সরকার থেকে ২০২৫ সালের উপবৃত্তি টাকা প্রদান করা শুরু করেছে। শিক্ষার্থীরা ইতিমধ্যে টাকা পাচ্ছে। কয়েকটি ধাপে শিক্ষার্থীরা এই টাকা পাচ্ছে এবং সামনে আরো বেশ কিছু শিক্ষার্থী তাদের আর্থিক সহায়তা পাবে।
বিভিন্ন সময় শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিল এবং কিছু কিছু আবেদন সরাসরি করা হয়েছিল।
আবেদন করার পরিপ্রেক্ষিতে এখন সকল শিক্ষার্থীদের মাঝে টাকা প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা প্রদান করছে।
সকল আপডেট পেতে আমাদের WhatApps Channel এ যুক্ত হতে পারেন – | জয়েন লিংক |
যে সকল শিক্ষার্থী যোগ্য তাদেরকে এই টাকা প্রদান করা হচ্ছে। ১৭ই মার্চ ২০২৫ তারিখে সমন্বিত উপবৃত্তি এবং মেধা সাধারণ বৃত্তির ফলাফল অনুযায়ী টাকা প্রদান করা হয়েছে।
কোন শিক্ষার্থীর ৩১০০ টাকা পেয়েছে কেউ ২৬০০ টাকা পেয়েছে আবার কেউ ৩৬০০ টাকা পেয়েছে। বিভিন্ন শ্রেণি শিক্ষার্থীদেরকে বিভিন্ন টাকা প্রদান করা হয়েছে।
- সুখবর ২০২৫ সালের উপবৃত্তি টাকা প্রদান শুরু – কে কবে পাবে ?
- বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ | ১৫০০০ টাকা ভাতা পাবে
- কলেজ শিক্ষার্থীদের ২ টি উপবৃত্তি দিচ্ছে – বিস্তারিত জানুন
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে শিক্ষার্থীদের মাঝে ঈদের আগে ২০২৫ সালের উপবৃত্তি প্রদান করার কথা ছিল। ইতিমধ্যে একটি ধাপে শিক্ষার জায়গা প্রদান করা হয়েছে,
এর আগেও বেশ কয়েকটি ধাপে শিক্ষার্থীরা টাকা পেয়েছে। সামনে আরো বকেয়া টাকা রয়েছে, যেগুলো শিক্ষার্থীরা খুব শীঘ্রই পাবে।
তবে চেষ্টা করা হচ্ছে বর্তমানে যাদের বকেয়া টাকা রয়েছে তাদেরকে আগে প্রদান করার, পরবর্তীতে নতুন এবং বর্তমান আর্থিক অনুদান
এবং উপবৃত্তি টাকা প্রদান করা হবে। যে সকল শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার যোগ্য তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে।
ঈদের আগে হয়তোবা আর টাকা নাও দিতে পারে, কেননা বর্তমানে অর্থ মন্ত্রণালয় সরকারের অগ্রিম বেতন ঈদের
বোনাস এবং বৈশাখি ভাতা প্রদান করবে। যার কারণে ২০২৫ সালের উপবৃত্তি দেরি হতে পারে। তবে ঈদ পরবর্তী সময় শিক্ষার্থীরা এই টাকা পেতে পারে।
আরও পড়ুনঃ
- SSC 2025 GPA Calculation – কয়টি বিষয় A+ পেলে GPA 5 আসবে
- এসএসসি ২০২৫ নতুন রুটিন প্রকাশ – SSC Routine 2025

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.