২০২৫ সালের কোন শিক্ষার্থী কত টাকা উপবৃত্তি পাবে ?

শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি টাকা প্রদান করা হবে। কোন শিক্ষার্থী কত টাকা উপবৃত্তি পাবে তা নিয়ে শিক্ষার্থীদের কে জানাবো।

বর্তমানে শিক্ষার্থীরা তাদের উপবৃত্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছে। দীর্ঘই অপেক্ষায় শেষে অনেকে জানতে চাচ্ছে তারা কোন ক্লাসে কত টাকা পাবে।

আমরা এখানে তুলে ধরছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে কত টাকা উপবৃত্তি পাবে বা প্রদান করা হবে শিক্ষার্থীদের মাঝে।

গত বছরে কয়েকটি কিস্তির টাকা শিক্ষার্থীরা এখনো পায়নি। যে টাকাগুলো চলতি বছরে প্রদান করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এই টাকা পাওয়ার জন্য শিক্ষার্থীদের তেমন কোন কিছুই করতে হবে না। কেননা এর আবেদন কার্যক্রম কত বছরে শেষ হয়েছে।

তবে চলতি বছরে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করছে শিক্ষা মন্ত্রণালয়। যেখানে শিক্ষার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবে।

আরও জানুনঃ ৫টি উপবৃত্তি পাবে শিক্ষার্থীরা – বিনামূল্যে আবেদন করুন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আলাদা আলাদা অর্থ প্রদান করা হচ্ছে শিক্ষার্থীদের মাঝে। আমরা তুলে ধরছি শিক্ষার্থীরা কত টাকা পাবে।

চলতি বছরে শ্রেণীভেদে টাকার পরিমাণ ভিন্ন হচ্ছে। কেননা প্রতি শ্রেণীতে উপবৃত্তি, মেয়াদ এবং অনুদান আর আলাদা হয়ে থাকে।

উপবৃত্তি প্রদান করার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে কখনোই সরাসরি ফোন দিবে না অথবা কোন নাম্বার এসএমএস করে জানাবে না সেখানে যোগাযোগ করতে।

সরাসরি শিক্ষার্থীর মোবাইল ব্যাংক একাউন্টে টাকা প্রবেশ করবে এবং শিক্ষার্থী টাকা সংগ্রহ করতে পারবে এবং তাকে এসএমএস জানিয়ে দিবে শিক্ষার্থী উপবৃত্তি টাকা পেয়েছে। প্রতারণা থেকে সাবধান।

২০২৫ সালে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা – কত টাকা উপবৃত্তি পাবে
শ্রেণিটাকার পরিমান
1ষষ্ঠ শ্রেণি1200 টাকা
2সপ্তম শ্রেণি2400 টাকা
3অষ্টম শ্রেণি2700 টাকা
4নবম শ্রেণি3300 টাকা
5দশম শ্রেণি3600 টাকা
6এসএসসি ২০২৫2800 টাকা
7একাদশ শ্রেণি5800-6300 টাকা
8দ্বাদশ শ্রেণি5800-6300 টাকা

1 thought on “২০২৫ সালের কোন শিক্ষার্থী কত টাকা উপবৃত্তি পাবে ?”

  1. ডিগ্রি ২০২২-২৩ সেশনের আবেদন ফরম কখন আসবে?

    Reply

Leave a Reply