্থীদের কে দিবে।
আগে বই উৎসব নিয়ে বিগত সরকারের আমলে প্রতি বছর কোটি কোটি টাকা লুটপাট করা হতো।
যেখানে বই উৎসব করার কোন অর্থ খুঁজে পাচ্ছেনা বিশ্লেষকরা। বই উৎসব না করে চলতি বছরে কোন প্রকার বই উৎসব না
করে সরাসরি শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় এবং পাঠ্যপুস্তক বোর্ড।
২০২৫ সালের নতুন বই কবে পাওয়া যাবে ? সর্বশেষ আপডেট
2025 সালে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের জন্য সরকার বিনামূল্যে পাঠ্য বইয়ের মধ্যে ৬৯১ টি বই নতুন
করে পরিমার্জন অর্থাৎ পরিবর্তন করা হয়েছে। কিছু কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে আবার কিছু বিষয় নতুন করে
যুক্ত করা হয়েছে। এর মধ্যে ৪৪১টি অনলাইনে পিডিএফ আকারে প্রকাশ করবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
এক্ষেত্রে শিক্ষার্থীরা ২০২৫ সালের নতুন বই তাদের হাতে পাওয়ার আগে তাদের মোবাইলে পেয়ে যাবে।
প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বই পাবে শিক্ষার্থীরা।
তবে বিভিন্ন সংকট তৈরি হওয়ার কারণে বইয়ের হাতে পাওয়া হাতে পৌঁছানোর বিষয়টি দুশ্চিন্ত তৈরি করছে।
পাঠ্যপুস্তক বোর্ডের সূত্র জানিয়েছে ২০ জানুয়ারির মধ্যে প্রাথমিক এবং মাধ্যমিক শ্রেণীর সব বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তাদের প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে প্রায় ১০ কোটি বই এবং মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩০ কোটি বিতরণ করার ঘোষণা দিয়েছে সরকার।
বছরের শুরুতে প্রাথমিক বইগুলো বিতরণের প্রস্তুতি নেয়া হলেও মাধ্যমিকের বই দেওয়া কিছুটা সম্ভব হবে না।
তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি গণিত পাঁচ কোটি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে তৈরি করা হয়েছে, এবং তার সবার আগে শিক্ষিতের হাতে পৌঁছে যাবে।
আমরা নিচে বইয়ের লিংক তুলে ধরছি, যেখান থেকে শিক্ষার্থীরা বই ডাউনলোড করতে পারবে। যখনই নতুন বই আসবে এখানে সে বইগুলো আপলোড করে দেওয়া হবে।
- ১ম শ্রেণী বই ২০২৫ – PDF Download Link
- ২য় শ্রেণী বই ২০২৫ – PDF Download Link
- ৩য় শ্রেণী বই ২০২৫ – PDF Download Link
- ৪র্থ শ্রেণী বই ২০২৫ – PDF Download Link
- ৫ম শ্রেণী বই ২০২৫ – PDF Download Link
- Class 6 book 2025 PDF – ৬ষ্ঠ শ্রেণী বই
- Class 7 book 2025 PDF – ৭ম শ্রেণী বই
- Class 8 book 2025 PDF – ৮ম শ্রেণী বই
- Class 9 book 2025 PDF – ৯ম শ্রেণী বই
- Class 10 book 2025 PDF – ১০ম শ্রেণী বই
My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.