বর্তমানে যে সকল শিক্ষার্থী কলেজ ভর্তির জন্য আবেদন করছে তাদেরকে ভর্তি সহায়তা প্রদান করবে ৮ হাজার টাকা শিক্ষা মন্ত্রণালয় থেকে।
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ এই ভর্তির সাথে প্রদান করবেন। অনলাইনে আবেদন করে শিক্ষার্থীদের টাকা পেতে পারে।
আরো পড়ুনঃ ৬৭০০০ টাকা উপবৃত্তি পাচ্ছে সবাই
খুব সহজে অনলাইনে আবেদন করা যাবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়ত ট্রাস্ট সকল শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবে।
তবে এখানে যোগ্য শিক্ষার্থীদের মাঝে টাকা প্রদান করা হবে। সরাসরি ৮ হাজার টাকা প্রদান করবে অনলাইন আবেদন করার পরিপ্রেক্ষিতে।
সঠিকভাবে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে তাদের মাঝে টাকা প্রদান করা হবে। গত বছর প্রায় 13 লাখ শিক্ষার্থীর মাঝে দেখা প্রদান করা হয়েছে।
চলতি বছরও তোমাদের মাঝে ভর্তি সহায়তা প্রদান করা হবে। তবে অনলাইনে অবশ্যই আবেদন করতে হবে আর নয়তো এখানে টাকা পাবে না।
কিভাবে আবেদন করবে এবং যাবতীয় সকল তথ্য আমরা একে একে তোমাদের সামনে তুলে ধরছি।
এখানে যে সকল শিক্ষার্থী আবেদন করবে সকলকে আবেদন করার সময় মোবাইল ব্যাংক একাউন্টের তথ্য দিতে হবে
বিশেষ করে নগদ অথবা বিকাশে তথ্য দিতে হবে। যদি শিক্ষার্থী নির্বাচিত হয় তাহলে তার সেই একাউন্টে সরাসরি
টাকা পাঠিয়ে দিবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ। তবে এখানে আবেদন কার্যক্রম এখনি শুরু হচ্ছে না,
তোমাদের বর্তমানে ভর্তি কার্যক্রম পরিচালনা করছেন যারা ভর্তি হবা তাদের মাঝে এটাকে প্রদান করবে।
অর্থাৎ এখানে টাকা তোমরা ভর্তি হওয়ার পরে টাকা পাবে। ভর্তি হওয়ার আগে তোমাদেরকে টাকা তারা প্রদান করবে না।
এক্ষেত্রে তোমরা যে কলেজের অধীনে ভর্তি হবা সে কলেজ থেকে তোমরা আবেদন করবা।
অনলাইনে নিজের মোবাইল ফোন থেকে আবেদন করা যাবে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়ত ট্রাস্ট সাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে।
যেখানে ই-ভর্তি নামে একটি অপশন পাবে। সেখানে তোমরা আবেদন করার জন্য একটি লিংক খুঁজে পাবা।
সেখানে তোমার সকল তথ্যগুলো একে একে দিতে হবে তবে তোমার আবেদন গ্রহণযোগ্য হবে।
প্রতি বছর অনেক শিক্ষাথী আবেদন করে কিন্তু সবাই টাকা পায় না, তার একটি কারণ হচ্ছে সঠিকভাবে আবেদন করতে জানেনা।
সঠিকভাবে আবেদন খুবই গুরুত্বপূর্ণ যখন আবেদন শুরু হবে, তখন আমরা তোমাদেরকে জানিয়ে দিব কিভাবে ভর্তি সহায়তা আবেদন করতে হবে।
Check HSC Admission Result 2024 | College Admission Result - Shovon Study
[…] আরও পড়ুনঃ ৮০০০ টাকা কলেজ ভর্তি সহায়তা পাবে সকল … […]