বর্তমানে এসএসসি ২০২৪ পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছেন। এখন পরীক্ষার খাতা দেখা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে শিক্ষা বোর্ড।
কবে পরীক্ষার ফলাফল প্রকাশ করবে তা নিয়েও তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আজকে আমরা পরীক্ষার খাতা দেখে নিয়ে দুটি সুখবর শিক্ষার্থীদেরকে দিব।
ইতিমধ্যে কয়েকটি বিষয় খাতা শিক্ষকদের কাছে চলে আসতেছে। শিক্ষকরা খাতা গুলো দেখে নম্বর মূল্যায়ন করে বোর্ডের কাছে পাঠাবে।
এসএসসি ২০২৪ নিয়ে আরও পড়ুনঃ
- SSC GPA System 2024 | A+ A A- B C D
- এসএসসি রেজাল্ট ২০২৪ কবে প্রকাশ হবে ?
- এসএসসি ২০২৪ বাংলা ১ম পত্র ও ২য় পত্র মিলিয়ে পাস ?
- MCQ কত নম্বরে পাশ ? কিভাবে দেখবে MCQ
বোর্ড তার উপর ভিত্তি করে রেজাল্ট প্রস্তুত করবে অর্থাৎ মূল পরীক্ষার খাতা দেখা কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে শিক্ষকদের মাধ্যমে। ৭০ নম্বর এবং 50 নম্বর শিক্ষক খাতা দেখবে।
খাতা কিভাবে দেখা হয়েছে জানতে চাইলে শিক্ষকরা আমাদেরকে সরাসরি বলেন আমরা খুব সুন্দর ভাবে খাতা দেখার জন্য চেষ্টা করছি।
এক্ষেত্রে দুই এক নম্বরের কারণে যদি কোন শিক্ষার্থী ফেল করে আমরা তাকে সেই নম্বরটি দিয়ে দেওয়ার চেষ্টা করব।
তাছাড়া যারা ভালো লিখবে তাদেরকে অবশ্যই বেশি নম্বর প্রদান করা হবে। একটি সৃজনশীলের শিক্ষার্থীরা ছয় থেকে সাত মাস অথবা ৮ মার্ক পাচ্ছেন।
যারা ভাল লিখছে তারা নয় মার্কও পাচ্ছে। তবে দেখা যায় প্রথমদিকে সৃজনশীল গুলো অনেক ভালো লিখলে সেখানে নম্বর অনেক
বেশি দেওয়া হয় এবং শেষের দিকে নাম্বার তুলনামূলক হাতের লেখা খারাপ অথবা কম লেখার কারণে শিক্ষার্থীরা কম নাম্বার পাচ্ছে।
তবে এখানে আমরা চেষ্টা করছি সবাইকে সহযোগিতা করার, যে সকল শিক্ষার্থী পরীক্ষার খাতায় পর্যাপ্ত লিখে আসবে আমরা সবাইকে নাম্বারটা সর্বোচ্চ চেষ্টা করব।
তবে আমাদের পক্ষে সম্ভব নয় খাতায় লিখে তারপর নাম্বার দেওয়া। যদি শিক্ষার্থীরা পর্যাপ্ত লেখে সেখানে আমরা নম্বর দিয়ে সর্বোচ্চ নম্বর দিতে পারব।
এক্ষেত্রে ২ বা ১ নম্বরের কারণে যদি কোন শিক্ষার্থী ফেল করে অর্থাৎ সৃজনশীল ২৩ নম্বরে পাস, যদি তা শিক্ষার্থীরা না পাই তখন আমরা সে নম্বরটি দিয়ে দেওয়ার চেষ্টা করি।
অন্যদিকে রেজাল্ট প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছি, রেজাল্ট প্রকাশে কার্যক্রম পরিচালনা করা হবে এই খাতা দেখা কার্যক্রম শেষ করেন।
এক্ষেত্রে প্রতিটি শিক্ষক খাতে দেখা শেষ করে নম্বর বোর্ডের কাছে পাঠাবে যার উপর ভিত্তি করে বোর্ড রেজাল্ট প্রস্তুত করবে।
দুঃসংবাদ ২০২৪ সালের এসএসসি পরীক্ষা নৈব্যক্তিক নিয়ে
[…] ২ টি সুসংবাদ এসএসসি ২০২৪ খাতা দেখা নিয… […]