২০২৫ সালে শিক্ষা প্রতিষ্ঠান ৬ মাস ছুটি ৬ মাস খোলা

মাধ্যমিকে উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ৬ মাস খোলা ৬ মাস বন্ধ। কিন্তু কিভাবে তা নিয়ে কথা বলবো এবং জানাবো ২০২৫ সালে কত দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে।

শিক্ষার্থীরা বর্তমানে তাদের ক্লাস কার্যক্রম প্রয়োজন সঠিকভাবে ক্লাসে যাচ্ছে, তাদেরকে জানিয়ে রাখছি তাদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অত্যন্ত সুখবর নিয়ে এসেছে।

আর্থিক অনুদান অনলাইন আবেদন ২০২৫ – mygovbd

কেননা সারা বছর ৩৬৫ দিনের মধ্যে প্রায় অর্ধেক সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কিন্তু কিভাবে তা নিয়ে আমরা শেষের দিকে আলোচনা করব, তার আগে জেনে নিব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা।

২০২৫ সালে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি তালিকা

  • শবে মেরাজ – ২৫ জানুয়ারি মঙ্গলবার
  • সরস্বতী পূজা – ৩ ফেব্রুয়ারি সোমবার
  • মাঘী পূর্ণিমা – ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার
  • শবে বরাত – ১৫ ফেব্রুয়ারি শনিবার
  • শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২১ ফেব্রুয়ারি শুক্রবার
  • শিবরাত্রি – ২৬ ফেব্রুয়ারি বুধবার
  • পবিত্র রমজান – দোলযাত্রা – স্বাধীনতা ও জাতীয় দিবস – জুমাতুল বিদা – শবে কদর – ঈদুল ফিতর – 2 মার্চ রবিবার থেকে ৮ এপ্রিল মঙ্গলবার
  • বৈশাবি – ১২ এপ্রিল শনিবার
  • নববর্ষ – ১৪ই এপ্রিল সোমবার
  • স্টার সানডে – ২০ এপ্রিল রবিবার
  • মে দিবস – ১ মে বৃহস্পতিবার
  • বুদ্ধ পূর্ণিমা – ১১ই মে রবিবার
  • পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি – ১ জুন থেকে ১৯ জুন বৃহস্পতিবার পর্যন্ত
  • আশুরা – ৬ জুলাই রবিবার
  • শুভ জন্মাষ্টমী – ১৬ জুন আগস্ট শনিবার
  • আখেরি চাহার সোমবা – ২০ আগস্ট বুধবার
  • দুর্গাপূজা – ফাতেহা ইয়াজ দা হোম – পূর্ণিমা – লক্ষ্মী পূজা – ২৮ সেপ্টেম্বর রবিবার থেকে ৭ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত
  • শ্যাম পুজা – ২০ অক্টোবর সোমবার
  • শীতকালীন অবকাশ বিজয় দিবস যীশুখ্রীষ্ট জন্মদিন বড়দিন – ১৪ ডিসেম্বর থেকে রবিবার থেকে ২৮ ডিসেম্বর রবিবার পর্যন্ত
  • প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি – ৩ দিন
  • সর্বমোট ছুটি 76 দিন সাপ্তাহিক ছুটি বাদে

কিভাবে ছয় মাস খোলা ছয় মাস বন্ধ

হিসাব করে দেখা যায় সাপ্তাহিক ছুটি বাদে শিক্ষাপ্রতিষ্ঠান ৭৬ দিন বন্ধ থাকবে। এ কারণে কলেজের ক্ষেত্রেও প্রায় 71 দিন বন্ধ রাখা হচ্ছে।

অন্যদিকে শুক্র এবং শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে ৫২ সপ্তাহে বন্ধ থাকবে সর্বমোট ১০৪ দিন।

এক্ষেত্রে যোগ করলে দেখা যায় বছরে বিভিন্ন কারণে, সরকারি ছুটি 76 দিন এবং তার সাথে ১০৪ দিয়ে সাপ্তাহিক ছুটি মিলিয়ে

180 দিন হয় অর্থাৎ একটি বছর ৩৬৫ দিনের মধ্যে অর্ধেক সময় অর্থাৎ 180 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে।

Leave a Reply