২১ তারিখ এইচএসসি পরীক্ষা ২০২৪ হবে কিনা তা নিয়ে প্রশ্ন করছে শিক্ষার্থীরা। মূলত ২১ তারিখে রসায়ন প্রথম পত্র ইতিহাস প্রথম পত্র ইসলামী ইতিহাস প্রথম পত্র ও উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পত্র পরীক্ষা রয়েছে।
কিন্তু এই পরীক্ষা নিয়ে বর্তমানে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুশ্চিন্তার মধ্যে রয়েছে। ইতিমধ্যে ভূগোল ২য় পত্র
পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থগিত ঘোষণা করেছেন। বর্তমানে কোটার সংস্কার আন্দোলনের কারণে সারা দেশ জুড়ে হামলা
ধাওয়া-পাল্টা দেওয়া গাড়ি চলাচল বন্ধ স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় পরীক্ষা নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
আরও পড়ুনঃ
- শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে ?
- এইচএসসি ২০২৪ শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ
- কোন বোর্ডের এইচএসসি ২০২৪ পরীক্ষা স্থগিত হয়েছে
- এইচএসসি ২০২৪ খাতা দেখা নিয়ে আপডেট তথ্য
এই অবস্থায় এইচএসসি পরীক্ষা ২০২৪ নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করেছে।
তবে ভূগোল পরীক্ষায় শুধুমাত্র মানবিক বিভাগের থাকলেও আগামী ২১ তারিখ রবিবার রসায়ন ইতিহাস ইসলামী ইতিহাস ও সংস্কৃতি
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা রয়েছে। যেখানে প্রায় কয়েক লক্ষ শিক্ষার্থীর পরীক্ষা অংশগ্রহণ করবে।
এই অবস্থায় ২১ তারিখ রবিবার পরীক্ষা হবে কিনা তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক ব্যক্তিবর্গের সাথে কথা বললে
তারা আমাদেরকে জানায় আমরা ১৮ তারিখের পরীক্ষা স্থগিত করেছি। তবে ২১ তারিখের পরীক্ষা আমরা নিব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি।
যদি পরিস্থিতির স্বাভাবিক থাকে তাহলে আমরা ২১ তারিখে পরীক্ষা গ্রহণ নিব, কিন্তু যদি কোন সমস্যা হয় সে বিষয়গুলো আমরা ২০ তারিখে জানাতে পারবো।
মূলত ২০ তারিখের আগে আমরা কোনভাবে পরীক্ষা স্থগিত আদেশ দিতে পারছি না, তাই শিক্ষার্থীরা পড়াশোনা করতে থাকো।
তোমাদের পরীক্ষা যদি স্থগিত হয় তাহলে তোমরা জানতে পারবা। তবে এই মুহূর্তে তোমাদেরকে কোন কিছুই তারা বলবে না,
শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা ঠিক আগ মুহূর্তে তারা জানিয়ে দিবে পরীক্ষা নেওয়া যাবে কিনা। কারণ পরিবেশ পরিস্থিতি
এবং রাজনৈতিক সকল বিষয়গুলোর উপর নির্ভর করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা দাবি করছে তাদের
পরীক্ষা নেওয়া যদি হয়, তাহলে আগে যেন জানিয়ে দেয়া হয় অথবা পরীক্ষা না নেওয়া গেলেও আগে বলতে হবে।
কারণ এখানে পরীক্ষার প্রস্তুতির বিষয়টি রয়েছে। তাছাড়া আন্দোলনের প্রভাবে অনেক শিক্ষার্থী পড়াশোনায়
মনোযোগ দিতে পারছে না, তারা অনেকে আন্দোলনে যুক্ত হচ্ছে তাদের পড়াশোনা অনেক খারাপ হচ্ছে।
Leave a Reply