চার ধরনের পরীক্ষার খাতা বাতিল করা হচ্ছে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে। আজকে আমরা সেই বিষয় নিয়ে জানিয়ে দিব সকল শিক্ষার্থীদের।
কেন খাতা বাতিল করা হচ্ছে এবং বাতিল করা হলে কি করনীয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা আয়োজন করছে।

যেখানে অনেক নিয়ম কানুনের মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীর শিক্ষক সকলকে সেই নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে।
এসএসসি ফলাফল ২০২৪ আরও পড়ুনঃ
- Marksheet with SSC Result 2024 – All Education Board
- GPA 5 পেতে কয়টি বিষয় A+ পেতে হবে | SSC Exam
- ২ টি সুসংবাদ এসএসসি ২০২৪ খাতা দেখা নিয়ে
- SSC GPA System 2024 | A+ A A- B C D
মূলত পরীক্ষার আয়োজন করা হয় শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য, তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নির্দেশনা গুলো শিক্ষার্থীর জন্য হয়ে থাকেন।
শিক্ষা মন্ত্রণালয় থেকে দুইটি ভাগে বিভক্ত হয়ে এই পরীক্ষায় আয়োজন করা হচ্ছে। যেখানে একটি অংশ সৃজনশীল পরীক্ষা হয়ে থাকে
এবং অন্য একটি অংশ বহুনির্বাচনী পরীক্ষা হয়ে থাকে। দুইটি অংশ পৃথকভাবে মূল্যায়ন করা হয়। একটি মূল্যায়ন করা হয় সরাসরি শিক্ষকদের মাধ্যমে
যা মূলত সৃজনশীল নামে পরিচিত এবং অন্য একটি বহুনির্বাচনীয় অংশ মূল্যায়ন করা হয় কম্পিউটার ও মেশিনের মাধ্যমে।
প্রথম ভুল – যার কারণে খাতা বাতিল হয়
শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছিল পরীক্ষার omr ফর্ম যেন সঠিকভাবে পূরণ করা হয়। কিন্তু অনেক শিক্ষার্থী রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করছেন।
এক্ষেত্রে যদি শিক্ষার্থীর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর ভুল করে তাহলে তাকে কিন্তু কোন ভাবে খুঁজে পাওয়া যাবে না।
কারণ শিক্ষার্থীরা যে অংশটিতে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ভরাট করছে, সে অংশটি সম্পূর্ণ আলাদা করা হয়
এবং পরবর্তীতে খাতা মূল্যায়ন করার পরে সেগুলো মিলিয়ে দেখা হয়। যদি তার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর দুইটাই ভুল যায়,
তাহলে তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না যে কারণে শিক্ষার্থীকে খাতা বাতিল হতে পারে এমন চলে আসতে পারে।
দ্বিতীয় ভুল – যার কারণে খাতা বাতিল হয়
দ্বিতীয় ভুল হিসেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অতিরিক্ত দাগ দেয়। ওএমআর ফার্মে কোন ধরনের
দাগ দেওয়া যাবে না বলে বলা হয়েছে বিভিন্ন জায়গায়। তারপরও যারা দাগ দিচ্ছে তাদের খাতা বাতিল হতে পারে, কারণ ও এম আর ফর্ম সম্পন্ন মেশিনের মাধ্যমে দেখা হবে।
তাই যদি খাতায় অতিরিক্ত দাগ থাকে অর্থাৎ কাটাকাটি থাকে এবং মেশিন যদি তার রিড করতে না পারে তাহলে কিন্তু খাতা বাতিল হয়ে যাবে।
তৃতীয় ভুল – যার কারণে খাতা বাতিল হয়
অনেক শিক্ষার্থী বহুনির্বাচনী উত্তরপত্রে সেট কোড ভরাট করে না, এমনকি ভুল ভরাট করে। যদি শিক্ষার্থী ভরাট না করে
তাহলে কিন্তু তার খাতা বাতিল হয়ে যাবে। তবে যদি ভুল ভরাট করে সেক্ষেত্রে তার নম্বর কম আসতে পারে, অর্থাৎ ভুল সেটের উত্তরটাকে মিলিয়ে দেখা হবে।
কিন্তু স্বাভাবিকভাবে যদি কোন শিক্ষার্থী ও এম আর ফর্ম সেট কোড পূরণ করতে ভুলে যায় তাহলে সাথে সাথে ওই খাতা বাতিল বলে গণ্য করা হবে।

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.
আসসালামু আলাইকুম আমি ২০২৪ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি । ইংরেজি প্রথম পরীক্ষার দিন আমি লিখিত খাতায় এসএসসি্ এইচএসসি যে লেখা থাকে সেখানে এসএসসি লেখায় টিক চিহ্ন দিতে তিয়ে যেখানে দাগ দেওয়া নিষেধ সেখানে একটুখানি ওই ঘরের মধ্যে অর্থাৎ টিকটা একটু নিচে নেমে এক বিন্দু দাগ ঘরের মধ্যে চলে এসেছে ।। 🥲🥲 অর্থাৎ কোনরকম কাটাকাটি হয়নি । এখন আমি কী এর জন্য ওই বিষয় এ ফেল করবো???