মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষার রুটিন এর দাবি জানিয়েছে চট্টগ্রামের পার্বত্য ছাত্র সংগঠন।
তারা বলছে ওই সময়ে পার্বত্য চট্টগ্রামের তিপুরা মারমা চাকমাদের বৈসাবি অনুষ্ঠান রয়েছে।
ওই অনুষ্ঠানের মধ্যে কোন প্রকার পরীক্ষা আয়োজন করা যেতে পারেনা।
পরীক্ষার রুটিন পরিবর্তন করে নতুন পরীক্ষার তারিখ নির্ধারণ করেপরীক্ষায় আয়োজন করার জন্য তারা মানববন্ধন করেছে।
আরো পড়ুন – এসএসসি পরীক্ষা ২০২৫ রুটিন অপরিকল্পিত
ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক অনুষ্ঠান বৈশাবি আয়োজন করা হয় ঠিক এপ্রিল মাসের ১২ তারিখ থেকে ১৪ তারিখের মধ্যে।
এই সময়ে তাদের বিভিন্ন ধরনের বাৎসরিক কার্যক্রম সম্পন্ন করা হয়। সবাই কমবেশি ব্যস্ত থাকে তাদের এই আয়োজন নিয়ে।
এই অবস্থায় যদি ওই সময়ে এসএসসি পরীক্ষায় আয়োজন করা হয় তাহলে ক্ষুদ্র গোষ্ঠীর যে সকল
শিক্ষার্থী পরীক্ষার রয়েছে তারা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেনা।
এজন্য খাগড়াছড়িতে মানববন্ধন করে পার্বত্য চট্টগ্রামের ছাত্র সংগঠন। তারা ইতিমধ্যে চট্টগ্রাম বোর্ডের কাছে একটি সাড়ক লিপি জমা দিয়েছে।
যেখানে তারা জানিয়েছে তাদের পরীক্ষার এই সময়গুলোতে যেন কোনভাবে না নেওয়া হয়।
বিশেষ করে উল্লেখ করা হয়েছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আয়োজন করা হবে
এবং ইংরেজি প্রথম পত্র পরীক্ষা যে আয়োজন করা হবে আগামী ১৫ এপ্রিল।
এই দুইটি পরীক্ষা পিছিয়ে আগামী পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করার কথা তারা বলেছে।
মানববন্ধনে সংগঠনটি নেতাকর্মীরা দাবি করে এসএসসি রুটিন পরিবর্তন করতে হবে তার সাথে নতুন
রুটির প্রকাশ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ওই সময় পাঁচ দিনের ছুটি ঘোষণা করতে হবে।
এ ব্যাপারে তারা মানববন্ধনে একাধিক ব্যক্তি কথা বলেন এবং সর্বশেষ খাগড়াছড়ি জেলা প্রশাসক
কার্যালয় স্মারকলি জমা দেন এবং তাদের দাবি গুলো লিখিত আকারে জানান।
এ ব্যাপারে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোন কিছু না
জানালো ধারণা করা যাচ্ছে যদি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সরকার দেখা হয়
তাহলে শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম হিসেবে পরিচিত রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান এবং চট্টগ্রাম এলাকার স্থগিত হতে পারে
অর্থাৎ সম্ভাব্য পরীক্ষা স্থগিত হতে পারে শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডের। বাকি সকল বোর্ড তাদের পরীক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করবে।
শিক্ষার্থীদের প্রতি পরামর্শ থাকবে তারা যেন তাদের প্রশ্ন নিয়মিত করে যায়,
যদি কোন কারণে এসএসসি রুটিন পরিবর্তন হয় সে বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে ।
শিক্ষার্থীদেরকে এবং তাদের প্রস্তুতি কোন প্রভাব পড়বে না বলে আশা করা যাচ্ছে।
Leave a Reply