জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয় নবনিযুক্ত উপাচার্য এ এস এম আমানুল্লাহ, এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন।
তিনি জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ালেখার মান উন্নয়ন করার জন্য অনার্স প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে।
আরও পড়ুনঃ এইচএসসি ২০২৪ মেধা ও সাধারন বৃত্তি রেজাল্ট প্রকাশ কবে ?
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সর্বশেষ ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে।
এরপর আর কোন প্রকার ভর্তি পরীক্ষা হয়নি, সরাসরি জিপিএ এর উপর নির্ভর করে শিক্ষার্থীদের কলেজ নির্বাচন
করা হয়েছে এবং ভর্তি করানো হয়েছে। কিন্তু চলতি বছরে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে চালু করার পরিকল্পনা করেছে,
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক্ষেত্র ভর্তি পরীক্ষা কবে হবে এবং কার্যক্রম কবে শুরু করা হবে এমন প্রশ্ন করা হয়ে ছিল
জাতীয় বিশ্ববিদ্যালয় দায়িত্বগত কর্মকর্তাদের কাছে। তারা জানিয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় একটি বৈঠক করেছে,
যেখানে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে তারা পরীক্ষা আয়োজন করবে। তবে কবে পরীক্ষা নিবে এবং
কিভাবে পরীক্ষা নেবে তা নিয়ে এখনো চূড়ান্ত বৈঠক হয়নি। তবে সর্বশেষ ধারণা করা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে নৈবিত্তিক উপায় অর্থাৎ এম সি কিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে,
তার সাথে পরীক্ষা গুচ্ছ ভর্তি পরীক্ষার সাথে নেওয়ার পরিকল্পনা থাকতে পারে। এক্ষেত্রে সম্ভাব্য সময় হিসেবে তারা বলছে
আগামী রমজানের ঈদ শেষ করে এপ্রিল মাসের দিকে পরীক্ষা নিতে পারে অথবা মে মাসের পরীক্ষা তারা নিতে পারে
যেহেতু পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে ভর্তি করানো হবে। পর্যাপ্ত সময় লাগবে অনার্স ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে।
খুব শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং জানিয়ে দেওয়া হবে তারা কবে আবেদন শুরু করতে চাচ্ছে,
কিভাবে শিক্ষার্থীর আবেদন করবে ও আবেদন করতে কত টাকা লাগবে এবং কবে পরীক্ষা আয়োজন করা হবে।
তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন কেমন হবে কোন কোন বিষয় পরীক্ষা আয়োজন করা হবে তা নিয়েও রয়েছে
শিক্ষার্থীদের অনেক চিন্তা করছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন কিছু সুস্পষ্ট করেনি জাতীয় বিশ্ববিদ্যালয়।
সম্ভাবনা রয়েছে বিজ্ঞপ্তিতে তারা এ বিষয়গুলো স্পষ্ট করবে এবং জানাবে কোন কোন বিষয়ে তারা পরীক্ষা নিতে চায়
এবং মানবন্টন কি হতে যাচ্ছে। এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য শিক্ষার্থীদেরকে অপেক্ষা করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশ করা পর্যন্ত।
Leave a Reply