প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ সমন্বিত উপবৃত্তি আবেদন ফরম প্রদান করেছে। যে সকল শিক্ষার্থী সমন্বিত উপবৃত্তি জন্য আবেদন করতে চায় তারা এই আবেদন ফরম ডাউনলোড করে নিতে পারে।
সমন্বিত উপবৃত্তি প্রদান করার ক্ষেত্রে আবেদন ফরম পূরণ করে শিক্ষার্থীদেরকে আবেদন ফরম জমা দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে।
যেখান থেকে তা অনলাইনে সাবমিট করা হবে অর্থাৎ সরাসরি অনলাইনে আবেদন করার সুযোগ পাবে না শিক্ষার্থীরা।
সমন্বিত উপবৃত্তি প্রদান করা হচ্ছে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে
আবেদন করার পরে যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থী নির্বাচন করে এই টাকা প্রদান করা হবে। তাই উপবৃত্তি আবেদন করার ক্ষেত্রে সকল তথ্য সঠিকভাবে দিতে হবে।
চার পৃষ্ঠা উপবৃত্তি ফর্মে শিক্ষার্থীর কাছে তার ব্যক্তিগত পারিবারিক এবং শিক্ষা সম্পর্কিত তথ্যগুলো জানতে চাওয়া হবে।
আরও পড়ুনঃ সরকারি আর্থিক অনুদান আবেদন শেষ দিকে – আবেদন করুন
যে সকল তথ্য জানতে চাওয়া হবে এবং পূরণ করতে হবে তা আমরা নিচে একে একে তুলে ধরছি। শিক্ষার্থীরা বিষয়গুলো দেখে নিতে পারবে এবং আবেদন ফরম ও নিচে তুলে দেওয়া হলো।
- শিক্ষার্থীর নিজের ব্যক্তিগত তথ্য
- পিতা-মাতার সকল তথ্য
- জন্ম নিবন্ধন সনদ নাম্বার
- জন্ম তারিখ
- শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা
- পূর্ববর্তী শিক্ষাগত তথ্য
- বর্তমান শিক্ষাগত তথ্য
- অভিভাবকের সম্পর্কে সকল তথ্য
- অভিভাবকের স্থায়ী ঠিকানা
- শিক্ষার্থীর আর্থিক অবস্থা সংক্রান্ত ক্রাইটেরিয়া
- পেমেন্টের তথ্য
প্রথমে শিক্ষার্থীকে নিচের দেওয়া আবেদন ফরম ডাউনলোড করে নিতে হবে অথবা কলেজের নিকট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবে।
এরপরে আবেদন কার্যক্রম অংশগ্রহণ করার জন্য, তার নিজের হাতে পূরণ করে জমা দিতে হবে এবং এর সাথে যে সকল ডকুমেন্ট
সংযুক্ত করতে হবে। তা যুক্ত করে কলেজের কাছে জমা দেবে এবং তার আবেদনকার্যক্রম প্রাথমিকভাবে সম্পন্ন করবে।
চূড়ান্ত ধাপে এই বিষয়গুলো যাচাই বাছাই করে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে HSP-MIS ওয়েব সাইটে সাবমিট করবে।
আরও পড়ুনঃ ৫টি উপবৃত্তি পাবে শিক্ষার্থীরা – বিনামূল্যে আবেদন করুন
এরপরে সেখান থেকেও আবার পুনরায় যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করে মূল আবেদন কার্যক্রম সম্পন্ন করা হবে এবং যোগ্য শিক্ষার্থীদের মাঝে টাকা প্রদান করা হবে
উপবৃত্তির আবেদন ফরম – পিডিএফ লিংক
![](https://i0.wp.com/shovonstudy.com/wp-content/uploads/image-109.png?resize=517%2C720&ssl=1)
![](https://i0.wp.com/shovonstudy.com/wp-content/uploads/image-110.png?resize=520%2C720&ssl=1)
![](https://i0.wp.com/shovonstudy.com/wp-content/uploads/image-111.png?resize=516%2C720&ssl=1)
![](https://i0.wp.com/shovonstudy.com/wp-content/uploads/image-112.png?resize=594%2C626&ssl=1)
![](https://i0.wp.com/shovonstudy.com/wp-content/uploads/466123829_1621175048611207_4176642647931331450_n.jpg?resize=100%2C100&ssl=1)
My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.