Shovon Study

Education News Website

৩ টি সুখবর – এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে

শিক্ষা মন্ত্রণালয় থেকে বর্তমানে এসএসসি পরীক্ষা ২০২৪ আয়োজন করার জন্য তারা সকল প্রস্তুতি গ্রহণ করেছে। ১১ টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা আয়োজন করা হবে।

আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শুরু হচ্ছে। এই অবস্থায় এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে

গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য রয়েছে, যা শিক্ষার্থীদের জন্য সুখবর থাকবে। আজকে আমরা সেই বিষয় নিয়ে শিক্ষার্থীদের কে জানাবো।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব একাধিক কর্মকর্তা জানিয়েছে চলতি বছরে এসএসসি পরীক্ষা শিক্ষার্থীরা সিলেবাসের দিক থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়নি।

সম্পূর্ণ বই এর উপরে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তাদের প্রশ্নপত্রের ক্ষেত্রে চেষ্টা করা হচ্ছে কিছুটা সুযোগ-সুবিধা প্রদান করা।

তাদের পরীক্ষা বিগত সালের প্রশ্ন অনেক আসবে বলে তারা জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব থাকা কর্মকর্তারা বলেন আমরা চেষ্টা করছি

প্রশ্নপত্র অনেক সহজ করার, যাতে করে শিক্ষার্থীরা অনেক ভালো ফলাফল করতে পারে। তবে বাকি বিষয়গুলো নির্ভর করে শিক্ষার্থীদের

পড়াশোনার উপরে। আমরা বিগত বছর অর্থাৎ ২০১৮ সাল থেকে ২০২৩ সালের প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়ে প্রশ্ন তৈরি করছে।

তাছাড়া প্রশ্ন পত্র গুলো অনেক সহজ করা হচ্ছে, যাতে করে শিক্ষার্থীরা অনেক সহজে পরীক্ষা প্রশ্নের উত্তর দিতে পারে।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্বগত শিক্ষকদেরকে নির্দেশনা প্রদান করা হচ্ছে তারা যেন শিক্ষার্থীদেরকে সহযোগিতা করে। স্বাভাবিকভাবে পরীক্ষা আয়োজন তারা করে

এবং সেভাবে যেন কার্যক্রম পরিচালনা করে। কোনভাবে শিক্ষার্থীদেরকে যেন হয়রানি না করা হয় এবং সুন্দর বসে পরিবেশের পরীক্ষা আয়োজন করার জন্য।

এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা বলেন আমরা বিভিন্ন সময়ে দেখতে পাই শিক্ষার্থীদের অনেক অসুবিধা হয়, আমরা চেষ্টা করছি সে ধরনের কোনো পরিস্থিতির জন্য তৈরি না হয়।

ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার যে উত্তর সরঞ্জামাদি রয়েছে তা প্রতিটি পরীক্ষা কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

যেখান থেকে পরীকে কেন্দ্রগুলো সংগ্রহ করে সেই অনুযায়ী পরীক্ষা আয়োজন করবেন এবং আগামী কয়েকদিনের মধ্যে পরীক্ষা প্রশ্নপত্র পাঠিয়ে দেয়া হবে।

শিক্ষার্থীর এডমিট কার্ড পাবে আগামী ফেব্রুয়ারি মাসের সাত অথবা আট তারিখ থেকে স্কুলে যোগাযোগ করে প্রধান শিক্ষকের নিকট থেকে প্রবেশপত্র সংগ্রহ করবে শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *