এসএসসি পরীক্ষা ২০২৫ প্রশ্নপ্রত্র তৈরি নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয়

এসএসসি পরীক্ষা ২০২৫ ও সমমান পর্যায়ে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি নিয়ে কাজ করছে বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়।

কয়েক কোটি প্রশ্নপত্র তৈরি করা হয়েছে এবং সামনে আরো বেশ কিছু বিষয় প্রশ্নপত্র তৈরি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে 2025 সালের এসএসসি পরীক্ষায় আয়োজন করা হচ্ছে সম্পূর্ণ বইয়ের উপরে অর্থাৎ কোন প্রকার সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করা হচ্ছে না।

২০২৪ সালে এসএসসি পরীক্ষায়ও পরিচালিত একই নিয়মে পরীক্ষায় প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল। তবে আগামী বছর থেকে আবার বেশ কিছু নিয়ম পরিবর্তন হতে যাচ্ছে।

আরও জানুনঃ ২০২৫ সালের কোন শিক্ষার্থী কত টাকা উপবৃত্তি পাবে ?

2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রশ্নপত্র তৈরিতে দেখা গেছে। ১০০ নম্বর যে সকল বিষয় পরীক্ষা হবে।

সেখানে সৃজনশীল ৭০ নম্বরে পরীক্ষা প্রশ্ন তৈরি করা হয়েছে এবং 30 নম্বর বহু নির্বাচনে প্রশ্ন তৈরি করা হয়েছে।

অন্যদিকে ৭৫ নম্বরে পরীক্ষায় ৫০ নম্বর সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়েছে এবং ২৫ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করা হয়েছে। আর বাকি ২৫ নম্বরের পরীক্ষা কেন্দ্রে বসে ব্যবহারিক পরীক্ষা হিসেবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

এসএসসি পরীক্ষা ২০২৫ প্রশ্নের ফরম্যাট শিক্ষা মন্ত্রণালয় জানায় বেশ কয়েকটি প্রশ্ন তৈরি করা হবে। সেখান থেকে প্রতিটি কেন্দ্রের কাছে প্রশ্নের সেট গুলো পাঠিয়ে দেওয়া হবে।

যে কোন নির্দিষ্ট একটি সেটের উপরে ওই বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করবে। যা জানা যাবে পরীক্ষা শুরু হওয়ার ঠিক ২৫ মিনিট আগে।

কেন্দ্র সচিবকে এ বিষয়টি অবহিত করা হবে বোর্ড থেকে এবং সেই অনুযায়ী পরীক্ষায় আয়োজন করা হবে।

এছাড়া প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে পরীক্ষার প্রশ্ন সমস্যা হতে পারে, তাই একাধিক পরীক্ষার প্রশ্নের সেট তৈরি করা হয়েছে।

প্রতি বছর পরীক্ষার প্রশ্ন এভাবেই তৈরি করা হয়। চলতি বছরে কোন ব্যতিক্রম হচ্ছে না সুষ্ঠুভাবে পরীক্ষায় আয়োজন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়

এসএসসি পরীক্ষা ২০২৫ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হচ্ছে আগামী 10 এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু করছে।

সুষ্ঠু পরিবেশে পরীক্ষায় আয়োজন করার জন্য ইতিমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিষয়গুলো নিয়ে তারা ভাবছে।

খুব শীঘ্রই এ ব্যাপারে বৈঠক গ্রহণ করা হবে ,প্রতিটি পরীক্ষা কেন্দ্রের কাছে পরীক্ষার সকল সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হবে।

Leave a Reply