মাধ্যমিক পর্যায়ে এসএসসি ২০২৫ রুটিন বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের ছাত্র সংগঠন। তারা বলছে ওই সময়ে পার্বত্য চট্টগ্রামের তিনটি উপজাতি ধর্মীয় অনুষ্ঠান রয়েছে।
এই অনুষ্ঠানের মধ্যে পরীক্ষা আয়োজন করা কোন ভাবেই শিক্ষার্থী জন্য মঙ্গল কর হতে পারে না। মূলত ২০২৫ সালের এসএসসি পরীক্ষা
আয়োজন করার কথা বলা হয়েছে আগামী ১০ এপ্রিল থেকে। যেখানে বাংলা প্রথম পত্রের মাধ্যমে ১০ এপ্রিল শুরু হচ্ছে পরীক্ষা
এর পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ১৩ এপ্রিল এবং ১৫ এপ্রিল ইংরেজি প্রথম পত্রের আয়োজন করার চিন্তাভাবনা রয়েছে।
কিন্তু বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে রুটিনের এ বিষয়টি নিয়ে আবার চিন্তাভাবনা করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের
ছাত্র সংগঠন জানিয়েছে এই সময়ে অনুষ্ঠান আয়োজন করা হয়ে। যেখানে চাকমা মারমা এবং ত্রিপুরা উপজাতিরা
তাদের বর্ষপূর্ত অনুষ্ঠান আয়োজন করে। ওই সময়ে এই উপজাতির শিক্ষার্থীরা পরীক্ষা সমস্যার সম্মুখীন হতে পারে।
এই সমস্যার সমাধান কি হতে পারে এমন প্রশ্নের জবাবে গত কয়েক বছর এসএসসি পরীক্ষার রুটিন এর পরিবর্তনে বিষয়টি লক্ষ্য করে
দেখা যায় যে সকল বিষয়ে এবং যে সকল বোর্ডের সমস্যাগুলো তৈরি হয়েছে শুধুমাত্র সেই সকল বোর্ডের পরীক্ষার
রুটিন বাতিল করা হয়েছে অথবা পরিবর্তন করা হয়েছে। কিন্তু বাকি বোর্ডগুলোর পরীক্ষা নিয়মিত ভাবে চলছে।
যেহেতু পার্বত্য চট্টগ্রামের তিনটি উপজাতি অনুষ্ঠান নিয়েই এই প্রশ্ন এসেছে। এমনও হতে পারে শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডের
পরীক্ষা স্থগিত হতে পারে বাতিল হতে পারে এবং পরবর্তীতে নতুন রুটিন নিয়ে তারা এই পরীক্ষাগুলো নিতে পারে।
তবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোন কিছুই জানায়নি।
স্মারকলিপ জমা দিয়েছে ছাত্র সংগঠন, তার পরিপ্রেক্ষিতে আলোচনা চলছে সারা দেশব্যাপী। তবে সামনে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড এ ব্যাপারে কি শিক্ষা নেয় তাই দেখার বিষয়।
যদি পরীক্ষা কিছুটা পিছিয়েও যায় তাহলে সেটা আহামরি অনেক বেশি পেছনে না, সর্বোচ্চ পরীক্ষা শেষ হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে বাতিল হওয়া পরীক্ষাগুলো নেওয়ার পরিকল্পনা হতে পারে।
Leave a Reply