মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষা ২০২৫ শুরু হচ্ছে আগামী 10 এপ্রিল। এই পরীক্ষার গার্ড কেমন দেওয়া হবে ও দায়িত্ব থাকা শিক্ষকদের কি নির্দেশনা রয়েছে টা জানাবো।
বাংলা প্রথম পত্র বিষয়ের মাধ্যমে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। যেখানে চলতি বছরে 19 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
১১ টি শিক্ষা বোর্ড আলাদা আলাদা ভাবে তাদের এই পরীক্ষায় আয়োজন করবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
সকল আপডেট পেতে আমাদের WhatApps Channel এ যুক্ত হতে পারেন – | জয়েন লিংক |
ইতিমধ্যে দুই দুইবার রুটিন পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এরপরও সর্বশেষ রুটিন নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ ছিল।
তারা রুটিন পরিবর্তনের দাবি করেছিল, এমনকি পরীক্ষা পেছনে দাবি করল শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের কোন দাবি মেনে নেওয়া হয়নি।
এক্ষেত্রে চলতি বছরে এসএসসি পরীক্ষার গার্ড কেমন হবে তা নিয়ে অনেক শিক্ষার্থী দুশ্চিন্তা করছে।
শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, চলতি বছর এসএসসি পরীক্ষায় একটু ভিন্নভাবে আয়োজন করা হচ্ছে।
সকল নিয়মকানুন গত বছরগুলোর মত করে থাকলেও বিগত বছরে পরীক্ষায় যে সকল নিয়ম-কানুন অনুসরণ করা হতো না, চলতি বছরের ক্ষেত্রে তা আর হচ্ছে না।
- SSC Math MCQ Question and Answer 2024
- SSC 2025 English 2nd Paper Board Question with Answers
- এসএসসি পরীক্ষার ২০ মিনিটে ইংরেজি প্রশ্ন ফাঁশ
সঠিকভাবে সকল নিয়ম কানুন পরিচালনা করা হবে। বিভিন্ন সময় পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা শোনা যাচ্ছিল।
কিন্তু চলতি বছর এরকমের কোন কিছুই সুযোগ-সুবিধা প্রদান করা হবে না। এমনকি নকল করা বা প্রশ্ন ফাঁস করার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের যথেষ্ট সচেতন রয়েছে।
সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজন করার জন্য যা যা দরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে তা করা হচ্ছে। ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগ
এবং আইসিটি বিপক্ষে সতর্ক করা হয়েছে। পরীক্ষার সময় কোন প্রকার যেন বিদ্যুৎ নেয়া না হয় সে ব্যাপারে সচেতন করা হয়েছে।
এছাড়া আইসিটি বিভাগকে প্রশ্ন ফাঁস এবং গুজব রোধ করার জন্য কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চেষ্টা করবে সুন্দরভাবে পরীক্ষায় আয়োজন করার।
সেনাবাহিনী পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকবে এমন গুজব ফেসবুকে সব বিভিন্ন জায়গা ছড়ানো হলেও সর্বশেষ ঢাকা শিক্ষা বোর্ডের
চেয়ারম্যান জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রের সেনাবাহিনী দায়িত্বে থাকবে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
তবে সেনাবাহিনী বর্তমানে ম্যাজিস্ট্রেট ক্ষমতা বলে দায়িত্ব পালন করছে। সে ক্ষেত্রে তারা বিভিন্ন সময় এসএসসি পরীক্ষা ২০২৫
কেন্দ্রের পরিবেশ এবং আশেপাশে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা সেখানে উপস্থিত থাকতে পারে।

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.
Bai tik ase
But sohoj babe hole balo hoi..