২০২৫ সালের উপবৃত্তির টাকা কাদের কবে দিবে ?

প্রাথমিক ও গণ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় উপবৃত্তির টাকা প্রদান শুরু করেছেন। শিক্ষার্থীরা বর্তমানে তাদের মোবাইল ব্যাংক একাউন্টে টাকা পাচ্ছে।

তবে কবে বাকি টাকা প্রদান করা হবে তা নিয়ে বর্তমানে অনেক শিক্ষার্থী জানতে চাচ্ছিল। সে প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলছে তা তুলে ধরছি শিক্ষার্থীদের মাঝে।

২০২৫ সালের উপবৃত্তির টাকা কাদের কবে দিবে ?

শিক্ষার্থী ও অভিভাবক তাদের উপবৃত্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন। ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে নগদে টাকা প্রদান করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আরও পড়ুনঃ ৫টি উপবৃত্তি পাবে শিক্ষার্থীরা – বিনামূল্যে আবেদন করুন

যেখানে শিক্ষার্থীরা কিস্তি আকারে বিগত ছয় মাসের টাকা পাচ্ছে। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় কিস্তি টাকা অনেক শিক্ষার্থী পায়নি, তাদেরকে টাকা প্রদান করছে প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তর।

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি টাকা প্রদান করার কার্যক্রম হাতে নিয়েছে।

তাদেরও গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বেশ কয়েকটি কিস্তির টাকা পাবে এবং বেশ কয়েকটি টাকা পাবে।

যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সংখ্যালঘু উপবৃত্তি ও সমন্বিত উপবৃত্তি মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি সহ বেশ কয়েকটি আর্থিক সহায়তা।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা কর্মকর্তা জানিয়েছে বর্তমানে শিক্ষকদের বেতন নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে।

খুব শীঘ্রই এই সমস্যার সংকট কাটিয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা পাঠিয়ে দেয়া হবে। শিক্ষার্থীর মোবাইল ব্যাংক একাউন্টে এ টাকা প্রদান করা হবে।

এটা ধৈর্য ধারণ করতে হবে, আর কিছুদিন। কবে নাগাদ শিক্ষার্থীরা টাকা পেতে পারে, এমন প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কর্মকর্তারা জানিয়েছে

চলতি মাসে টাকা পাঠানো সম্ভব হবে না। আগামী মার্চ অথবা এপ্রিল মাসে শিক্ষার্থীরা আর্থিক সহায়তা অর্থাৎ উপবৃত্তি পেতে পারে।

Leave a Reply