Shovon Study

Education News Website

৪ টি উপবৃত্তি পাবে এসএসসি ২০২৪ সকলে

যারা এসএসসি পরীক্ষা ২০২৪ দিয়েছেন তাদেরকে প্রদান করবে কয়েকটি উপবৃত্তি প্রদান করবে শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

আজকে আমরা জানাবো কারা কারা এই উপবৃত্তি পাবে এবং কিভাবে এই উপবৃত্তির জন্য আবেদন করতে হবে ,কত টাকা প্রদান করা হবে এবং সকল আনুষঙ্গিক তথ্য।

তাই সম্পূর্ণ পোস্ট করুন এবং উপবৃত্তির সকল তথ্য আপনি জেনে নিন এবং উপবৃত্তি টাকা সংগ্রহ করতে পারেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বৃত্তি প্রদান করা হয় প্রতিবছর। যেখানে হাজার হাজার শিক্ষার্থী একটি বৃত্তি পায়। তবে এখানে কোন ধরনের আবেদন গ্রহণ করা হয় না,

সরাসরি তাদের রেজাল্টের উপর ভিত্তি করে এই বৃত্তি প্রদান করা হবে। এসএসসি পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে,

এখন বোর্ডগুলোকে নির্দেশন দেওয়া হচ্ছে বোর্ড যেন তাদের রেজাল্টের উপর ভিত্তি করে বৃত্তির ফলাফল প্রকাশ করে।

খুব শীঘ্রই এ ব্যাপারে গেজেট প্রকাশিত হবে। যেখানে বলা হবে প্রতিবছর মেধাবৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রতি মাসে ৬০০ টাকা করে পাবেন

এবং বছরে তাদেরকে আরো ৯০০ টাকা প্রদান করা হবে। এবং সাধারণ বৃত্তি ক্ষেত্রে প্রতিমাসে ৩৫০ টাকা করে প্রদান করা হবে

এবং আরও বিভিন্ন কারণে বছরে ৪৫০ টাকা প্রদান করা হবে। দুই বছর শিক্ষার্থীরা এখান থেকে টাকা পাবেন। রেজাল্ট প্রকাশিত হলে আমরা জানিয়ে দিব।

ডাচ বাংলা ব্যাংক উপবৃত্তি

ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ প্রতিবছরি শিক্ষার্থীদের মাঝে প্রতি মাসে ২৫০০ টাকা করে উপবৃত্তি কার্যক্রম পরিচালনা করে।

যেখানে প্রতি বছরের শিক্ষার্থীরা ৬৭ হাজার টাকা পাবে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। তবে এখানে সঠিকভাবে আবেদন করাটা

খুবই গুরুত্বপূর্ণ, এই উপবৃত্তির আবেদনের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে যারা চতুর্থ বিষয়ে বাদ দিয়ে জিপিএ ৫ পেয়েছেন তারা

আবেদন করতে পারবে এবং দরিদ্র অনগ্রসর এলাকার শিক্ষার্থীদেরগুরুত্ব দেওয়া হবে। তাই অবশ্যই আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীরা

একটু বুঝে শুনে আবেদন করবে। এটা কিন্তু অনেক বড় একটি উপবৃত্তি, আগামী 14 মে থেকে আবেদন শুরু হয়েছে 8 জুন পর্যন্ত।

আবেদন করার সরাসরি ওয়েবসাইট লিংক

একাদশ শ্রেণি ভর্তি সহায়তাঃ

তোমরা যারা এখন বর্তমানে একাদশে ভর্তি হবা তোমাদের ভর্তি হওয়ার পরবর্তীতে ৮ হাজার টাকা ভর্তির সহায়তা প্রদান করবে

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ। তোমরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করে টাকা পেতে পারো,

আবেদন কার্যক্রম এখনো শুরু হয়নি। যখনই শুরু হবে তখন আমরা তোমাদেরকে জানিয়ে দিব তাই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো।

সমন্বিত উপবৃত্তি

এই উপবৃত্তি প্রদান করে থাকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ। প্রতি বছরই হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী এখান থেকে টাকা পায়।

সারাদেশের সকল কলেজের অধীনে এই বৃত্তি প্রদান করা হয়। দুই বছর মেয়াদী এই প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন

শিক্ষা প্রতিষ্ঠান এখানে আবেদন করার জন্য। এখানে আবেদন করার জন্য একটি আবেদন ফরম শিক্ষার্থীদের পূরণ করতে হবে এবং সেটা কলেজে জমা দিতে হবে।

যেহেতু এখনো কলেজ ভর্তি শুরু হয়নি কলেজ ভর্তি হওয়ার পরে মূলত এই উপবৃত্তি কার্যক্রম পরে তুলনা করা হবে।

14 comments
একাদশ ভর্তি ২০২৪ - সকল কলেজ আসন ও যোগ্যতা - Shovon Study

[…] আরও পড়ুনঃ ৪ টি উপবৃত্তি পাবে এসএসসি ২০২৪ সকলে […]

SSC 2024 Scholarship Result - All Education Board - Shovon Study

[…] আরও পড়ুনঃ ৪ টি উপবৃত্তি পাবে সকল শিক্ষার্থী […]

আব্দুল

আমি একজন গরীব পরিবারের ছেলে। আমি একাদশ ভর্তির আবেদন করার জন্য বাড়ি থেকে
টাকা দিতে পাড়শে না। বিকাশ,01704628543

    শাহাদাত হোসেন সাকিব

    আসসালামু আলাইকুম,
    আমি খুব ভালো করে পড়তেছি আলহামদুলিল্লাহ, ssc পরিক্ষায় 4.46 পাইছি আলহামদুলিল্লাহ। এখন বাড়িতে পড়ার খরচ দিতে পারতেছে না, আমাদের আত্মিক অবস্থা খুব খারাপ যাচ্ছে, আমাকে সাহায্য করুন :
    বিকাশ
    01615856242

শাহাদাত হোসেন সাকিব

আসসালামু আলাইকুম,
আমি খুব ভালো করে পড়তেছি আলহামদুলিল্লাহ, ssc পরিক্ষায় 4.46 পাইছি আলহামদুলিল্লাহ। এখন বাড়িতে পড়ার খরচ দিতে পারতেছে না, আমাদের আত্মিক অবস্থা খুব খারাপ যাচ্ছে, আমাকে সাহায্য করুন :
বিকাশ
01615856242

SHANTO RAHMAN

আসসালামু আলাইকুম,
আমি খুব ভালো করে পড়তেছি আলহামদুলিল্লাহ, ssc পরিক্ষায় 4.83 পাইছি আলহামদুলিল্লাহ। এখন বাড়িতে পড়ার খরচ দিতে পারতেছে না, আমাদের আত্মিক অবস্থা খুব খারাপ যাচ্ছে, আমাকে সাহায্য করুন :
বিকাশ
01931715570

Khadiza

আসসালামু আলাইকুম
আমি খুব ভালো করে পড়তেছি
আলহামদুলিল্লাহ ssc পরীক্ষায় 4.50 পাইছি।
এখন বাড়িতে আমার পড়াশোনা খরচ চালাতে পারছেনা। আমাদের আর্থিক অবস্থা ভালো না।আমাকে সাহায্য করুন:
বিকাশ: 01792561784

Tamim

আলহামদুলিল্লাহ ssc পরীক্ষায় 5.00 পাইছি।
এখন বাড়িতে আমার পড়াশোনা খরচ চালাতে পারছেনা। আমাদের আর্থিক অবস্থা ভালো না।আমাকে সাহায্য করুন:
01754009624
বিকাশ

Marium

আমি এসএসসি ২০২৪ এর জিপিএ ৫ প্রাপ্ত একজন শিক্ষার্থী আমি উপবৃত্তি পেতে চাই

Mohammad Iftekar uddin

আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ আমি দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি। কিন্তু এখন বাড়িতে পড়াশোনার খরচ চালাতে পারতেছে না।আমার আর্থিক অবস্থা ভালো না আমাকে সাহায্য করুন।

আমি দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া একজন শিক্ষার্থী আমি উপবৃত্তি পেতে চাই।

Arafatu lislam Ahad

আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি। কিন্তু এখন বাড়িতে পড়াশোনার খরচ চালাতে পারতেছে না।আমার আর্থিক অবস্থা ভালো না আমাকে সাহায্য করুন। আমি এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া একজন শিক্ষার্থী আমি উপবৃত্তি পেতে চাই।

Joy Karmokar

আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি। কিন্তু এখন বাড়িতে পড়াশোনার খরচ চালাতে পারতেছে না।আমার আর্থিক অবস্থা ভালো না আমাকে সাহায্য করুন। আমি এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া একজন শিক্ষার্থী আমি উপবৃত্তি পেতে চাই।

Joy Karmokar

আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি। কিন্তু এখন বাড়িতে পড়াশোনার খরচ চালাতে পারতেছে না।আমার আর্থিক অবস্থা ভালো না আমাকে সাহায্য করুন। আমি এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া একজন শিক্ষার্থী আমি উপবৃত্তি পেতে চাই।৷ বিকাশ :০১৭৪০৯৫৫৩৪৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *