সুখবরঃ এসএসসি পরীক্ষা ২০২৫ শিক্ষার্থীদের জন্য

এসএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু সুখবর রয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা তাদের এসএসসি পরীক্ষা ২০২৫ এর প্রস্তুতি গ্রহণ করছে।

আগামী ১০ এপ্রিল তাদের বাংলা প্রথম পত্র বিষয়ের মাধ্যমে পরীক্ষার শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে পুরো দমে এসএসসি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছে ।

শিক্ষা বোর্ড নির্দেশনা দিয়েছে পরীক্ষা কেন্দ্রগুলোকে সঠিকভাবে সাজাতে। আগামী মাসে শুরু হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব।

রমজান এর পরেই শুরু হবে বহুল কাঙ্খিত এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড পরীক্ষা। তবে এই বোর্ড পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছে।

আরও পড়ুনঃ ২০২৫ সালের উপবৃত্তির টাকা কাদের কবে দিবে ?

তাদেরকে জানিয়ে রাখতে চাই গত কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসের উপরে পরীক্ষা আয়োজন করা হলোও 2025 সালে পরীক্ষায় আয়োজন করা হচ্ছে একদম স্বাভাবিক নিয়মে এবং সম্পূর্ণ বইয়ের উপরে।

এ কারণে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। তাছাড়া তাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার কথা থাকলেও ২০২৪ সালে বিভিন্ন আন্দোলন ও সমস্যার কারণে পরীক্ষা পিছিয়ে এপ্রিল মাসে নেওয়ার পরিকল্পনা করেছিল।

এছাড়া সামনে তাদের পরীক্ষার প্রশ্নপত্র থেকে শুরু করে আরও বেশ কিছু জায়গায় সুযোগ সুবিধা প্রদান করবে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র এবং পরীক্ষা কেন্দ্রের পরিবেশ।

পরীক্ষার প্রশ্নপত্রে জুলাই অভ্যুদয়ের বেশ কিছু বিষয়ে যুক্ত করা হয়েছে এবং পরীক্ষার প্রশ্ন অনেক স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে।

অনেক সুন্দর প্রশ্ন শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছে দায়িত্বে থাকা কর্মকর্তারা। এছাড়া এসএসসি পরীক্ষা ২০২৫ কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক এবং সুন্দর রাখার জন্য ইতিমধ্যে তারা কাজ করছেন।

বিগত বছরের যে সকল শিক্ষক পরীক্ষার সময় বিভিন্ন সমস্যা তৈরি করেছে তাদেরকে ব্ল্যাকলিস্ট করে বাদ দেওয়া হয়েছে এবং তাদেরকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হবে না।

এমনকি তারা পরীক্ষার পরবর্তী সময়ে উত্তর পত্র মূল্যায়নেও সুযোগ পাবে না। গতবছর শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কয়েকজন

শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা এসএসসি পরীক্ষা ২০২৫ পরীক্ষক প্রধান পরীক্ষক বা নিরীক্ষক হতে পারবেন না বলে জানিয়েছে বোর্ড।

সকল আপডেট দ্রুত পেতে আমাদের Whatsapps গ্রুপে জয়েন হোন Join Group

Leave a Reply